ETV Bharat / state

দেড় কোটি মূল্যের সোনা উদ্ধার সীমান্তে, আটক এক পাচারকারী - আটক এক পাচারকারী

Gold and Silver Recovered: প্রায় দেড় কোটির 2 কেজি সোনা ও দেড় লাখের আড়াই কেজি রুপো বাজেয়াপ্ত করল পুলিশ ৷ সীমান্তে আটক এক পাচারকারী ৷

দেড় কোটির মূল্যের সোনা ও দেড় লাখের রুপো উদ্ধার
Gold and Silver Recovered
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 9:26 PM IST

বনগাঁ, 27 নভেম্বর: একইদিনে রাজ্যে দু'টি পৃথক ঘটনায় বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। দু'টি ঘটনাই উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপোল ও স্বরূপনগর 2 নম্বর থানার হাকিমপুর এলাকার ভারত-বাংলাদেশে সীমান্তে। প্রথম ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে 1.27 কোটি মূল্যের 2 কেজি সোনা। ঘটনায় ট্রাক-সহ পাচারকারীকে আটক করা হয়েছে। দ্বিতীয় ঘটনায় মোটরবাইক ও দেড় লক্ষ অর্থমূল্যের 2.54 কেজি রুপো-সহ পাচাকারীকে আটক করেছে বিএসএফ। দু'টি ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

বিএসএফ সূত্রের দাবি, "145 নম্বর ব্যাটেলিয়নের আইসিপি পেট্রাপোল বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ আইসিপি পেট্রাপোলে ট্রাক চেকিংয়ের সময় সোনার চোরাচালান সম্পর্কিত নির্দিষ্ট তথ্য পায়। তার ভিত্তিতে তল্লাশি চালিয়ে 2 কেজি 54 গ্রাম সোনা বাজেয়াপ্ত করে। ধৃত চোরাকারবারি ওই সোনা WB-23C-5085 রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকের কেবিনে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করছিল। বাজেয়াপ্ত সোনার টুকরোর আনুমানিক মূল্য 1 কোটি 27 লক্ষ 56 হাজার টাকার কিছু বেশি। যার মধ্যে 17টি সোনার টুকরো পাওয়া গিয়েছে।

দ্বিতীয় ঘটনায় সীমান্ত ফাঁড়ির হাকিমপুরের সেনা সদস্যরা একটি মোটরসাইকেলের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। মোটরসাইকেল চালককে থামান। যা স্বরূপদহ গ্রাম থেকে এসে হাকিমপুর চেকপয়েন্ট হয়ে তারালী গ্রামের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটির পুঙ্খানুপুঙ্খ তল্লাশি শুরু করে। তল্লাশির সময় বাদামী টেপে মোড়ানো 2.54 কেজি রুপোর গয়না সম্বলিত 2টি প্যাকেট উদ্ধার করা হয়। যা মোটরসাইকেলের ফ্রেমের গহ্বরের ভিতরে লুকনো ছিল। সৈন্যরা তাৎক্ষণিকভাবে রুপো বাজেয়াপ্ত করে এবং মোটরসাইকেল চালককে আটক করে। রুপোর গয়নার আনুমানিক মূল্য 1 লক্ষ 54 হাজার 940 টাকা।

দক্ষিণবঙ্গ সীমান্ত সৈন্যদের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন বিএসএফ জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য। তিনি বলেন, "কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন যে তাঁরা যদি সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পান তবে বিএসএফের সীমা সাথি হেল্পলাইন নম্বর 14419-এ এই তথ্য দিতে পারেন। এছাড়াও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আরও একটি 9903472227 নম্বর জারি করেছে যাতে সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যায়। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের পরিমাণ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।

আরও পড়ুন:

