ETV Bharat / state

Chakla Panchayat: কেন্দ্রের প্রকল্পের টাকা নয়ছয়, তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল

অভিযোগ, দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান মৌমিতা দাস কাহার প্রধানমন্ত্রী আবাস যোজনায় দু'দফায় 30 হাজার টাকা আদায় করেছেন একজন উপভোক্তার থেকে ৷ সম্প্রতি এক উপভোক্তার থেকে চাকলা পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (Head of Chakla panchayat allegedly went viral for corruption)।

Chakla Panchayat
তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল
author img

By

Published : Jul 5, 2022, 9:22 PM IST

দেগঙ্গা, 5 জুলাই: কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ আগেই উঠেছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল হল চাকলা পঞ্চায়েত প্রধানের ৷ অভিযোগ, দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান মৌমিতা দাস কাহার প্রধানমন্ত্রী আবাস যোজনায় দু'দফায় 30 হাজার টাকা আদায় করেছেন একজন উপভোক্তার থেকে ৷ সম্প্রতি এক উপভোক্তার থেকে চাকলা পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (Head of Chakla panchayat allegedly went viral for corruption)। যেখানে উপভোক্তা এবং পঞ্চায়েত প্রধানের টাকা দেওয়া-নেওয়ার কথোপকথন এবং ছবি স্পষ্ট ধরা পড়েছে ৷

ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠেছে দেগঙ্গার রাজনীতি ৷ সূত্রের খবর, কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই বেপাত্তা অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ৷ পঞ্চায়েত প্রধান যে দুর্নীতির সঙ্গে যুক্ত তা স্বীকার করে নিয়েছেন ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশ। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতেও সরব হয়েছেন তাঁরা। এ নিয়ে অবশ্য শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির।

চাকলা তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন : ফের শাসকদলের কোন্দল ! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন বাকি সদস্যরা

উল্লেখ্য,সরকারি প্রকল্পে একের পর দুর্নীতির অভিযোগ ওঠায় ইতিমধ্যে চাকলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান মৌমিতা দাস কাহারের অপসারণ চেয়ে দেগঙ্গার বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে দলেরই একাধিক পঞ্চায়েত সদস্য।

দেগঙ্গা, 5 জুলাই: কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ আগেই উঠেছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল হল চাকলা পঞ্চায়েত প্রধানের ৷ অভিযোগ, দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান মৌমিতা দাস কাহার প্রধানমন্ত্রী আবাস যোজনায় দু'দফায় 30 হাজার টাকা আদায় করেছেন একজন উপভোক্তার থেকে ৷ সম্প্রতি এক উপভোক্তার থেকে চাকলা পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (Head of Chakla panchayat allegedly went viral for corruption)। যেখানে উপভোক্তা এবং পঞ্চায়েত প্রধানের টাকা দেওয়া-নেওয়ার কথোপকথন এবং ছবি স্পষ্ট ধরা পড়েছে ৷

ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠেছে দেগঙ্গার রাজনীতি ৷ সূত্রের খবর, কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই বেপাত্তা অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ৷ পঞ্চায়েত প্রধান যে দুর্নীতির সঙ্গে যুক্ত তা স্বীকার করে নিয়েছেন ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশ। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতেও সরব হয়েছেন তাঁরা। এ নিয়ে অবশ্য শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির।

চাকলা তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন : ফের শাসকদলের কোন্দল ! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন বাকি সদস্যরা

উল্লেখ্য,সরকারি প্রকল্পে একের পর দুর্নীতির অভিযোগ ওঠায় ইতিমধ্যে চাকলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান মৌমিতা দাস কাহারের অপসারণ চেয়ে দেগঙ্গার বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে দলেরই একাধিক পঞ্চায়েত সদস্য।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.