ETV Bharat / state

Cheating in Foreign Currency : বিদেশি মুদ্রায় প্রতারণা করায় গ্রেফতার 4 - undefined

টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা (Cheating in Foreign Currency)। এই ঘটনায় গ্রেফতার চারজন । বিধাননগর গোয়েন্দা শাখার সহযোগিতায় কলকাতার চিনার পার্ক এলাকায় হানা দিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ ৷

Cheating in Foreign Currency news
বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা
author img

By

Published : Jun 24, 2022, 7:39 PM IST

বিধাননগর, 24 জুন : বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা । গ্রেফতার চার । বিধাননগর গোয়েন্দা শাখার সহযোগিতায় কলকাতার চিনার পার্ক এলাকা হানা দিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । এই তদন্তে জার্মানির লও এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গেও যোগাযোগ করছে বিধাননগর পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 23 জুন মাইক্রোসফ্ট কর্পোরেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয় সেই সংস্থার নাম করে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিদেশি নাগরিকদের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করা হয়েছে । এই ঘটনার তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ জানতে পারা যায় ইন্ট্রাক্সিস ইনফো এলএলসি নামের এক সংস্থা চিনার পার্ক এলাকায় একটি অফিস খুলে বিদেশি নাগরিকদের থেকে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নেওয়ার ছক কষে। এরপরই বিধাননগর গোয়েন্দা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার রাতে ওই অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

আরও পড়ুন : আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস, পুলিশের জালে 6

সেখান থেকে এই সংস্থার দু'জন ডিরেক্টর হুগলির বাসিন্দা সচিন তশনিওয়াল, গৌরব জৈন-সহ রণিত আচার্য্য এবং উত্তর 24 পরগনার বাসিন্দা প্রসেনজিৎ হরিকে গ্রেফতার করে পুলিশ । তাদের অফিস থেকে 35টি ডেবিট কার্ড, 25টির বেশি কম্পিউটার, ল্যাপটপ, বেশকিছু মোবাইল এবং ল্যান্ড ফোন, চেক বুক, প্যান কার্ড, কাস্টমার ডেটা-সহ একাধিক নথি উদ্ধার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, 2019 সাল থেকে এই সংস্থা যে বিদেশি নাগরিকদের প্রতারণা করতো তার প্রমাণ স্বরূপ ভিকটিমদের মেইল কমিউনিকেশন উদ্ধার হয়েছে এই সংস্থার মেইল অ্যাকাউন্ট থেকে । শুক্রবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে । পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে । এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । জানা গিয়েছে, এই সংস্থার বিরুদ্ধে জার্মানিতে লও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করেছে । সেই সূত্র ধরে জার্মান পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে বিধাননগর পুলিশ ।

বিধাননগর, 24 জুন : বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা । গ্রেফতার চার । বিধাননগর গোয়েন্দা শাখার সহযোগিতায় কলকাতার চিনার পার্ক এলাকা হানা দিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । এই তদন্তে জার্মানির লও এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গেও যোগাযোগ করছে বিধাননগর পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 23 জুন মাইক্রোসফ্ট কর্পোরেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয় সেই সংস্থার নাম করে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিদেশি নাগরিকদের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করা হয়েছে । এই ঘটনার তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ জানতে পারা যায় ইন্ট্রাক্সিস ইনফো এলএলসি নামের এক সংস্থা চিনার পার্ক এলাকায় একটি অফিস খুলে বিদেশি নাগরিকদের থেকে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নেওয়ার ছক কষে। এরপরই বিধাননগর গোয়েন্দা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার রাতে ওই অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

আরও পড়ুন : আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস, পুলিশের জালে 6

সেখান থেকে এই সংস্থার দু'জন ডিরেক্টর হুগলির বাসিন্দা সচিন তশনিওয়াল, গৌরব জৈন-সহ রণিত আচার্য্য এবং উত্তর 24 পরগনার বাসিন্দা প্রসেনজিৎ হরিকে গ্রেফতার করে পুলিশ । তাদের অফিস থেকে 35টি ডেবিট কার্ড, 25টির বেশি কম্পিউটার, ল্যাপটপ, বেশকিছু মোবাইল এবং ল্যান্ড ফোন, চেক বুক, প্যান কার্ড, কাস্টমার ডেটা-সহ একাধিক নথি উদ্ধার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, 2019 সাল থেকে এই সংস্থা যে বিদেশি নাগরিকদের প্রতারণা করতো তার প্রমাণ স্বরূপ ভিকটিমদের মেইল কমিউনিকেশন উদ্ধার হয়েছে এই সংস্থার মেইল অ্যাকাউন্ট থেকে । শুক্রবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে । পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে । এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । জানা গিয়েছে, এই সংস্থার বিরুদ্ধে জার্মানিতে লও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করেছে । সেই সূত্র ধরে জার্মান পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে বিধাননগর পুলিশ ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.