হিঙ্গলগঞ্জ, 19 এপ্রিল: নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ির পিছনের চালতা গাছ থেকে । মৃতের নাম সুশান্ত বেরা (54)। রহস্যজনক এই মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে । এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ । সেই সেই সঙ্গে শুরু হয়েছে ঘটনার তদন্তও ।
জানা গিয়েছে, দমদমের বেদেপাড়ায় মুদির দোকান রয়েছে সুশান্ত বেরার ৷ কর্মসূত্রে বেশিরভাগ সময় সেখানেই থাকতেন তিনি । রবিবার বিকেলে সেখান থেকে হিঙ্গলগঞ্জের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই ব্যবসায়ী । এরপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর । এমনকি মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও ফোন সুইচড অফ থাকায় যোগাযোগ করাও সম্ভব হয়নি ব্যবসায়ীর সঙ্গে । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও সুশান্তবাবুর কোনও সন্ধান না মেলায় শেষে সোমবার সকালে স্থানীয় থানায় নিখোঁজ ডায়রি করার পরিকল্পনা নেন পরিবারের সদস্যরা । এমন সময় তাঁদের কাছে খবর আসে, বাড়ির পিছনে জঙ্গলের একটি চালতা গাছে ঝুলছে ওই ব্যবসায়ীর দেহ । সেখানে মৃতদেহ শনাক্ত করার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা । খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ওই ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয় বসিরহাটের জেলা হাসপাতালের মর্গে ।
রহস্যজনক এই মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জের মামুদপুর এলাকায় । এটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ । এই বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এটি খুন না আত্মহত্যার ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে। পাশাপাশি ঘটনার তদন্তও চলছে ৷