বিধাননগর, 14 অগস্ট: জলপাইগুড়ির পর বিধাননগর ৷ এবার স্ত্রীকে গুলি করে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী । ঘটনাটি ঘটেছে নারায়ণপুরের চন্দ্রানি এলাকায় । সোমবার সকালে নারায়ণপুরের চন্দ্রানি এলাকায় বাড়ির ভিতরে স্ত্রী টুম্পা ঘোষকে লক্ষ্য করে গুলি করেন স্বামী অজয় ঘোষ । গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন টুম্পা ৷
স্ত্রীর মৃত্যু হয়েছে বুঝতে পেরে, অজয় নিজেই পুলিশকে খবর দেন ৷ এরপর নারায়ণপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন । পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই খুন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণপুর থানার পুলিশ । জানা গিয়েছে, পেশায় প্রোমোটার অজয় ঘোষের কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, তা জানার চেষ্টা করছে পুলিশ । পাশাপাশি টুম্পার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
আরও পড়ুন : প্রেমিকের সঙ্গে ভিডিয়ো কলে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে হাতুড়ি মেরে খুন, স্বীকারোক্তি স্বামী
নারায়ণপুরের এই ঘটনায় স্বামী অজয় ঘোষকে গ্রেফতার করা হয় । ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে । ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে কোথা থেকে তিনি আগ্নেয়াস্ত্র পেলেন এবং স্ত্রীর সঙ্গে তাঁর কী নিয়ে বিবাদ এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা । যদিও বিষয়টি নিয়ে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করা হলে তারা কেউই সেভাবে মুখ খুলতে চাননি ৷ এমনকি অভিযুক্ত ব্যক্তির মা-ও স্পষ্ট করে এই খুনের ব্যাপারে কিছু বলতে চাননি ৷
অন্যদিকে, এদিন জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকেও একই ঘটনা ঘটে ৷ ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেন স্বামী ৷ এই ঘটনার পিছনেও পারিবারিক অশান্তি বলেই অনুমান পুলিশের ৷ দুটি ঘটনারই তদন্ত চলছে ৷
আরও পড়ুন : পারিবারিক বিবাদ! স্ত্রী’কে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর