দেগঙ্গা, 21 এপ্রিল : 120 কেজি গাঁজা-সহ দুই পাচারকারীকে ধড়ল পুলিশ। ধৃত দু'জনের মধ্যে একজন টাটা সুমো গাড়ির চালক। অপরজন সেই গাড়ির সওয়ারি। টাটা সুমো গাড়িতে লুকিয়ে বিপুল পরিমাণ গাঁজা বসিরহাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। কিন্তু, তার আগেই পুলিশ গাড়িটি আটক করে ৷ ঘটনাটি ঘটে দেগঙ্গার টাকি রোডে। তল্লাশি চালিয়ে গাড়ির পিছনের বাঙ্কার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ এই গাঁজা (120 kilograms Ganja Seized)। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
বুধবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, ভিন রাজ্যের একটি টাটা সুমো গাড়িতে গাঁজা মজুত করে নিয়ে যাওয়া হবে সীমান্তবর্তী বসিরহাটের দিকে। গাড়িটি দেগঙ্গার টাকি রোড ধরে যাবে বলেও সতর্ক করা হয় স্থানীয় থানার পুলিশকে। খবর পেতেই পুলিশের একটি টিম আগে থেকে ওত পেতে বসেছিল দেগঙ্গার দোগাছিয়া মোড়ে। এরপর, টাটা সুমো গাড়িটি সেখানে পৌঁছতেই পুলিশ আটকায় ৷ থানার আইসি অজয় কুমার সিংয়ের নেতৃত্বে শুরু হয় তল্লাশি। গাড়ির কোথায়ও কিছু না-পেয়ে শেষে টাটা সুমোর পিছনের বাঙ্কারে তল্লাশি চালাতেই সেখানে থরেথরে সাজানো গাঁজার প্যাকেট। সেগুলি উদ্ধার করে পরে নিয়ে যাওয়া হয় দেগঙ্গা থানায়।
পুলিশ সূত্রে খবর, মোট 60টি গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে টাটা সুমো গাড়ির পিছনের বাঙ্কার থেকে। প্রতি প্যাকেটে 2 কেজি করে মোট 120কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি দু'দিন আগে বিশাখাপত্তনম থেকে রওনা দিয়েছিল। এদিন রাতেই গাড়িটির পৌঁছনোর কথা ছিল বসিরহাটে। কিন্তু, তার আগেই সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় পুলিশের তৎপরতায়।
আরও পড়ুন : দেগঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা এলাকাবাসীর, উদ্ধার প্রচুর গাঁজা
এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছেন, "ঘটনায় চালক-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে টাটা সুমো গাড়িটিও। ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বৃহস্পতিবার পেশ করা হবে বারাসাত আদালতে।"