ETV Bharat / state

পুকুরে যুবতির দেহ, গ্রেপ্তার শওহরসহ 3 - বসিরহাট থানা

সালমার বাপের বাড়ির অভিযোগ, গতকাল রাতে শওহর-শ্বশুর-শাশুড়ি মিলে তাঁকে শ্বাসরোধ করে খুন করে । তারপর রাতের অন্ধকারে বাড়ির পাশের পচা পুকুরের মধ্যে মৃতদেহ লুকিয়ে রাখে । আজ বিকেলে বাড়ির পাশের পানাপুকুর থেকে সালমার দেহ উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ ।

বসিরহাটের খবর
বসিরহাটের খবর
author img

By

Published : Oct 5, 2020, 12:13 AM IST

বসিরহাট, 4 অক্টোবর : যুবতিকে খুন করে পুকুরের জলে ডুবিয়ে রাখার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার কোদালিয়া গ্রামে । মৃতের নাম সালমা খাতুন (20) । ওই যুবতিকে খুনের অভিযোগে শওহর আবদুল সইদ শেখ, শ্বশুর আবদুল করিম শেখ ও শাশুড়ি নাসিমা বিবিকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা খবর, চার বছর আগে হাসনাবাদ থানার জয়গ্রামের সালমার সঙ্গে বসিরহাটের কোদালিয়া গ্রামের আবদুল সইদের নিকাহ হয় । তাঁদের এক ছেলেও আছে । অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে সালমার উপর বারবার চাপ দিচ্ছিল । টাকা দিতে না পারায় তাঁর উপর দিনের পর দিন চলত শারীরিক ও মানসিক নির্যাতন । সালমার বাপের বাড়ির অভিযোগ, গতকাল রাতে শওহর-শ্বশুর-শাশুড়ি মিলে তাঁকে শ্বাসরোধ করে খুন করে । তারপর রাতের অন্ধকারে বাড়ির পাশের পচা পুকুরের মধ্যে মৃতদেহ লুকিয়ে রাখে । সালমার বাপের বাড়ির লোকজন মেয়ের ফোনে কল করে দেখেন, ফোন সুইচ বন্ধ । আজ বাপের বাড়ির লোকেরা গিয়ে দেখেন, শ্বশুরবাড়িতে মেয়ে নেই । মোবাইল ফোন তখনও সুইচ বন্ধ । তাঁকে আর খুঁজে পাওয়া যায় না । বাপের বাড়ির লোকেদের পাশাপাশি সন্দেহ হয় পড়শিদেরও । তারপর সবাই মিলে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন । জানানো হয় পুলিশকেও ।

আজ বিকেলে বাড়ির পাশের পানাপুকুর থেকে সালমার দেহ উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ । সঙ্গে সঙ্গে পুলিশ শওহর-শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করে । পুলিশের দাবি, জেরায় ধৃতরা সালমাকে খুনের কথা কবুল করেছে ।

বসিরহাট, 4 অক্টোবর : যুবতিকে খুন করে পুকুরের জলে ডুবিয়ে রাখার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার কোদালিয়া গ্রামে । মৃতের নাম সালমা খাতুন (20) । ওই যুবতিকে খুনের অভিযোগে শওহর আবদুল সইদ শেখ, শ্বশুর আবদুল করিম শেখ ও শাশুড়ি নাসিমা বিবিকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা খবর, চার বছর আগে হাসনাবাদ থানার জয়গ্রামের সালমার সঙ্গে বসিরহাটের কোদালিয়া গ্রামের আবদুল সইদের নিকাহ হয় । তাঁদের এক ছেলেও আছে । অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে সালমার উপর বারবার চাপ দিচ্ছিল । টাকা দিতে না পারায় তাঁর উপর দিনের পর দিন চলত শারীরিক ও মানসিক নির্যাতন । সালমার বাপের বাড়ির অভিযোগ, গতকাল রাতে শওহর-শ্বশুর-শাশুড়ি মিলে তাঁকে শ্বাসরোধ করে খুন করে । তারপর রাতের অন্ধকারে বাড়ির পাশের পচা পুকুরের মধ্যে মৃতদেহ লুকিয়ে রাখে । সালমার বাপের বাড়ির লোকজন মেয়ের ফোনে কল করে দেখেন, ফোন সুইচ বন্ধ । আজ বাপের বাড়ির লোকেরা গিয়ে দেখেন, শ্বশুরবাড়িতে মেয়ে নেই । মোবাইল ফোন তখনও সুইচ বন্ধ । তাঁকে আর খুঁজে পাওয়া যায় না । বাপের বাড়ির লোকেদের পাশাপাশি সন্দেহ হয় পড়শিদেরও । তারপর সবাই মিলে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন । জানানো হয় পুলিশকেও ।

আজ বিকেলে বাড়ির পাশের পানাপুকুর থেকে সালমার দেহ উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ । সঙ্গে সঙ্গে পুলিশ শওহর-শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করে । পুলিশের দাবি, জেরায় ধৃতরা সালমাকে খুনের কথা কবুল করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.