ETV Bharat / state

Barasat Municipality Controversy: পালিত হল না বারাসত পৌরসভার প্রতিষ্ঠা দিবস, নেপথ্যে নাগরিক পরিষেবার ঘাটতি! - বারাসত পৌরসভার প্রতিষ্ঠা দিবস

2022 সালে ক্ষমতায় আসার পরেই সাড়ম্বরে বারাসত পৌরবোর্ডের পক্ষ থেকে জন্মদিন পালন হয়েছিল বারাসত পৌরসভার ৷ তবে এই বছর দেখা গেল না সেই চিত্র ৷ তা নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন উঠেছে ৷ পৌরসভার সামগ্রিক ব্যর্থতাই কি নেপথ্যে কারণ ৷

Barasat Municipality Controversy
বারাসত পৌরসভার
author img

By

Published : Apr 1, 2023, 11:11 PM IST

পালিত হল না বারাসত পৌরসভার প্রতিষ্ঠা দিবস

বারাসত, 1 এপ্রিল: আজ ছিল বারাসত পৌরসভার প্রতিষ্ঠা দিবসগতবছর ক্ষমতায় এসে তৃণমূলের পৌরবোর্ড ঘটা করে জন্মদিন পালন করেছিল বারাসত পৌরসভার । কিন্তু এবছর জন্মদিনে সেই রাস্তায় হাঁটার সাহস দেখাল না তৃণমূল পরিচালিত বর্তমান পৌরবোর্ড! স্বভাবতই এই নিয়ে কানাঘুষো শুরু হয়েছে শহরবাসীর মধ্যে । প্রশ্ন উঠেছে এর নেপথ্যে কি পৌরসভার সামগ্রিক ব্যর্থতা? নাকি নাগরিক পরিষেবা নিয়ে শহরবাসীর তীব্র ক্ষোভ ? যা আন্দাজ করতে পেরে পৌরসভার জন্মদিন পালন থেকে পিছিয়ে আসতে বাধ্য হল ক্ষমতায় থাকা তৃণমূলের পৌরবোর্ড ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।

যদিও তা মানতে চায়নি পৌর কর্তৃপক্ষ । বরং জন্মদিন পালন কিংবা তা না হওয়ার পিছনে কার্যত সাফাই দিয়ে যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন তাঁরা।তবে, নাগরিক পরিষেবা নিয়ে বিরোধীরা তৃণমূল পৌরবোর্ডের ব্যর্থতার দিকে আঙুল তুলে আক্রমণ শানাতে ভোলেনি । আর এই ইস্যুতে যুযুধান দুই শিবির তৃণমূল এবং বিজেপির তরজায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে ।

প্রসঙ্গত, 1869 সালে পথচলা শুরু হয়েছিল বারাসত পৌরসভার । পৌরসভা গঠিত হওয়ার পর সেভাবে কোনওদিন জন্মদিন পালন করা হয়নি প্রাচীন এই পৌরসভার । কিন্তু বারাসত পৌরসভা তৃতীয়বার ক্ষমতায় এসে রাজ‍্যের শাসকদল পৌরসভার জন্মদিন পালন করার উদ্যোগ নেয় । সেই মতো গতবছর 1 এপ্রিল থেকে পৌরসভার প্রতিষ্ঠা দিবস ধুমধাম করে পালিত হয় ৷ রীতিমতো কেক কেটে জন্মদিনে হুল্লোড় করতে দেখা গিয়েছিল পৌরসভার বর্তমান তৃণমূল চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ দলের কাউন্সিলরদের । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি জ্বলজ্বল করছে এখনও ।

পৌরসভার জন্মদিন পালন হলেও, ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই বর্তমান পৌরবোর্ডের বিরুদ্ধে নাগরিক পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে শহরবাসীর মধ্যে । তা শহরের জঞ্জাল যন্ত্রণা হোক কিংবা নিকাশি নালার সমস্যা নিয়ে । নিত্য ভোগান্তির জেরে একপ্রকার অতিষ্ঠ শহরবাসী ।অথচ, ক্ষমতায় আসার আগে নাগরিক পরিষেবায় জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস । অভিযোগ, সেই প্রতিশ্রুতি তো মেটেনি ! উলটে নাগরিকদের সমস্যা আরও বেড়েছে ।

আরও পড়ুন : পৌরসভার আবর্জনা পুকুরে ফেলার নিদান তৃণমূল নেতার, বিক্ষোভ গ্রামবাসীদের

ইতিমধ্যে নিন্দুকেরা বলতে শুরু করেছেন, "কোন মুখে পৌরসভার জন্মদিন পালন করবে বর্তমান পৌরবোর্ড! নাগরিক পরিষেবায় তো ঠিকমতো প্রদান করতে পারছে না তাঁরা । সেখানে জন্মদিন পালন করলে আখেরে হিতে বিপরীত হত । ক্ষোভ বাড়ত নাগরিক সমাজেরও । সেই আশঙ্কাতেই হয়তো জন্মদিন পালনের দিকে আর পা বাড়ায়নি তৃণমূলের পৌরবোর্ড ।"

এদিকে, রাজনৈতিক চাপানউতোরও রীতিমতো সরগরম হয়ে উঠেছে জেলাসদর বারাসতে । গেরুয়া শিবির যেখানে নাগরিক পরিষেবা নিয়ে পৌরসভার ব্যর্থতা তুলে ধরে তৃণমূলকে নিশানা করেছে । তখন তা উড়িয়ে পৌর পরিষেবায় বর্তমান পৌরবোর্ডের সাফল্য দাবি করে বিজেপিকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি শাসক শিবির ।

পালিত হল না বারাসত পৌরসভার প্রতিষ্ঠা দিবস

বারাসত, 1 এপ্রিল: আজ ছিল বারাসত পৌরসভার প্রতিষ্ঠা দিবসগতবছর ক্ষমতায় এসে তৃণমূলের পৌরবোর্ড ঘটা করে জন্মদিন পালন করেছিল বারাসত পৌরসভার । কিন্তু এবছর জন্মদিনে সেই রাস্তায় হাঁটার সাহস দেখাল না তৃণমূল পরিচালিত বর্তমান পৌরবোর্ড! স্বভাবতই এই নিয়ে কানাঘুষো শুরু হয়েছে শহরবাসীর মধ্যে । প্রশ্ন উঠেছে এর নেপথ্যে কি পৌরসভার সামগ্রিক ব্যর্থতা? নাকি নাগরিক পরিষেবা নিয়ে শহরবাসীর তীব্র ক্ষোভ ? যা আন্দাজ করতে পেরে পৌরসভার জন্মদিন পালন থেকে পিছিয়ে আসতে বাধ্য হল ক্ষমতায় থাকা তৃণমূলের পৌরবোর্ড ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।

যদিও তা মানতে চায়নি পৌর কর্তৃপক্ষ । বরং জন্মদিন পালন কিংবা তা না হওয়ার পিছনে কার্যত সাফাই দিয়ে যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন তাঁরা।তবে, নাগরিক পরিষেবা নিয়ে বিরোধীরা তৃণমূল পৌরবোর্ডের ব্যর্থতার দিকে আঙুল তুলে আক্রমণ শানাতে ভোলেনি । আর এই ইস্যুতে যুযুধান দুই শিবির তৃণমূল এবং বিজেপির তরজায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে ।

প্রসঙ্গত, 1869 সালে পথচলা শুরু হয়েছিল বারাসত পৌরসভার । পৌরসভা গঠিত হওয়ার পর সেভাবে কোনওদিন জন্মদিন পালন করা হয়নি প্রাচীন এই পৌরসভার । কিন্তু বারাসত পৌরসভা তৃতীয়বার ক্ষমতায় এসে রাজ‍্যের শাসকদল পৌরসভার জন্মদিন পালন করার উদ্যোগ নেয় । সেই মতো গতবছর 1 এপ্রিল থেকে পৌরসভার প্রতিষ্ঠা দিবস ধুমধাম করে পালিত হয় ৷ রীতিমতো কেক কেটে জন্মদিনে হুল্লোড় করতে দেখা গিয়েছিল পৌরসভার বর্তমান তৃণমূল চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ দলের কাউন্সিলরদের । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি জ্বলজ্বল করছে এখনও ।

পৌরসভার জন্মদিন পালন হলেও, ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই বর্তমান পৌরবোর্ডের বিরুদ্ধে নাগরিক পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে শহরবাসীর মধ্যে । তা শহরের জঞ্জাল যন্ত্রণা হোক কিংবা নিকাশি নালার সমস্যা নিয়ে । নিত্য ভোগান্তির জেরে একপ্রকার অতিষ্ঠ শহরবাসী ।অথচ, ক্ষমতায় আসার আগে নাগরিক পরিষেবায় জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস । অভিযোগ, সেই প্রতিশ্রুতি তো মেটেনি ! উলটে নাগরিকদের সমস্যা আরও বেড়েছে ।

আরও পড়ুন : পৌরসভার আবর্জনা পুকুরে ফেলার নিদান তৃণমূল নেতার, বিক্ষোভ গ্রামবাসীদের

ইতিমধ্যে নিন্দুকেরা বলতে শুরু করেছেন, "কোন মুখে পৌরসভার জন্মদিন পালন করবে বর্তমান পৌরবোর্ড! নাগরিক পরিষেবায় তো ঠিকমতো প্রদান করতে পারছে না তাঁরা । সেখানে জন্মদিন পালন করলে আখেরে হিতে বিপরীত হত । ক্ষোভ বাড়ত নাগরিক সমাজেরও । সেই আশঙ্কাতেই হয়তো জন্মদিন পালনের দিকে আর পা বাড়ায়নি তৃণমূলের পৌরবোর্ড ।"

এদিকে, রাজনৈতিক চাপানউতোরও রীতিমতো সরগরম হয়ে উঠেছে জেলাসদর বারাসতে । গেরুয়া শিবির যেখানে নাগরিক পরিষেবা নিয়ে পৌরসভার ব্যর্থতা তুলে ধরে তৃণমূলকে নিশানা করেছে । তখন তা উড়িয়ে পৌর পরিষেবায় বর্তমান পৌরবোর্ডের সাফল্য দাবি করে বিজেপিকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি শাসক শিবির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.