বারাসত, 25 এপ্রিল : অসহায় মানুষকে সাহায্যের মধ্য দিয়েই বন্ধুর স্মৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিলেন তাঁর বাকি বন্ধুরা । সেই মতো রবিবার বারাসত সুভাষ ইনস্টিটিউট হলে বন্ধু সোমনাথ বোসের স্মরণসভায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন তাঁরা । রবিবার বিকেলে বারাসতে ( Somnath Bose in remembrance) ওই স্মরণসভায় বেশ কয়েকজন দুঃস্থ মানুষের হাতে ফুড প্যাকেটও তুলে দেওয়া হয় । আগামিদিনে সোমনাথের দেখানো পথেই হাঁটতে চান তাঁর বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা । এদিনের অনুষ্ঠানে প্রয়াত সোমনাথের পরিচিত বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা যেমন হাজির ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন বারাসত পৌরসভার তৃণমূলের চিকিৎসক কাউন্সিলর বিবর্তন সাহা, বিশিষ্ট সমাজসেবী নির্মল রায় চৌধুরীও । স্মরণসভার এহেন উদ্যোগ দেখে আপ্লুত শাসকদলের কাউন্সিলর ডাঃ বিবর্তন সাহা ।
জীবিত থাকাকালীন সোমনাথ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা করে গিয়েছেন । যখনই দুঃস্থ কোনও মানুষের বিপদের কথা শুনেছেন তাঁকে সাহায্য করার চেষ্টা করতেন ৷ সে কথা ভোলেননি সোমনাথের বন্ধুরাও । তাই সোমনাথের স্মরণসভায় বন্ধুর দেখানো পথেই হাঁটলেন পরিচিত সকলে । অঙ্গীকার করলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ।
সোমনাথের বন্ধু অভিজিৎ দে, প্রীতম পালরা বলেন, "সোমনাথকে হারিয়ে এভাবে আমাদের স্মরণসভা করতে হবে তা কখনও ভাবিনি । মন ভারাক্রান্ত হলেও বন্ধুর স্মৃতিকে বাঁচাতে বদ্ধপরিকর আমরা । তাই স্মরণসভার অনুষ্ঠান থেকেই এর সূচনা করলাম । এদিন বেশ কয়েকজন অসহায় মানুষের হাতে ফুড প্যাকেট তুলে দেওয়া হয়েছে । যা আগামিদিনেও চলবে ।"
আরও পড়ুন : Ashoknagar Theft : অশোকনগরে পরপর 6 টি বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী