ETV Bharat / state

মাত্র 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম গাইঘাটার অঙ্কনার - India Book of Records

India Book of Records: গড়গড়িয়ে পশু পাখি থেকে বারো মাসের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল গাইঘাটার অঙ্কনা ভৌমিক ৷ তার এই সাফল্যে বেজায় খুশি বাবা-মা ৷ ভবিষ্যতে মেয়ে আইপিএস হোক এমনটাই চায় পরিবার।

India Book of Records
ইন্ডিয়া বুক অফ রেকর্ডস
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 9:56 PM IST

Updated : Jan 17, 2024, 10:12 PM IST

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম গাইঘাটার অঙ্কনার

গাইঘাটা, 17 জানুয়ারি: মুখে আধো আধো কথা ৷ আর তাতেই ফুল-ফল, সবজি, পশুপাখি থেকে শুরু করে বারো মাসের নাম গড়গড়িয়ে বলে দিতে পারে 2 বছরের অঙ্কনা ভৌমিক ৷ তার এই প্রতিভাকেই স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অব রেকর্ডস । 15টি স্তর পার করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলল উত্তর 24 পরগনার গাইঘাটা থানার রামপুর ভাটপাড়ার ছোট্ট মেয়েটি । ছোট অঙ্কনা কিছু বুঝুক আর না বুঝুক ! সে জানিয়েছে, "ভবিষ্যতে আইপিএস হতে চায়।" তেমনটা চায় তার পরিবারও।

অঙ্কনার বাবা অরিন্দম ভৌমিক ওয়েব ডেভলেপমেন্টের কাজ করেন । মা সুমনা ভৌমিক গৃহবধূ । সংসারের কাজ সামলে মা প্রতিদিন ছোট অঙ্কনাকে খেলার ছলে পড়াতেন এবং শেখাতেন । এভাবেই অনায়াসে অনেককিছু শিখে ফেলে অঙ্কনা । অগ্রগতি দেখে স্বামী-স্ত্রী ঠিক করেন মেয়ের প্রতিভাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ধরবেন । সেই মতো মেয়ের বেশ কয়েকটি ভিডিয়ো দিয়ে অনলাইনে আবেদন করেন তাঁরা । কয়েকদিনের মধ্যে তাতে সাড়া মেলে । ছোট অঙ্কনার প্রতিভা জায়গা করে নেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ।

India Book of Records
ভবিষ্যতে আইপিএস অফিসার হতে চায় এই খুদে

সোমবার আঙ্কনার বাড়িতে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল, পরিচয় পত্র ও সার্টিফিকেট-সহ অন্যান্য পুরস্কার । ছোট্ট মেয়ের এই সাফল্যে গর্বিত তাঁর বাবা মা-সহ পরিবারের লোকজন । অঙ্কনার মা সুমনার স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবেন । কিন্তু গরিব পরিবারে সেই স্বপ্নপূরণ সম্ভব হয়নি । উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই বিয়ে দিয়ে দেয় পরিবার । মেয়ের মাধ্যমে এখন নিজের স্বপ্নপূরণ করতে চান মা ৷

সুমনা ভৌমিক বলেন, "ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কী আমি জানতাম না ৷ কিন্তু যবে থেকে অঙ্কনা একটু কথা বলতে শিখেছে তখন থেকে ভিন্ন কিছু বলতাম, ছড়া বলতাম, রাস্তা ঘাটে বিভিন্ন কিছু দেখিয়ে নাম বলতাম । দেখতাম খুব সহজেই মনে রাখতে পারছে ও সেগুলো । পরে সেইগুলো বলতেও পারছে । ট্রেন থেকে একটি বই কিনে পড়িয়েছিলাম । দেখলাম সেটাও মনে রাখতে পারছে । জিজ্ঞাসা করলে বলে দিচ্ছে ৷ এরপর একদিন সোশাল মিডিয়ায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বিষয়টি দেখি এবং স্বামীকে বলি ।"

India Book of Records
মায়ের সঙ্গে অঙ্কনা ভৌমিক

মেয়ের এই সাফ্যের কৃতিত্ব স্ত্রীর বলে জানিয়েছেন অঙ্কনার বাবা অরিন্দম । তিনি বলেন, "মেয়ে যখন সব কিছু বলতে পারছে তখন ওর মা বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য প্রস্তুতি নিতে । সেই মতো মেয়ের ভিডিয়ো করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পাঠাই । কয়েক দিনের মধ্যে ইমেলে গ্রহণের কথা জানিয়ে মেল আসে । মেয়ে নিজে থেকেই বলছে আইপিএস হবে । আমার মূল উদ্দেশ্য ও যাতে মানুষের জন্য কিছু করতে পারে । মানুষের জন্য কিছু করতে পারলে সেইটা হবে বড় সাফল্য ।" অঙ্কনার রেকর্ড গড়ার খবর চাউরে হতেই অনেকেই দেখতে আসছেন গাইঘাটার এই বিষ্ময়কর শিশুটিকে ।

আরও পড়ুন:

