ETV Bharat / state

দুস্থদের জন্য বিনামূল্যের বাজার মছলন্দপুরে

author img

By

Published : Apr 24, 2020, 12:25 AM IST

লকডাউনের জেরে অনেকেই সমস্যায় পড়েছেন । নেই কাজ । বন্ধ রোজগার । তাঁদের জন্য বিনামূল্যের বাজার বসল মছলন্দপুরে ।

free market in machlandopur, habra, north 24 paragana
গরিব মানুষের জন্য বিনামূল্যের বাজার মছলন্দপুরে

মছলন্দপুর, 23 এপ্রিল : লকডাউনে কাজ হারিয়েছেন অনেকে । আর তাঁদের জন্য উত্তর 24 পরগনার মছলন্দপুরে চালু হল বিনামূল্যের বাজার । এখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে বিনামূল্যে । সপ্তাহে একদিনই খোলা থাকবে এই বাজার ।

হাবরা 1 নম্বর ব্লকের মছলন্দপুরের বেতপুল গ্রামের অনেক বাসিন্দাই লকডাউনের জেরে সমস্যায় । কেউ দিন মজুরের কাজ করেন । কেউ ভ্যান চালান । আবার কেউ ফুল বিক্রি করে সংসার চালান । লকডাউনের জেরে তাঁদের রোজগার বন্ধ । ঘরবন্দী হয়ে পড়েছেন তাঁরা । এই পরিস্থিতিতে বেতপুলের কয়েকশো পরিবার খাদ্যসংকটের মধ্যে দিন কাটাচ্ছেন । তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন অরূপ বাগচি, শীতল সরকার, সইদুল ইসলামের মতো গ্রামের কয়েকজন বাসিন্দা।

অরূপ এয়ার ইন্ডিয়ায় চাকরি করতেন । অবসর নিয়েছেন । খাদ্যসামগ্রীর খরচের সিংহভাগই তিনি বহন করেছেন । বেতপুল গ্রামের মধ্যেই রাস্তার ধারে লাইন করে সাজানো রয়েছে টেবিল । আর সেই টেবিলের উপর প্যাকেটে রয়েছে চাল, আলু, ডাল, তেল, মুড়িসহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিস । গ্রামের সাধারণ মানুষ লাইন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিচ্ছেন ।

এবিষয়ে অরূপবাবু বলেন, " গ্রামের এই এলাকায় দারিদ্র্যসীমার নিচে অনেকেই রয়েছেন । লকডাউনের ফলে তাঁরা কাজ হারিয়েছেন । সেই সব অসহায় মানুষের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি । " গ্রামের বাসিন্দা অনীতা দাস, শ্যামল দত্ত ও সঞ্জীব ভট্টাচার্যরা বলেন, লকডাউনের ফলে ঘরবন্দী হয়ে বসে আছি । কাজকর্ম সব বন্ধ । রেশন থেকে কিছু খাদ্যসামগ্রী পাই বটে । তবে সংসার চালাতে প্রতিদিন আরও কিছু জিনিসের প্রয়োজন হয় । গ্রামে বিনা পয়সার বাজার হওয়ায় কিছুটা সুবিধা হয়েছে ।

মছলন্দপুর, 23 এপ্রিল : লকডাউনে কাজ হারিয়েছেন অনেকে । আর তাঁদের জন্য উত্তর 24 পরগনার মছলন্দপুরে চালু হল বিনামূল্যের বাজার । এখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে বিনামূল্যে । সপ্তাহে একদিনই খোলা থাকবে এই বাজার ।

হাবরা 1 নম্বর ব্লকের মছলন্দপুরের বেতপুল গ্রামের অনেক বাসিন্দাই লকডাউনের জেরে সমস্যায় । কেউ দিন মজুরের কাজ করেন । কেউ ভ্যান চালান । আবার কেউ ফুল বিক্রি করে সংসার চালান । লকডাউনের জেরে তাঁদের রোজগার বন্ধ । ঘরবন্দী হয়ে পড়েছেন তাঁরা । এই পরিস্থিতিতে বেতপুলের কয়েকশো পরিবার খাদ্যসংকটের মধ্যে দিন কাটাচ্ছেন । তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন অরূপ বাগচি, শীতল সরকার, সইদুল ইসলামের মতো গ্রামের কয়েকজন বাসিন্দা।

অরূপ এয়ার ইন্ডিয়ায় চাকরি করতেন । অবসর নিয়েছেন । খাদ্যসামগ্রীর খরচের সিংহভাগই তিনি বহন করেছেন । বেতপুল গ্রামের মধ্যেই রাস্তার ধারে লাইন করে সাজানো রয়েছে টেবিল । আর সেই টেবিলের উপর প্যাকেটে রয়েছে চাল, আলু, ডাল, তেল, মুড়িসহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিস । গ্রামের সাধারণ মানুষ লাইন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিচ্ছেন ।

এবিষয়ে অরূপবাবু বলেন, " গ্রামের এই এলাকায় দারিদ্র্যসীমার নিচে অনেকেই রয়েছেন । লকডাউনের ফলে তাঁরা কাজ হারিয়েছেন । সেই সব অসহায় মানুষের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি । " গ্রামের বাসিন্দা অনীতা দাস, শ্যামল দত্ত ও সঞ্জীব ভট্টাচার্যরা বলেন, লকডাউনের ফলে ঘরবন্দী হয়ে বসে আছি । কাজকর্ম সব বন্ধ । রেশন থেকে কিছু খাদ্যসামগ্রী পাই বটে । তবে সংসার চালাতে প্রতিদিন আরও কিছু জিনিসের প্রয়োজন হয় । গ্রামে বিনা পয়সার বাজার হওয়ায় কিছুটা সুবিধা হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.