ETV Bharat / state

জিম,যোগব্যায়াম, ক্যারাটে প্রতিষ্ঠান খোলার অনুমতি না মেলায় ক্ষোভ বারাসতে

author img

By

Published : Jun 6, 2020, 7:58 AM IST

লকডাউন শিথিল হলেও জিম, যোগব্যায়াম, ক্যারাটের মতো প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়নি ৷ যা নিয়ে বারাসতে বিক্ষোভ মিছিল করতে দেখা গেল এইসব প্রতিষ্ঠানগুলির সঙ্গে যুক্ত মানুষজন ৷

জিম,যোগা,ক্যারাটের মতো প্রতিষ্ঠান খোলার অনুমতি না মেলায় ক্ষোভ
জিম,যোগা,ক্যারাটের মতো প্রতিষ্ঠান খোলার অনুমতি না মেলায় ক্ষোভ

বারাসত, 6 জুন: লকডাউন শিথিল হওয়ার পরও জিম,যোগব্যায়াম,ক্যারাটের মতো প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়নি সরকার । যা নিয়ে মালিক, ট্রেনার সহ ওইসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ৷ এই অবস্থায় প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব হলেন জিম,যোগব্যায়াম ও ক্যারাটের সঙ্গে যুক্ত মানুষেরা । রীতিমতো প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আন্দোলনও করলেন তারা । শনিবার বারাসতের কলোনি মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় ডাকবাংলো মোড়ে । পরে সংবাদমাধ্যম মারফত জিম, যোগব্যায়াম,ক্যারাটের মতো প্রতিষ্ঠান খোলার অনুমতি দিতে সরকারি হস্তক্ষেপের আর্জি জানান আন্দোলনকারীরা ।

লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ জিম, যোগব্যায়াম ও ক্যারাটের মতো শরীর চর্চার প্রতিষ্ঠান । ফলে রুটি-রুজিতে টান পড়েছে এই পেশার সঙ্গে যুক্ত মানুষজনের । এরই মধ্যে দীর্ঘ লকডাউন কাটিয়ে রাজ্যের অধিকাংশ পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে । ইতিমধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও ধীরে ধীরে সচল হতে শুরু করেছে । সরকারের তরফে বিভিন্ন রেস্তরাঁ, সেলুন, বিউটি পার্লার সহ একাধিক প্রতিষ্ঠান খোলার অনুমতিও দেওয়া হয়েছে । যদিও এই তালিকা থেকে বাদ জিম,যোগব্যায়াম,ক্যারাটে ও সুইমিং পুলের মতো শরীর চর্চার প্রতিষ্ঠানগুলি । যা নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষজনের । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরচর্চার প্রয়োজন রয়েছে ৷ তা সত্ত্বেও শরীর চর্চার প্রতিষ্ঠানগুলিকে খোলার অনুমতি কেন দেওয়া হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই পেশার সঙ্গে যুক্ত মানুষজন ।

এবিষয়ে বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের কর্তা সুভাষ মিত্র বলেন,"লকডাউন শিথিল হতেই প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে । ৮ মে-র পর বাকি সব কিছুই খুলে যাওযার সম্ভাবনা রয়েছে । জিম, যোগব্যায়াম, ক্যারাটের মতো প্রতিষ্ঠানও খুলে দেওয়া হোক সেটাই আমরা চাই । শরীরচর্চার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে । এটা কারও অজানা নয় । আমরা সরকারকে সহযোগিতা করে সমস্ত সুরক্ষাবিধি মেনেই এই সমস্ত প্রতিষ্ঠান খুলতে চাই । যাতে কেউ বিপদের মধ্যে না পড়েন ৷"

