ETV Bharat / state

Governor Visits Late Inspector House : প্রয়াত ইন্সপেক্টর অগ্নি মিত্রের বাড়িতে সস্ত্রীক রাজ‍্যপাল, সমবেদনা জানালেন পরিবারকে - Jagdeep Dhankhar

রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রয়াত কলকাতা পুলিশের ইন্সপেক্টরের পরিবারকে সমবেদনা জানালেন সস্ত্রীক রাজ‍্যপাল (Governor visits late police inspector house)। এড়ালেন রাজনৈতিক প্রশ্ন !

Governor Jagdeep Dhankhar visits late police inspector Agni Mitra house with wife
Governor Jagdeep Dhankhar
author img

By

Published : Jun 12, 2022, 3:54 PM IST

Updated : Jun 12, 2022, 4:04 PM IST

বারাসত, 12 জুন : রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ইন্সপেক্টর প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে সস্ত্রীক দেখা করলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড় (Governor visits late police inspector Agni Mitra house)। রবিবার বারাসতের হৃদয়পুরে নিহত পুলিশকর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান রাজ্যের সাংবিধানিক প্রধান । এদিন প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন জগদীপ ধনকড় । রাজ‍্যপালের ঝটিকা সফর উপলক্ষে এদিন নিহতের বাড়ি সংলগ্ন এলাকা কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে । রাজ‍্যপালকে একঝলক দেখতে এদিন উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো ।

প্রয়াত পুলিশকর্মীর বাড়ি থেকে বেরিয়ে এদিন রাজনৈতিক কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। শুধু বলেন, "প্রয়াত অগ্নি মিত্রের বাড়িতে এসে তাঁর পরিবারকে সমবেদনা জানালাম । তাঁর স্ত্রী এবং দুই কন‍্যার সঙ্গে কথা বলেছি । শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছি ।" রাজ‍্যপাল আরও বলেন, "প্রয়াত অগ্নি মিত্র পুলিশের একজন দক্ষ অফিসার ছিলেন । নিজের কর্তব্যে অবিচল ছিলেন তিনি । তাঁর প্রয়াণে আমি মর্মাহত ।" এই কয়েকটি কথা বলার পরই রাজ‍্যপালের কনভয় রওনা হয়ে যায় কলকাতার উদ্দেশ্যে ।

প্রয়াত কলকাতা পুলিশের ইন্সপেক্টরের পরিবারকে সমবেদনা জানালেন সস্ত্রীক রাজ‍্যপাল

আরও পড়ুন : Prophet Remarks Row: ইসলাম বলেনি মানুষকে কষ্ট দিয়ে হিংসাত্মক আন্দোলন করতে, কড়া বার্তা আব্বাস সিদ্দিকির

প্রসঙ্গত, ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ইন্সপেক্টর অগ্নি মিত্র । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 54 বছর ।

বারাসত, 12 জুন : রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ইন্সপেক্টর প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে সস্ত্রীক দেখা করলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড় (Governor visits late police inspector Agni Mitra house)। রবিবার বারাসতের হৃদয়পুরে নিহত পুলিশকর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান রাজ্যের সাংবিধানিক প্রধান । এদিন প্রয়াত অগ্নি মিত্রের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন জগদীপ ধনকড় । রাজ‍্যপালের ঝটিকা সফর উপলক্ষে এদিন নিহতের বাড়ি সংলগ্ন এলাকা কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে । রাজ‍্যপালকে একঝলক দেখতে এদিন উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো ।

প্রয়াত পুলিশকর্মীর বাড়ি থেকে বেরিয়ে এদিন রাজনৈতিক কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। শুধু বলেন, "প্রয়াত অগ্নি মিত্রের বাড়িতে এসে তাঁর পরিবারকে সমবেদনা জানালাম । তাঁর স্ত্রী এবং দুই কন‍্যার সঙ্গে কথা বলেছি । শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছি ।" রাজ‍্যপাল আরও বলেন, "প্রয়াত অগ্নি মিত্র পুলিশের একজন দক্ষ অফিসার ছিলেন । নিজের কর্তব্যে অবিচল ছিলেন তিনি । তাঁর প্রয়াণে আমি মর্মাহত ।" এই কয়েকটি কথা বলার পরই রাজ‍্যপালের কনভয় রওনা হয়ে যায় কলকাতার উদ্দেশ্যে ।

প্রয়াত কলকাতা পুলিশের ইন্সপেক্টরের পরিবারকে সমবেদনা জানালেন সস্ত্রীক রাজ‍্যপাল

আরও পড়ুন : Prophet Remarks Row: ইসলাম বলেনি মানুষকে কষ্ট দিয়ে হিংসাত্মক আন্দোলন করতে, কড়া বার্তা আব্বাস সিদ্দিকির

প্রসঙ্গত, ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ইন্সপেক্টর অগ্নি মিত্র । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 54 বছর ।

Last Updated : Jun 12, 2022, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.