ETV Bharat / state

Thakurnagar Matua Museum: ঠাকুরনগরে হবে মিউজিয়াম, বাংলাদেশ থেকে এল গুরুচাঁদ ঠাকুরের পালঙ্ক

author img

By

Published : Jul 3, 2022, 9:23 PM IST

ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে তৈরি হবে মিউজিয়ামThakurnagar Matua Museum)৷ তার জন্য বাংলাদেশ থেকে ঠাকুরনগরে আনা হল গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত পালঙ্ক ৷

thakurnagar
ঠাকুরনগরে মিউজিয়াম তৈরিতে আনা হল গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত পালঙ্ক

বনগাঁ, 3 জুলাই: ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের জন্য মিউজিয়াম তৈরি করার দেওয়ার কথা আগেই বলেছিল কেন্দ্র ৷ যেখানে মতুয়া ধর্মের বিভিন্ন ঐতিহ্য এবং মতুয়া ধর্মের গুরুত্বের ব্যবহৃত আসবাব সংগ্রহ করে রাখা হবে ৷ শনিবার বাংলাদেশের ওড়াকান্দি থেকে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত শতাব্দীপ্রাচীন পালঙ্ক এসে পৌঁছল ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে(Guruchand Thakurs couch comes from Bangladesh to Thakurnagar)। যা দেখে উচ্ছ্বসিত মতুয়া ভক্তরা । পালঙ্ক আসার খবর পেয়ে শনিবার দুপুর থেকে পেট্রাপোল সীমান্তে ডঙ্কা-কাশি নিয়ে দলে-দলে মতুয়া ভক্তরা ভিড় করতে থাকেন ।

এদিন দুপুর নাগাদ পালঙ্ক গ্রহণ করতে পেট্রাপোল সীমান্ত পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া-সহ ঠাকুরবাড়ির সদস্যরা। তাঁদের হাতে ওড়াকান্দির ঠাকুরপরিবারের সদস্যরা পেট্রাপোল নোমাসল্যান্ডে পালঙ্ক তুলে দেয় । সেখান থেকে গাড়ি করে ডঙ্কা-কাশি বাজিয়ে পালঙ্ক নিয়ে আসা হয় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ।

ঠাকুরনগরে মতুয়া মিউজিয়াম তৈরির জন্য বাংলাদেশ থেকে আনা হল গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত পালঙ্ক

আরও পড়ুন : 'ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন সৌভাগ্যের', মতুয়া ধর্ম মহামেলায় ভাষণের আগে টুইট মোদির

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ঠাকুরনগরের ঠাকুরের নামে মিউজিয়াম তৈরি হবে । সেইমতো প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত এই পালঙ্ক ঠাকুরনগরে নিয়ে আসা হল । আগামীতে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত আরও সামগ্রী এখানে নিয়ে আসা হবে । যা আগামিদিনে মতুয়া ভক্তদের দর্শনের ও গবেষণার ক্ষেত্রে কাজে আসবে ।"

তবে লোকসভা ভোটের আগে বাংলাদেশ থেকে গুরুচাঁদ ঠাকুরের পালঙ্ক নিয়ে আসার পিছনেও রাজনীতি দেখছেন বিরোধীরা । বিরোধীদের একাংশ মনে করছে ভোটের আগে এটাও মতুয়া অস্ত্রে শান দেওয়ার একটা কৌশল ।

আরও পড়ুন : ওড়াকান্দিতে নারীশিক্ষা ও মতুয়া কল্যাণে ঢালাও সহায়তার আশ্বাস মোদির

বনগাঁ, 3 জুলাই: ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের জন্য মিউজিয়াম তৈরি করার দেওয়ার কথা আগেই বলেছিল কেন্দ্র ৷ যেখানে মতুয়া ধর্মের বিভিন্ন ঐতিহ্য এবং মতুয়া ধর্মের গুরুত্বের ব্যবহৃত আসবাব সংগ্রহ করে রাখা হবে ৷ শনিবার বাংলাদেশের ওড়াকান্দি থেকে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত শতাব্দীপ্রাচীন পালঙ্ক এসে পৌঁছল ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে(Guruchand Thakurs couch comes from Bangladesh to Thakurnagar)। যা দেখে উচ্ছ্বসিত মতুয়া ভক্তরা । পালঙ্ক আসার খবর পেয়ে শনিবার দুপুর থেকে পেট্রাপোল সীমান্তে ডঙ্কা-কাশি নিয়ে দলে-দলে মতুয়া ভক্তরা ভিড় করতে থাকেন ।

এদিন দুপুর নাগাদ পালঙ্ক গ্রহণ করতে পেট্রাপোল সীমান্ত পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া-সহ ঠাকুরবাড়ির সদস্যরা। তাঁদের হাতে ওড়াকান্দির ঠাকুরপরিবারের সদস্যরা পেট্রাপোল নোমাসল্যান্ডে পালঙ্ক তুলে দেয় । সেখান থেকে গাড়ি করে ডঙ্কা-কাশি বাজিয়ে পালঙ্ক নিয়ে আসা হয় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ।

ঠাকুরনগরে মতুয়া মিউজিয়াম তৈরির জন্য বাংলাদেশ থেকে আনা হল গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত পালঙ্ক

আরও পড়ুন : 'ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন সৌভাগ্যের', মতুয়া ধর্ম মহামেলায় ভাষণের আগে টুইট মোদির

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ঠাকুরনগরের ঠাকুরের নামে মিউজিয়াম তৈরি হবে । সেইমতো প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত এই পালঙ্ক ঠাকুরনগরে নিয়ে আসা হল । আগামীতে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত আরও সামগ্রী এখানে নিয়ে আসা হবে । যা আগামিদিনে মতুয়া ভক্তদের দর্শনের ও গবেষণার ক্ষেত্রে কাজে আসবে ।"

তবে লোকসভা ভোটের আগে বাংলাদেশ থেকে গুরুচাঁদ ঠাকুরের পালঙ্ক নিয়ে আসার পিছনেও রাজনীতি দেখছেন বিরোধীরা । বিরোধীদের একাংশ মনে করছে ভোটের আগে এটাও মতুয়া অস্ত্রে শান দেওয়ার একটা কৌশল ।

আরও পড়ুন : ওড়াকান্দিতে নারীশিক্ষা ও মতুয়া কল্যাণে ঢালাও সহায়তার আশ্বাস মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.