দেগঙ্গা, 5 জুলাই: কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ আগেই উঠেছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল হল চাকলা পঞ্চায়েত প্রধানের ৷ অভিযোগ, দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান মৌমিতা দাস কাহার প্রধানমন্ত্রী আবাস যোজনায় দু'দফায় 30 হাজার টাকা আদায় করেছেন একজন উপভোক্তার থেকে ৷ সম্প্রতি এক উপভোক্তার থেকে চাকলা পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (Head of Chakla panchayat allegedly went viral for corruption)। যেখানে উপভোক্তা এবং পঞ্চায়েত প্রধানের টাকা দেওয়া-নেওয়ার কথোপকথন এবং ছবি স্পষ্ট ধরা পড়েছে ৷
ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠেছে দেগঙ্গার রাজনীতি ৷ সূত্রের খবর, কাটমানি নেওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই বেপাত্তা অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ৷ পঞ্চায়েত প্রধান যে দুর্নীতির সঙ্গে যুক্ত তা স্বীকার করে নিয়েছেন ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশ। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতেও সরব হয়েছেন তাঁরা। এ নিয়ে অবশ্য শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির।
আরও পড়ুন : ফের শাসকদলের কোন্দল ! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন বাকি সদস্যরা
উল্লেখ্য,সরকারি প্রকল্পে একের পর দুর্নীতির অভিযোগ ওঠায় ইতিমধ্যে চাকলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান মৌমিতা দাস কাহারের অপসারণ চেয়ে দেগঙ্গার বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে দলেরই একাধিক পঞ্চায়েত সদস্য।