ETV Bharat / state

Group D Recruitment Scam: স্কুলের মাঠে চলছে ক্রীড়া প্রতিযোগিতা, তার মাঝেই চাকরি খোয়ালেন গ্রুপ-ডি কর্মী - group d worker got fired participating sports

স্কুলে চলছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৷ তারই দায়িত্ব সামলাচ্ছিলেন গ্রুপ-ডি কর্মী সুশোভন দত্ত (Bangaon Group D Worker Lost His Job) ৷ হঠাৎ জানতে পারলেন তাঁর চাকরি আর নেই ৷

ETV Bharat
চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মী সুশোভন দত্ত
author img

By

Published : Feb 10, 2023, 11:03 PM IST

চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীর বক্তব্য

বনগাঁ, 10 ফেব্রুয়ারি: গ্রুপ ডি-র ভুয়ো নিয়োগ তালিকায় নাম আগেই সামনে এসেছিল । এবার আদালতের নির্দেশে চাকরি গেল উত্তর 24 পরগণার বনগাঁর সুশোভন দত্তের (Bangaon News)। চাকরি বাতিলের তালিকার 822 নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে । সুশোভন 2018 সালে চাকরি পেয়েছিলেন । এতদিন তিনি বনগাঁর নরহরিপুর সারদাচরণ বিদ্যাপীঠের গ্রুপ-ডি পদে কর্মরত ছিলেন । বৃহস্পতিবার স্কুলে বার্ষিক স্পোর্টস চলাকালীন তাঁর চাকরি বাতিলের খবর পান সুশোভন । তাঁর কতটা দোষ আছে, নাকি তিনি শিকার হয়েছেন বুঝতে পারছেন না ।

গ্রুপ-ডি তে নিয়োগ দুর্নীতি নিয়ে বহুদিন ধরে মামলা চলছে কলকাতা হাইকোর্টে । সেখানেই এই নিয়োগে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে । স্কুল সার্ভিস কমিশনের গাফিলতিকেই দায়ী করেছে হাইকোর্ট । বৃহস্পতিবার এসএসসি গ্রুপ–ডি কর্মী নিয়োগের মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে 1 হাজার 911 জনের চাকরি বাতিল হয়েছে । যার মধ্যে নাম রয়েছে বনগাঁর সুশোভন দত্তের । বৃহস্পতিবার সুশোভন স্কুলে গিয়েছিলেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দায়িত্ব সামলাচ্ছিলেন । তার মাঝেই তিনি চাকরি বাতিলের খবর পান ।

নিয়োগের তালিকায় নাম আসার পরে সুশোভন দাবি করেন, তিনি সমস্ত নিয়ম মেনেই চাকরি পেয়েছেন । আজও কার্যত তিনি সেই কথা বললেন ৷ তবে আদালতের নির্দেশ প্রসঙ্গে তিনি তেমন কোনও মন্তব্য করতে চাননি । চাকরি যাওয়া প্রসঙ্গে তাঁর কতটা দোষ রয়েছে নাকি তিনি কোনও কিছুর শিকার হয়েছেন বুঝতে পারছেন না । সুশোভন এদিন জানান, তিনি সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন । কত নম্বর পেয়েছেন সেটা পর্ষদ থেকে দেখেই তাদেরকে ডেকেছিল । বিচারক নির্দেশ দিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি ।

গ্রুপ-ডি কর্মী সুশোভনের চাকরি খোয়ানোর প্রসঙ্গে নরহরিপুর সারদাচরণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ রায় বলেন, "সুশোভনের চাকরি যাওয়ার বিষয়টি আমরাও জানতে পেরেছি । আমাদের স্কুলে দু'জন ডি-গ্রুপের স্টাফ আছে । স্কুলের অনেক কাজই করত সুশোভন । ফলে আমাদের সমস্যাই হবে ।"

আরও পড়ুন : চাকরি গেল 1 হাজার 911 জন গ্রুপ-ডি কর্মীর, নির্দেশ কলকাতা হাইকোর্টের

চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীর বক্তব্য

বনগাঁ, 10 ফেব্রুয়ারি: গ্রুপ ডি-র ভুয়ো নিয়োগ তালিকায় নাম আগেই সামনে এসেছিল । এবার আদালতের নির্দেশে চাকরি গেল উত্তর 24 পরগণার বনগাঁর সুশোভন দত্তের (Bangaon News)। চাকরি বাতিলের তালিকার 822 নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে । সুশোভন 2018 সালে চাকরি পেয়েছিলেন । এতদিন তিনি বনগাঁর নরহরিপুর সারদাচরণ বিদ্যাপীঠের গ্রুপ-ডি পদে কর্মরত ছিলেন । বৃহস্পতিবার স্কুলে বার্ষিক স্পোর্টস চলাকালীন তাঁর চাকরি বাতিলের খবর পান সুশোভন । তাঁর কতটা দোষ আছে, নাকি তিনি শিকার হয়েছেন বুঝতে পারছেন না ।

গ্রুপ-ডি তে নিয়োগ দুর্নীতি নিয়ে বহুদিন ধরে মামলা চলছে কলকাতা হাইকোর্টে । সেখানেই এই নিয়োগে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে । স্কুল সার্ভিস কমিশনের গাফিলতিকেই দায়ী করেছে হাইকোর্ট । বৃহস্পতিবার এসএসসি গ্রুপ–ডি কর্মী নিয়োগের মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে 1 হাজার 911 জনের চাকরি বাতিল হয়েছে । যার মধ্যে নাম রয়েছে বনগাঁর সুশোভন দত্তের । বৃহস্পতিবার সুশোভন স্কুলে গিয়েছিলেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দায়িত্ব সামলাচ্ছিলেন । তার মাঝেই তিনি চাকরি বাতিলের খবর পান ।

নিয়োগের তালিকায় নাম আসার পরে সুশোভন দাবি করেন, তিনি সমস্ত নিয়ম মেনেই চাকরি পেয়েছেন । আজও কার্যত তিনি সেই কথা বললেন ৷ তবে আদালতের নির্দেশ প্রসঙ্গে তিনি তেমন কোনও মন্তব্য করতে চাননি । চাকরি যাওয়া প্রসঙ্গে তাঁর কতটা দোষ রয়েছে নাকি তিনি কোনও কিছুর শিকার হয়েছেন বুঝতে পারছেন না । সুশোভন এদিন জানান, তিনি সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন । কত নম্বর পেয়েছেন সেটা পর্ষদ থেকে দেখেই তাদেরকে ডেকেছিল । বিচারক নির্দেশ দিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি ।

গ্রুপ-ডি কর্মী সুশোভনের চাকরি খোয়ানোর প্রসঙ্গে নরহরিপুর সারদাচরণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ রায় বলেন, "সুশোভনের চাকরি যাওয়ার বিষয়টি আমরাও জানতে পেরেছি । আমাদের স্কুলে দু'জন ডি-গ্রুপের স্টাফ আছে । স্কুলের অনেক কাজই করত সুশোভন । ফলে আমাদের সমস্যাই হবে ।"

আরও পড়ুন : চাকরি গেল 1 হাজার 911 জন গ্রুপ-ডি কর্মীর, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.