ETV Bharat / state

Covid Vaccination : গর্ভবতীদের ভ্যাকসিনেশন সেন্টারে ঢুকে দাদাগিরির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা - তৃণমূলের যুব নেতা

দত্তপুকুরে গর্ভবতী মহিলাদের বিশেষ ভ্যাকসিনেশন সেন্টারে ঢুকে দাদাগিরির অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে ৷ নিজের পছন্দের তালিকা মতো ভ্যাকসিন দিতে নির্দেশ ৷ না মানলে স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷

Harassment of health workers by TMC Leader in Covid 19 Vaccination center in Duttapukur North 24 Pargana
গর্ভবতীদের ভ্যাকসিনেশন সেন্টারে ঢুকে দাদাগিরির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
author img

By

Published : Sep 5, 2021, 2:23 PM IST

দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 5 সেপ্টেম্বর : দত্তপুকুরে ভ্যাকসিন সেন্টারে ঢুকে দাদাগিরি ও স্বাস্থ্য কর্মীদের হেনস্থার অভিযোগে গ্রেফতার স্থানীয় তৃণমূল নেতা রাজু দত্ত ৷ সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীদের হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে । গত শুক্রবার দত্তপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মহিলা এবং 12 বছরের কম বয়সী বাচ্চা রয়েছে এমন মহিলাদের ভ্যাকসিনেশন চলছিল ৷ অভিযোগ সেই সময় রাজু দত্ত ও তার লোকজন স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়ে ৷ সেখানে নিজের লোকজনদের ভ্যাকসিন দেওয়ানোর জন্য স্বাস্থ্যকর্মীদের চাপ দেয় সে ৷

জানা গিয়েছে, তৃণমূলের যুব নেতা হওয়ার পাশাপাশি, রাজু দত্ত দত্তপুকুর 2নং গ্রামপঞ্চায়েত প্রধানের স্বামী ৷ অভিযোগ উঠেছে ওইদিন স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে নিজের তৈরি একটি তালিকা স্বাস্থ্যকর্মীদের হাতে ধরিয়ে দেয় রাজু দত্ত ৷ এর পর তাঁদের রীতিমত শাসানি দিয়ে বলা হয়, ওই তালিকা অনুযায়ী আগে ভ্যাকসিন দিতে হবে ৷ স্বাস্থ্যকর্মীরা এর প্রতিবাদ করলে, তাঁদের পাল্টা হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ যার পরেই নিরাপত্তার অভাবের অভিযোগে ভ্যাকসিনেশন বন্ধ করে দেন স্বাস্থ্যকর্মীরা ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, তড়িঘড়ি পুলিশ সেখানে পৌঁছায় ৷ পুলিশের হস্তক্ষেপে পুনরায় ভ্যাকসিনেশন শুরু হয় ৷

আরও পড়ুন : Corona in India : আজও 42 হাজারের ঘরে দৈনিক সংক্রমণ

কিন্তু, অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার না করায় রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বাস্থ্যকর্মীরা ৷ তাঁরা ভ্যাকসিনেশন পর্ব শেষ করে সোজা ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে যান ৷ সেখানে গিয়ে গোটা ঘটনা লিখিত আকারে অভিযোগ করার পর, তার একটি কপি দত্তপুকুর থানায় দেওয়া হয় ৷ এর পরেই পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন ৷ রাতেই দত্তপুকুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূলের যুব নেতা রাজু দত্তকে ৷

আরও পড়ুন : Nipah Virus : কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যু বালকের

এ বিষয়ে নীলিমা সরকার নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, ‘‘মোট 110 জন গর্ভবতী মহিলাকে যে ভ্যাকসিন দেওয়া হবে, সে কথা আগেই স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল ৷ তা সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের স্বামী রাজু দত্ত ভ্যাকসিন সেন্টারে এসে হম্বিতম্বি করা শুরু করে । শাসানি দিয়ে বলে, 110 জনের মধ্যে 100 জনকে ভ্যাকসিন দিতে হবে । বাকি নিজের পছন্দসই 10 জন লোককে ভ্যাকসিন দেওয়ার কথা বলে সে ৷ পছন্দসই লোককে ভ্যাকসিন না দেওয়া হলে ফল খারাপ হবে বলেও হুমকি দেয় ওই তৃণমূল নেতা । আমরা চাই ওই তৃণমূল নেতার শাস্তি হোক ৷’’

গর্ভবতীদের ভ্যাকসিনেশন সেন্টারে ঢুকে দাদাগিরির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

আরও পড়ুন : Rajpur Sonarpur Municipality : হ্যাফ প্যান্ট পরে ভ্যাকসিনেশন সেন্টারে, টিকা পেলেন না যুবক

ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে সরব হয়েছেন আরেক স্বাস্থ্যকর্মী আশালতা দাস ৷ ওই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দত্তপুকুর থানার পুলিশ ৷ অন্যদিকে, ধৃত তৃণমূল নেতা রাজু দত্তকে শনিবার দুপুরে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে অন্তবর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছেন ৷ মামলার পরবর্তী শুনানির আগামী 18 সেপ্টেম্বর ৷

দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 5 সেপ্টেম্বর : দত্তপুকুরে ভ্যাকসিন সেন্টারে ঢুকে দাদাগিরি ও স্বাস্থ্য কর্মীদের হেনস্থার অভিযোগে গ্রেফতার স্থানীয় তৃণমূল নেতা রাজু দত্ত ৷ সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীদের হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে । গত শুক্রবার দত্তপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মহিলা এবং 12 বছরের কম বয়সী বাচ্চা রয়েছে এমন মহিলাদের ভ্যাকসিনেশন চলছিল ৷ অভিযোগ সেই সময় রাজু দত্ত ও তার লোকজন স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়ে ৷ সেখানে নিজের লোকজনদের ভ্যাকসিন দেওয়ানোর জন্য স্বাস্থ্যকর্মীদের চাপ দেয় সে ৷

জানা গিয়েছে, তৃণমূলের যুব নেতা হওয়ার পাশাপাশি, রাজু দত্ত দত্তপুকুর 2নং গ্রামপঞ্চায়েত প্রধানের স্বামী ৷ অভিযোগ উঠেছে ওইদিন স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে নিজের তৈরি একটি তালিকা স্বাস্থ্যকর্মীদের হাতে ধরিয়ে দেয় রাজু দত্ত ৷ এর পর তাঁদের রীতিমত শাসানি দিয়ে বলা হয়, ওই তালিকা অনুযায়ী আগে ভ্যাকসিন দিতে হবে ৷ স্বাস্থ্যকর্মীরা এর প্রতিবাদ করলে, তাঁদের পাল্টা হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ যার পরেই নিরাপত্তার অভাবের অভিযোগে ভ্যাকসিনেশন বন্ধ করে দেন স্বাস্থ্যকর্মীরা ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, তড়িঘড়ি পুলিশ সেখানে পৌঁছায় ৷ পুলিশের হস্তক্ষেপে পুনরায় ভ্যাকসিনেশন শুরু হয় ৷

আরও পড়ুন : Corona in India : আজও 42 হাজারের ঘরে দৈনিক সংক্রমণ

কিন্তু, অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার না করায় রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বাস্থ্যকর্মীরা ৷ তাঁরা ভ্যাকসিনেশন পর্ব শেষ করে সোজা ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে যান ৷ সেখানে গিয়ে গোটা ঘটনা লিখিত আকারে অভিযোগ করার পর, তার একটি কপি দত্তপুকুর থানায় দেওয়া হয় ৷ এর পরেই পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন ৷ রাতেই দত্তপুকুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূলের যুব নেতা রাজু দত্তকে ৷

আরও পড়ুন : Nipah Virus : কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যু বালকের

এ বিষয়ে নীলিমা সরকার নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, ‘‘মোট 110 জন গর্ভবতী মহিলাকে যে ভ্যাকসিন দেওয়া হবে, সে কথা আগেই স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল ৷ তা সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের স্বামী রাজু দত্ত ভ্যাকসিন সেন্টারে এসে হম্বিতম্বি করা শুরু করে । শাসানি দিয়ে বলে, 110 জনের মধ্যে 100 জনকে ভ্যাকসিন দিতে হবে । বাকি নিজের পছন্দসই 10 জন লোককে ভ্যাকসিন দেওয়ার কথা বলে সে ৷ পছন্দসই লোককে ভ্যাকসিন না দেওয়া হলে ফল খারাপ হবে বলেও হুমকি দেয় ওই তৃণমূল নেতা । আমরা চাই ওই তৃণমূল নেতার শাস্তি হোক ৷’’

গর্ভবতীদের ভ্যাকসিনেশন সেন্টারে ঢুকে দাদাগিরির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

আরও পড়ুন : Rajpur Sonarpur Municipality : হ্যাফ প্যান্ট পরে ভ্যাকসিনেশন সেন্টারে, টিকা পেলেন না যুবক

ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে সরব হয়েছেন আরেক স্বাস্থ্যকর্মী আশালতা দাস ৷ ওই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দত্তপুকুর থানার পুলিশ ৷ অন্যদিকে, ধৃত তৃণমূল নেতা রাজু দত্তকে শনিবার দুপুরে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে অন্তবর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছেন ৷ মামলার পরবর্তী শুনানির আগামী 18 সেপ্টেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.