ETV Bharat / state

অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা - RG Kar

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগে বর্ণালি বাড়ির অমতে কানু হালদার (26) নামে এক যুবককে বিয়ে করেন । বর্ণালীর শ্বাশুড়ি সরস্বতী হালদারের অভিযোগ, আজ সকালে বর্ণালীর বাবা দুলাল মজুমদার হাজির হন মেয়ের শ্বশুরবাড়িতে । বাড়িতে ঢুকে তিনি চড়াও হন মেয়ের উপর । দা দিয়ে কোপাতে থাকেন মেয়েকে  ৷ সরস্বতীদেবী বাধা দিতে গেলে দুলাল তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় । রক্তাক্ত বর্ণালী মেঝেতে লুটিয়ে পড়েন । চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । তখন দুলাল সেখান থেকে পালিয়ে যান ।

girl hacked by father
বর্ণালি মজুমদার
author img

By

Published : Dec 8, 2019, 8:01 PM IST

অশোকনগর, 8 ডিসেম্বর : বাড়ির অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা । ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগরের এক নম্বর গোডাউন এলাকার ৷ জখম যুবতির নাম বর্ণালী মজুমদার (21) ৷ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কলকাতার আর জি কর হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগে বর্ণালি বাড়ির অমতে কানু হালদার (26) নামে এক যুবককে বিয়ে করেন । বর্ণালীর শ্বাশুড়ি সরস্বতী হালদারের অভিযোগ, আজ সকালে বর্ণালীর বাবা দুলাল মজুমদার হাজির হন মেয়ের শ্বশুরবাড়িতে । বাড়িতে ঢুকে তিনি চড়াও হন মেয়ের উপর । দা দিয়ে কোপাতে থাকেন মেয়েকে ৷ সরস্বতীদেবী বাধা দিতে গেলে দুলাল তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় । রক্তাক্ত বর্ণালী মেঝেতে লুটিয়ে পড়েন । চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । তখন দুলাল সেখান থেকে পালিয়ে যান ।

গুরুতর জখম বর্ণালীকে অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হয় । বর্তমানে আর জি কর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । সরস্বতী বলেন, "আমার ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছে বলে দুলালের রাগ । আজ আমাদের বাড়িতে ঢুকে বউমাকে ডাকে । বউমা আমার পিছনে লুকিয়েছিল । আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেয়েকে কোপায় ।" বর্ণালীর স্বামী কানু হালদার অশোকনগর থানায় দুলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ ৷

অশোকনগর, 8 ডিসেম্বর : বাড়ির অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা । ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগরের এক নম্বর গোডাউন এলাকার ৷ জখম যুবতির নাম বর্ণালী মজুমদার (21) ৷ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কলকাতার আর জি কর হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগে বর্ণালি বাড়ির অমতে কানু হালদার (26) নামে এক যুবককে বিয়ে করেন । বর্ণালীর শ্বাশুড়ি সরস্বতী হালদারের অভিযোগ, আজ সকালে বর্ণালীর বাবা দুলাল মজুমদার হাজির হন মেয়ের শ্বশুরবাড়িতে । বাড়িতে ঢুকে তিনি চড়াও হন মেয়ের উপর । দা দিয়ে কোপাতে থাকেন মেয়েকে ৷ সরস্বতীদেবী বাধা দিতে গেলে দুলাল তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় । রক্তাক্ত বর্ণালী মেঝেতে লুটিয়ে পড়েন । চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । তখন দুলাল সেখান থেকে পালিয়ে যান ।

গুরুতর জখম বর্ণালীকে অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হয় । বর্তমানে আর জি কর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । সরস্বতী বলেন, "আমার ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছে বলে দুলালের রাগ । আজ আমাদের বাড়িতে ঢুকে বউমাকে ডাকে । বউমা আমার পিছনে লুকিয়েছিল । আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেয়েকে কোপায় ।" বর্ণালীর স্বামী কানু হালদার অশোকনগর থানায় দুলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ ৷