এদিকে বিষয়টি নিয়ে বারাসত পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন,"এখনও পর্যন্ত কোনও ইনস্টিটিউশনাল প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়নি সরকার । যখন অনুমতি দেওয়া হবে তখন তাঁরাও ব্যবসা শুরু করতে পারবেন । এত অধৈর্য হলে চলবে না । যে বিপর্যয় নেমে এসেছে তাতে সবাইকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পথে নেমে মিছিল করে কোনও সমস্যার সমাধান হয় না । তাই আমি সরকারের প্রতি আস্থা রাখার অনুরোধ করব । কোনও না কোনও সমাধান নিশ্চয় বেরোবে ৷"

বারাসত, 6 জুন: লকডাউন শিথিল হওয়ার পরও জিম,যোগব্যায়াম,ক্যারাটের মতো প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়নি সরকার । যা নিয়ে মালিক, ট্রেনার সহ ওইসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ৷ এই অবস্থায় প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব হলেন জিম,যোগব্যায়াম ও ক্যারাটের সঙ্গে যুক্ত মানুষেরা । রীতিমতো প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আন্দোলনও করলেন তারা । শনিবার বারাসতের কলোনি মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় ডাকবাংলো মোড়ে । পরে সংবাদমাধ্যম মারফত জিম, যোগব্যায়াম,ক্যারাটের মতো প্রতিষ্ঠান খোলার অনুমতি দিতে সরকারি হস্তক্ষেপের আর্জি জানান আন্দোলনকারীরা ।

লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ জিম, যোগব্যায়াম ও ক্যারাটের মতো শরীর চর্চার প্রতিষ্ঠান । ফলে রুটি-রুজিতে টান পড়েছে এই পেশার সঙ্গে যুক্ত মানুষজনের । এরই মধ্যে দীর্ঘ লকডাউন কাটিয়ে রাজ্যের অধিকাংশ পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে । ইতিমধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও ধীরে ধীরে সচল হতে শুরু করেছে । সরকারের তরফে বিভিন্ন রেস্তরাঁ, সেলুন, বিউটি পার্লার সহ একাধিক প্রতিষ্ঠান খোলার অনুমতিও দেওয়া হয়েছে । যদিও এই তালিকা থেকে বাদ জিম,যোগব্যায়াম,ক্যারাটে ও সুইমিং পুলের মতো শরীর চর্চার প্রতিষ্ঠানগুলি । যা নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষজনের । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরচর্চার প্রয়োজন রয়েছে ৷ তা সত্ত্বেও শরীর চর্চার প্রতিষ্ঠানগুলিকে খোলার অনুমতি কেন দেওয়া হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই পেশার সঙ্গে যুক্ত মানুষজন ।

এবিষয়ে বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের কর্তা সুভাষ মিত্র বলেন,"লকডাউন শিথিল হতেই প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে । ৮ মে-র পর বাকি সব কিছুই খুলে যাওযার সম্ভাবনা রয়েছে । জিম, যোগব্যায়াম, ক্যারাটের মতো প্রতিষ্ঠানও খুলে দেওয়া হোক সেটাই আমরা চাই । শরীরচর্চার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে । এটা কারও অজানা নয় । আমরা সরকারকে সহযোগিতা করে সমস্ত সুরক্ষাবিধি মেনেই এই সমস্ত প্রতিষ্ঠান খুলতে চাই । যাতে কেউ বিপদের মধ্যে না পড়েন ৷"

এদিকে বিষয়টি নিয়ে বারাসত পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন,"এখনও পর্যন্ত কোনও ইনস্টিটিউশনাল প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়নি সরকার । যখন অনুমতি দেওয়া হবে তখন তাঁরাও ব্যবসা শুরু করতে পারবেন । এত অধৈর্য হলে চলবে না । যে বিপর্যয় নেমে এসেছে তাতে সবাইকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পথে নেমে মিছিল করে কোনও সমস্যার সমাধান হয় না । তাই আমি সরকারের প্রতি আস্থা রাখার অনুরোধ করব । কোনও না কোনও সমাধান নিশ্চয় বেরোবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.