  1. তিনবছরেই আশ্চর্য স্মৃতি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ঋদ্ধিতার
  2. 10 মিনিটে অবলীলায় বলছে 98 শহরের নাম, রেকর্ড 2 বছরের অভিমন্যুর
  3. দু'বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ল হরিপালের অরণ্য

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম গাইঘাটার অঙ্কনার

গাইঘাটা, 17 জানুয়ারি: মুখে আধো আধো কথা ৷ আর তাতেই ফুল-ফল, সবজি, পশুপাখি থেকে শুরু করে বারো মাসের নাম গড়গড়িয়ে বলে দিতে পারে 2 বছরের অঙ্কনা ভৌমিক ৷ তার এই প্রতিভাকেই স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অব রেকর্ডস । 15টি স্তর পার করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলল উত্তর 24 পরগনার গাইঘাটা থানার রামপুর ভাটপাড়ার ছোট্ট মেয়েটি । ছোট অঙ্কনা কিছু বুঝুক আর না বুঝুক ! সে জানিয়েছে, "ভবিষ্যতে আইপিএস হতে চায়।" তেমনটা চায় তার পরিবারও।

অঙ্কনার বাবা অরিন্দম ভৌমিক ওয়েব ডেভলেপমেন্টের কাজ করেন । মা সুমনা ভৌমিক গৃহবধূ । সংসারের কাজ সামলে মা প্রতিদিন ছোট অঙ্কনাকে খেলার ছলে পড়াতেন এবং শেখাতেন । এভাবেই অনায়াসে অনেককিছু শিখে ফেলে অঙ্কনা । অগ্রগতি দেখে স্বামী-স্ত্রী ঠিক করেন মেয়ের প্রতিভাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ধরবেন । সেই মতো মেয়ের বেশ কয়েকটি ভিডিয়ো দিয়ে অনলাইনে আবেদন করেন তাঁরা । কয়েকদিনের মধ্যে তাতে সাড়া মেলে । ছোট অঙ্কনার প্রতিভা জায়গা করে নেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ।

India Book of Records
ভবিষ্যতে আইপিএস অফিসার হতে চায় এই খুদে

সোমবার আঙ্কনার বাড়িতে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল, পরিচয় পত্র ও সার্টিফিকেট-সহ অন্যান্য পুরস্কার । ছোট্ট মেয়ের এই সাফল্যে গর্বিত তাঁর বাবা মা-সহ পরিবারের লোকজন । অঙ্কনার মা সুমনার স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবেন । কিন্তু গরিব পরিবারে সেই স্বপ্নপূরণ সম্ভব হয়নি । উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই বিয়ে দিয়ে দেয় পরিবার । মেয়ের মাধ্যমে এখন নিজের স্বপ্নপূরণ করতে চান মা ৷

সুমনা ভৌমিক বলেন, "ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কী আমি জানতাম না ৷ কিন্তু যবে থেকে অঙ্কনা একটু কথা বলতে শিখেছে তখন থেকে ভিন্ন কিছু বলতাম, ছড়া বলতাম, রাস্তা ঘাটে বিভিন্ন কিছু দেখিয়ে নাম বলতাম । দেখতাম খুব সহজেই মনে রাখতে পারছে ও সেগুলো । পরে সেইগুলো বলতেও পারছে । ট্রেন থেকে একটি বই কিনে পড়িয়েছিলাম । দেখলাম সেটাও মনে রাখতে পারছে । জিজ্ঞাসা করলে বলে দিচ্ছে ৷ এরপর একদিন সোশাল মিডিয়ায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বিষয়টি দেখি এবং স্বামীকে বলি ।"

India Book of Records
মায়ের সঙ্গে অঙ্কনা ভৌমিক

মেয়ের এই সাফ্যের কৃতিত্ব স্ত্রীর বলে জানিয়েছেন অঙ্কনার বাবা অরিন্দম । তিনি বলেন, "মেয়ে যখন সব কিছু বলতে পারছে তখন ওর মা বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য প্রস্তুতি নিতে । সেই মতো মেয়ের ভিডিয়ো করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পাঠাই । কয়েক দিনের মধ্যে ইমেলে গ্রহণের কথা জানিয়ে মেল আসে । মেয়ে নিজে থেকেই বলছে আইপিএস হবে । আমার মূল উদ্দেশ্য ও যাতে মানুষের জন্য কিছু করতে পারে । মানুষের জন্য কিছু করতে পারলে সেইটা হবে বড় সাফল্য ।" অঙ্কনার রেকর্ড গড়ার খবর চাউরে হতেই অনেকেই দেখতে আসছেন গাইঘাটার এই বিষ্ময়কর শিশুটিকে ।

আরও পড়ুন:

  1. তিনবছরেই আশ্চর্য স্মৃতি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ঋদ্ধিতার
  2. 10 মিনিটে অবলীলায় বলছে 98 শহরের নাম, রেকর্ড 2 বছরের অভিমন্যুর
  3. দু'বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ল হরিপালের অরণ্য
Last Updated : Jan 17, 2024, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.