Intro:অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা।


অশোকনগরঃ অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক নম্বর গোডাউন এলাকায়। রক্তাক্ত মেয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগে বর্ণালি মজুমদার বাবার অমতে কানু হালদার নামে এক যুবককে বিয়ে করেন। রবিবার সকালে বাবা দুলাল মজুমদার আচমকা হাজির হয় মেয়ের শ্বশুরবাড়িতে। বাড়ির মধ্যে ঢুকে চড়াও হয় মেয়ে বর্ণালির উপর। দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। মেয়ের শাশুড়ি সরস্বতী হালদার বাধা দিতে গেলে দুলাল তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরপর কোপে রক্তাক্ত অবস্থায় বর্ণালি ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। চিৎকার চেঁচামেচিতে পড়শিরা ছুটে আসেন। দুলাল তখন হাতে দা নিয়ে উন্মত্তের মতো ছুটতে থাকে। পড়শিরাও ভয় পেয়ে যান। তখন দুলাল সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় বর্ণালিকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ণালির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আরজি কর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বর্ণালির শাশুড়ি সরস্বতী বলেন, 'আমার ছেলের সাথে ভালোবাসা করে বিয়ে করেছে বলে দুলালের রাগ। আজ আমাদের বাড়িতে ঢুকে বউমাকে ডাকে। বউমা আমার পিছনে লুকিয়েছিল। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। আমরা চাই দুলালের কঠোর শাস্তি হোক। আক্রান্ত বর্ণালির স্বামী কানু হালদার অশোকনগর থানায় শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।Body:অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা।


অশোকনগরঃ অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক নম্বর গোডাউন এলাকায়। রক্তাক্ত মেয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগে বর্ণালি মজুমদার বাবার অমতে কানু হালদার নামে এক যুবককে বিয়ে করেন। রবিবার সকালে বাবা দুলাল মজুমদার আচমকা হাজির হয় মেয়ের শ্বশুরবাড়িতে। বাড়ির মধ্যে ঢুকে চড়াও হয় মেয়ে বর্ণালির উপর। দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। মেয়ের শাশুড়ি সরস্বতী হালদার বাধা দিতে গেলে দুলাল তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরপর কোপে রক্তাক্ত অবস্থায় বর্ণালি ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। চিৎকার চেঁচামেচিতে পড়শিরা ছুটে আসেন। দুলাল তখন হাতে দা নিয়ে উন্মত্তের মতো ছুটতে থাকে। পড়শিরাও ভয় পেয়ে যান। তখন দুলাল সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় বর্ণালিকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ণালির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আরজি কর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বর্ণালির শাশুড়ি সরস্বতী বলেন, 'আমার ছেলের সাথে ভালোবাসা করে বিয়ে করেছে বলে দুলালের রাগ। আজ আমাদের বাড়িতে ঢুকে বউমাকে ডাকে। বউমা আমার পিছনে লুকিয়েছিল। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। আমরা চাই দুলালের কঠোর শাস্তি হোক।Conclusion:অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা।


অশোকনগরঃ অমতে বিয়ে করায় মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে কোপাল বাবা। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক নম্বর গোডাউন এলাকায়। রক্তাক্ত মেয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'মাস আগে বর্ণালি মজুমদার বাবার অমতে কানু হালদার নামে এক যুবককে বিয়ে করেন। রবিবার সকালে বাবা দুলাল মজুমদার আচমকা হাজির হয় মেয়ের শ্বশুরবাড়িতে। বাড়ির মধ্যে ঢুকে চড়াও হয় মেয়ে বর্ণালির উপর। দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। মেয়ের শাশুড়ি সরস্বতী হালদার বাধা দিতে গেলে দুলাল তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরপর কোপে রক্তাক্ত অবস্থায় বর্ণালি ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। চিৎকার চেঁচামেচিতে পড়শিরা ছুটে আসেন। দুলাল তখন হাতে দা নিয়ে উন্মত্তের মতো ছুটতে থাকে। পড়শিরাও ভয় পেয়ে যান। তখন দুলাল সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় বর্ণালিকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ণালির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আরজি কর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বর্ণালির শাশুড়ি সরস্বতী বলেন, 'আমার ছেলের সাথে ভালোবাসা করে বিয়ে করেছে বলে দুলালের রাগ। আজ আমাদের বাড়িতে ঢুকে বউমাকে ডাকে। বউমা আমার পিছনে লুকিয়েছিল। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। আমরা চাই দুলালের কঠোর শাস্তি হোক।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.