ETV Bharat / state

নিখোঁজ হওয়ার 8 দিন পর ইটভাটা থেকে উদ্ধার নাবালিকার দেহ - বনগাঁ থানার পুলিশ

নিখোঁজ হওয়ার 8 দিন পর উদ্ধার হল নাবালিকার দেহ ৷ ইটভাটা থেকে উদ্ধার হয় দেহটি । বনগাঁ থানা এলাকার ঘটনা ।

girls-body-was-recovered-from-the-brick-pavement
ইটের পাঁজার ভিতর থেকে বালিকার দেহ উদ্ধার,
author img

By

Published : Feb 28, 2020, 5:35 PM IST

বনগাঁ ,28 ফেব্রুয়ারি : ইটভাটা থেকে উদ্ধার হল এক নাবালিকার মৃতদেহ । নাম-মারো কুমারী । উত্তর 24 পরগনার বনগাঁ থানার ঘাটবাঁওড় এলাকার ঘটনা ।

19 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল এলাকার এক শ্রমিকের 8 বছরের মেয়ে মারো কুমারী। 8 দিন পর গতরাতে বনগাঁ থানার বাজিতপুরের ঘাটবাঁওড় এলাকায় একটা ইটভাটার ভিতরে তার মৃতদেহ উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ । মৃতের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে । বনগাঁ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

দুর্গাপুজোর পরই বিহার থেকে বাবা-মায়ের সঙ্গে বনগাঁয় আসে মারো কুমারী । ঘাটবাঁওড় এলাকার একটা ইটভাটায় কাজ করতেন তার বাবা, মা । 19 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল 8 বছরের মারো কুমারী । কোথাও তার খোঁজ না পেয়ে বনগাঁ থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । গতকাল সন্ধ্যায় ঘাটবাঁওড় এলাকার একটি ইটভাটার কর্মীরা দুর্গন্ধ পেয়ে খবর দেন বনগাঁ থানার পুলিশের কাছে । পুলিশ এসে তল্লাশি চালিয়ে সেখান থেকে 8 বছরের মারো কুমারীর দেহ উদ্ধার করে ।

ইটভাটার কর্মী অর্চনা বিশ্বাস, শম্ভু সর্দারদের বক্তব্য, যেখানে মারো কুমারীর দেহ উদ্ধার হয়েছে, সেখানে তার পক্ষে যাওয়া সম্ভব নয় । তাকে খুন করা হয়েছে বলেই তাঁদের অনুমান । পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

বনগাঁ ,28 ফেব্রুয়ারি : ইটভাটা থেকে উদ্ধার হল এক নাবালিকার মৃতদেহ । নাম-মারো কুমারী । উত্তর 24 পরগনার বনগাঁ থানার ঘাটবাঁওড় এলাকার ঘটনা ।

19 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল এলাকার এক শ্রমিকের 8 বছরের মেয়ে মারো কুমারী। 8 দিন পর গতরাতে বনগাঁ থানার বাজিতপুরের ঘাটবাঁওড় এলাকায় একটা ইটভাটার ভিতরে তার মৃতদেহ উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ । মৃতের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে । বনগাঁ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

দুর্গাপুজোর পরই বিহার থেকে বাবা-মায়ের সঙ্গে বনগাঁয় আসে মারো কুমারী । ঘাটবাঁওড় এলাকার একটা ইটভাটায় কাজ করতেন তার বাবা, মা । 19 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল 8 বছরের মারো কুমারী । কোথাও তার খোঁজ না পেয়ে বনগাঁ থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । গতকাল সন্ধ্যায় ঘাটবাঁওড় এলাকার একটি ইটভাটার কর্মীরা দুর্গন্ধ পেয়ে খবর দেন বনগাঁ থানার পুলিশের কাছে । পুলিশ এসে তল্লাশি চালিয়ে সেখান থেকে 8 বছরের মারো কুমারীর দেহ উদ্ধার করে ।

ইটভাটার কর্মী অর্চনা বিশ্বাস, শম্ভু সর্দারদের বক্তব্য, যেখানে মারো কুমারীর দেহ উদ্ধার হয়েছে, সেখানে তার পক্ষে যাওয়া সম্ভব নয় । তাকে খুন করা হয়েছে বলেই তাঁদের অনুমান । পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.