ব্যারাকপুর, 15 অগস্ট : স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে আজ ব্যারাকপুর গান্ধিঘাটে যান সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যপাল-সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা ।
আজকের অনুষ্ঠানে এসে রাজ্যপাল বলেন, "আমাদের সংকল্প নেওয়া উচিত । মানব অধিকার যেন লুন্ঠিত না হয় সেদিকে খেয়াল রাখা উচিত । মানব অধিকারে আঘাত সংবিধানে ধাক্কা দেয় । আমাদের দেশ বিশ্বে এমনই একটা স্থানে পৌঁছেছে, তার জন্য ভারতীয় হিসাবে আমরা গর্বিত । আমার অনুরোধ প্রশাসন থেকে সাধারণ মানুষ সবাই যেন তার কর্তব্য যথাযথভাবে পালন করেন ।"
কোভিড আবহে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয় । গান্ধি স্মৃতিসৌধে মাল্যদান করে বক্তব্য রাখেন রাজ্যপাল ৷ তারপর গান্ধি আশ্রমের আবাসিক মহিলাদের সঙ্গে চরকায় সুতো কাটেন ৷ বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন ।
আরও পড়ুন : Independence Day : মাস্টারদা'র সহযোগী অনুরূপ চন্দ্র সেনকে ভুলতে বসেছে বুড়ুল গ্রাম