  1. এক পিস মিষ্টির দাম 1,100! দেখুন ভিডিয়ো
  2. স্বপ্নাদেশে সোনার মূর্তিতে পুজো শুরু, 361 দিন ব্য়াংকের লকারে থাকেন রাজবাড়ির দ্বিভুজা দুর্গা
  3. অন্তর্বাসে লুকানো 58 লাখ টাকার সোনার পেস্ট! বিএসএফের জালে কেরলের বাসিন্দা

বনগাঁ, 27 নভেম্বর: একইদিনে রাজ্যে দু'টি পৃথক ঘটনায় বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। দু'টি ঘটনাই উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপোল ও স্বরূপনগর 2 নম্বর থানার হাকিমপুর এলাকার ভারত-বাংলাদেশে সীমান্তে। প্রথম ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে 1.27 কোটি মূল্যের 2 কেজি সোনা। ঘটনায় ট্রাক-সহ পাচারকারীকে আটক করা হয়েছে। দ্বিতীয় ঘটনায় মোটরবাইক ও দেড় লক্ষ অর্থমূল্যের 2.54 কেজি রুপো-সহ পাচাকারীকে আটক করেছে বিএসএফ। দু'টি ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

বিএসএফ সূত্রের দাবি, "145 নম্বর ব্যাটেলিয়নের আইসিপি পেট্রাপোল বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ আইসিপি পেট্রাপোলে ট্রাক চেকিংয়ের সময় সোনার চোরাচালান সম্পর্কিত নির্দিষ্ট তথ্য পায়। তার ভিত্তিতে তল্লাশি চালিয়ে 2 কেজি 54 গ্রাম সোনা বাজেয়াপ্ত করে। ধৃত চোরাকারবারি ওই সোনা WB-23C-5085 রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকের কেবিনে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করছিল। বাজেয়াপ্ত সোনার টুকরোর আনুমানিক মূল্য 1 কোটি 27 লক্ষ 56 হাজার টাকার কিছু বেশি। যার মধ্যে 17টি সোনার টুকরো পাওয়া গিয়েছে।

দ্বিতীয় ঘটনায় সীমান্ত ফাঁড়ির হাকিমপুরের সেনা সদস্যরা একটি মোটরসাইকেলের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। মোটরসাইকেল চালককে থামান। যা স্বরূপদহ গ্রাম থেকে এসে হাকিমপুর চেকপয়েন্ট হয়ে তারালী গ্রামের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটির পুঙ্খানুপুঙ্খ তল্লাশি শুরু করে। তল্লাশির সময় বাদামী টেপে মোড়ানো 2.54 কেজি রুপোর গয়না সম্বলিত 2টি প্যাকেট উদ্ধার করা হয়। যা মোটরসাইকেলের ফ্রেমের গহ্বরের ভিতরে লুকনো ছিল। সৈন্যরা তাৎক্ষণিকভাবে রুপো বাজেয়াপ্ত করে এবং মোটরসাইকেল চালককে আটক করে। রুপোর গয়নার আনুমানিক মূল্য 1 লক্ষ 54 হাজার 940 টাকা।

দক্ষিণবঙ্গ সীমান্ত সৈন্যদের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন বিএসএফ জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য। তিনি বলেন, "কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন যে তাঁরা যদি সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পান তবে বিএসএফের সীমা সাথি হেল্পলাইন নম্বর 14419-এ এই তথ্য দিতে পারেন। এছাড়াও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আরও একটি 9903472227 নম্বর জারি করেছে যাতে সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যায়। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের পরিমাণ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।

আরও পড়ুন:

  1. এক পিস মিষ্টির দাম 1,100! দেখুন ভিডিয়ো
  2. স্বপ্নাদেশে সোনার মূর্তিতে পুজো শুরু, 361 দিন ব্য়াংকের লকারে থাকেন রাজবাড়ির দ্বিভুজা দুর্গা
  3. অন্তর্বাসে লুকানো 58 লাখ টাকার সোনার পেস্ট! বিএসএফের জালে কেরলের বাসিন্দা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.