ভাটপাড়া, 6 ডিসেম্বর: 15 দিন অতিক্রান্ত ! তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে চার সার্প শ্যুটারের এখনও হদিশ পায়নি জগদ্দল থানার পুলিশ । পলাতক চার সার্প শ্যুটার কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে ! রাজ্যের বাইরে অন্য কোথাও খুনিরা পালিয়ে গিয়েছে কি না, সেবিষয়ে এখনও অবধি কোনও তথ্যই জোগাড় করে উঠতে পারেনি ব্যারাকপুর কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল । এ নিয়ে পুলিশও কোনও উচ্চবাচ্য করছে না । তবে খুনিরা দ্রুত ধরা পড়বে বলে আগেই আশ্বস্ত করেছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া । তারপরও ভাটপাড়া খুন-কাণ্ডে সার্প শ্যুটারদের সন্ধান পেতে ব্যর্থ তদন্তকারীরা । ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা ।
পুলিশ সূত্রে খবর, সুপারি কিলাররা মোবাইল ফোন ব্যবহার না করায় তাদের লোকেশন পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে তদন্তকারী দলকে । সেকারণে সোর্স মারফত চার শ্যুটারের নাগাল পাওয়ার চেষ্টা চলছে । পলাতকদের বিষয়ে তথ্য পেতে তৃণমূল কর্মী খুনে ধৃত দুই সাহায্যকারী অঙ্কিতকুমার সিং ওরফে রিঙ্কু এবং রইস আলিকেও দফায় দফায় জেরা করছে বিশেষ তদন্তকারী দল । যদিও তাদের জিজ্ঞাসাবাদ করে তেমন কোনও সূত্র এখনও অবধি হাতে আসেনি বলেই খবর পুলিশ সূত্রে ।
ফলে কোথায় চার সার্প শ্যুটার পালিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে । খুনের পর আততায়ীরা কোন পথ ধরে পালিয়ে যেতে পেরেছিল । যাবতীয় এই তথ্য জোগাড় করে চার শ্যুটারকে গ্রেফতার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুলিশের বিশেষ তদন্তকারী দলের কাছে । প্রাথমিক তদন্তে তারা মনে করছে, পলাতক শ্যুটাররা ভিন রাজ্যে পালিয়ে যেতে পারে । ইতিমধ্যে তাদের খোঁজে পশ্চিমবঙ্গের লাগোয়া বিহার এবং ঝাড়খণ্ডে গিয়েছিল তদন্তকারী দল । বেশকিছু আস্তানাতেও হানা দেওয়া হয়েছিল । কিন্তু সেই সমস্ত জায়গাতে সন্ধান পাওয়া যায়নি শ্যুটারদের । ফলে খালি হাতেই সেখান থেকে ফিরে আসতে হয়েছে তাঁদের । এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ।
পুলিশের অনুমান, ঘনঘন আস্তানা বদল করার ফলেই পলাতক চার সার্প শ্যুটারের হদিশ পেতে কালঘাম ছুটছে । তবু হাল ছাড়তে নারাজ পুলিশ কর্তারা । তাঁদের আশা, দেরি হলেও খুনিরা একদিন না একদিন ধরা পড়বেই ! এ বিষয়ে ব্যারাকপুর কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন,"ভিকি যাদব খুনের তদন্তভার বর্তমান ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগের হাতে রয়েছে । তাঁরাই দেখছে গোটা বিষয়টি । বিভিন্ন থানার সঙ্গে সংযোগ স্থাপন করে খুনিদের ধরার সবরকমের উদ্যোগ নেওয়া হচ্ছে । আশা করা হচ্ছে দ্রুত তারা ধরা পড়বে ৷"
প্রসঙ্গত, গত 22 নভেম্বর ভাটপাড়ার জগদ্দলের পুরানী তালাব এলাকায় বাড়ির সামনে গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী ভিকি যাদবকে । বাইকে করে এসে তিন সার্প শ্যুটার খুব কাছ থেকে প্রায় 11 রাউন্ড গুলি করে তাঁকে লক্ষ্য করে । একজন সার্প শ্যুটার দূরে দাঁড়িয়ে ছিল ৷ 9 রাউন্ড গুলি লাগে ভিকির শরীরে । গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওই তৃণমূল কর্মী । সংকটজনক অবস্থায় ভিকি যাদবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে । তাঁর মৃত্যুর পরপরই তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া এলাকা । ভিকির পরিচিত আকাশ যাদব খুনের অন্যতম সাক্ষী ছিলেন ভিকি । সেকারণেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা ।
তবে ব্যক্তিগত কিংবা ব্যবসায়ীক শত্রুতাও খুনের পিছনে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের । ইতিমধ্যে এই খুনের তদন্তে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও । সিবিআইয়ের এক তদন্তকারী দল জগদ্দলে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলে এসেছেন । পুলিশও পুলিশের মতো তদন্ত করছেন । তবে এতকিছুর পরও তৃণমূল কর্মী খনে পুলিশের সাফল্য বলতে স্থানীয় দুই সহযোগীকে গ্রেফতার করা । তারপর নতুন করে আর কোনও সাফল্য আসেনি । ধরাও পড়েনি চার সার্প শ্যুটার !
আরও পড়ুন: