ETV Bharat / state

অব্যাহত ভোট পরবর্তী হিংসা, জগদ্দলে ভাঙচুর বিজেপি সমর্থকের দোকান-বাড়ি

ভোটের পর থেকে বারবার হিংসার অভিযোগ উঠেছে জগদ্দলে । একাধিকবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে । আজ আরও একবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব আক্রান্তরা ।

BJP Supporter house vandalized
জগদ্দলে বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর
author img

By

Published : Jul 16, 2021, 4:47 PM IST

জগদ্দল, 16 জুলাই : বিজেপিকে সমর্থন করায় 4 টি দোকানঘর, বাড়ি ভাঙচুরের অভিযোগ জগদ্দলে । ঘটনাটি ঘটেছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছেই । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ভাঙচুর চালিয়েছে । এসিপি সুব্রত মণ্ডলের নেতৃত্বে জগদ্দল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ।

যে পরিবারের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাঁদের অভিযোগ, নমিত সিং, অমিত সিং, প্রকাশ সিং সহ দশ-বারো জন স্থানীয় দুষ্কৃতী বাড়িতে চড়াও হয় । অশ্রাব্য গালিগালাজ করে । বাদ যায়নি দোকানঘরও । দোকানের মালপত্র, আসবাব ভেঙে রাস্তায় ফেলে দেয় । তাদের হাতে লাঠি ও রড ছিল বলেও অভিযোগ ।

জগদ্দলে বিজেপি সমর্থকের বাড়ি - দোকানঘর ভাঙচুর

ভোটের পর থেকে বারবার হিংসার অভিযোগ উঠেছে জগদ্দলে । একাধিকবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে । আজ আরও একবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব আক্রান্তরা ।

গতকালই জাতীয় মানবাধিকার কমিশন তাদের রিপোর্ট পেশ করে এই সমস্ত এলাকায় ভোট পরবর্তী হিংসার নিন্দা করেছে । সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই একই ছবি ধরা পড়ল জগদ্দলে । যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করছে শাসক শিবির ।

জগদ্দল, 16 জুলাই : বিজেপিকে সমর্থন করায় 4 টি দোকানঘর, বাড়ি ভাঙচুরের অভিযোগ জগদ্দলে । ঘটনাটি ঘটেছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছেই । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ভাঙচুর চালিয়েছে । এসিপি সুব্রত মণ্ডলের নেতৃত্বে জগদ্দল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ।

যে পরিবারের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাঁদের অভিযোগ, নমিত সিং, অমিত সিং, প্রকাশ সিং সহ দশ-বারো জন স্থানীয় দুষ্কৃতী বাড়িতে চড়াও হয় । অশ্রাব্য গালিগালাজ করে । বাদ যায়নি দোকানঘরও । দোকানের মালপত্র, আসবাব ভেঙে রাস্তায় ফেলে দেয় । তাদের হাতে লাঠি ও রড ছিল বলেও অভিযোগ ।

জগদ্দলে বিজেপি সমর্থকের বাড়ি - দোকানঘর ভাঙচুর

ভোটের পর থেকে বারবার হিংসার অভিযোগ উঠেছে জগদ্দলে । একাধিকবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে । আজ আরও একবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব আক্রান্তরা ।

গতকালই জাতীয় মানবাধিকার কমিশন তাদের রিপোর্ট পেশ করে এই সমস্ত এলাকায় ভোট পরবর্তী হিংসার নিন্দা করেছে । সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই একই ছবি ধরা পড়ল জগদ্দলে । যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করছে শাসক শিবির ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.