ETV Bharat / state

BJP-তে বারাসত আদালতের ১১৬ জন আইনজীবী ও কর্মী - law clerk

বারাসত আদালতের ৪৮ জন আইনজীবী ও ৬৮ জন ল' ক্লার্ক যোগ দিলেন BJP-তে।

আইনজীবী ও ল' ক্লার্কের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ
author img

By

Published : Mar 15, 2019, 6:01 PM IST

বারাসত, ১৫ মার্চ : বারাসত আদালতের ৪৮ জন আইনজীবী ও ৬৮ জন ল' ক্লার্ক যোগ দিলেন BJP-তে। আজ সকালে পুরোনো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর, তিনি বারাসত স্টেশন সংলগ্ন বড় বাজারের বিবেকানন্দ হলে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বারাসত আদালতের আইনজীবী শিশির নন্দী ও দুলাল সরকারের নেতৃত্বে ১১৬ জন আইনজীবী ও আদালতের কর্মী BJP-তে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। BJP-র উত্তরীয় ও গোলাপ ফুল দিয়ে যোগদানকারীদের স্বাগত জানানো হয়।

দিলীপবাবুর সঙ্গে এই অনুষ্ঠানে হাজির ছিলেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ ব্যানার্জি, BJP-র জেলা সাধারণ সম্পাদক শংকর দাস সহ প্রমুখ। দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলের প্রার্থী তালিকায় এবার বসিরহাট ও যাদবপুর আসনে টলিউডের দুই সেলেব্রেটির জায়গা হয়েছে। যাদের বয়সই হয়নি তাঁদের প্রার্থী করা হয়েছে। এদের থেকে যোগ্য লোক কি বাংলায় নেই? এর আগেও বাংলা থেকে তৃণমূলের প্রতীকে জিতে সেলেব্রেটিরা লোকসভায় গেছেন। কিন্তু, তাঁরা ঝুড়ি, কলসি নিয়ে পাঁচ বছর নাচানাচি করে কাটিয়ে দিলেন। এর মধ্যে কতজন লোকসভায় প্রশ্ন করেছেন, আর কতজন বিতর্কে অংশগ্রহণ করেছেন? আজকে সেরকম লোককেই আবার বাংলা থেকে প্রার্থী করা হল। BJP-র দু'জন সেলেব্রেটি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরা হলেন রূপা গাঙ্গুলি ও লকেট চট্টোপাধ্যায়। তাঁরা সিনেমা করে জনপ্রিয় হয়েছেন। এখন তাঁরা সামাজিক জীবনযাপন করছেন। সমাজের হয়ে কাজ করছেন। রাজনীতি করছেন। তাঁদের অভিজ্ঞতা তৃণমূলের সেলেব্রেটি সাংসদের থেকে চেয়ে অনেক বেশি। তাঁদের অভিজ্ঞতা আছে বলেই দলে নেওয়া হয়েছে।"


তৃণমূল ছেড়ে কয়েকজন সাংসদ ও বিধায়ক ইতিমধ্যে BJP-তে নাম লিখিয়েছেন। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, " মমতার দল কোথায় এসে দাঁড়িয়েছে। তৃণমূল বলে কিছু থাকবে কি?"

বারাসত, ১৫ মার্চ : বারাসত আদালতের ৪৮ জন আইনজীবী ও ৬৮ জন ল' ক্লার্ক যোগ দিলেন BJP-তে। আজ সকালে পুরোনো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর, তিনি বারাসত স্টেশন সংলগ্ন বড় বাজারের বিবেকানন্দ হলে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বারাসত আদালতের আইনজীবী শিশির নন্দী ও দুলাল সরকারের নেতৃত্বে ১১৬ জন আইনজীবী ও আদালতের কর্মী BJP-তে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। BJP-র উত্তরীয় ও গোলাপ ফুল দিয়ে যোগদানকারীদের স্বাগত জানানো হয়।

দিলীপবাবুর সঙ্গে এই অনুষ্ঠানে হাজির ছিলেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ ব্যানার্জি, BJP-র জেলা সাধারণ সম্পাদক শংকর দাস সহ প্রমুখ। দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলের প্রার্থী তালিকায় এবার বসিরহাট ও যাদবপুর আসনে টলিউডের দুই সেলেব্রেটির জায়গা হয়েছে। যাদের বয়সই হয়নি তাঁদের প্রার্থী করা হয়েছে। এদের থেকে যোগ্য লোক কি বাংলায় নেই? এর আগেও বাংলা থেকে তৃণমূলের প্রতীকে জিতে সেলেব্রেটিরা লোকসভায় গেছেন। কিন্তু, তাঁরা ঝুড়ি, কলসি নিয়ে পাঁচ বছর নাচানাচি করে কাটিয়ে দিলেন। এর মধ্যে কতজন লোকসভায় প্রশ্ন করেছেন, আর কতজন বিতর্কে অংশগ্রহণ করেছেন? আজকে সেরকম লোককেই আবার বাংলা থেকে প্রার্থী করা হল। BJP-র দু'জন সেলেব্রেটি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরা হলেন রূপা গাঙ্গুলি ও লকেট চট্টোপাধ্যায়। তাঁরা সিনেমা করে জনপ্রিয় হয়েছেন। এখন তাঁরা সামাজিক জীবনযাপন করছেন। সমাজের হয়ে কাজ করছেন। রাজনীতি করছেন। তাঁদের অভিজ্ঞতা তৃণমূলের সেলেব্রেটি সাংসদের থেকে চেয়ে অনেক বেশি। তাঁদের অভিজ্ঞতা আছে বলেই দলে নেওয়া হয়েছে।"


তৃণমূল ছেড়ে কয়েকজন সাংসদ ও বিধায়ক ইতিমধ্যে BJP-তে নাম লিখিয়েছেন। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, " মমতার দল কোথায় এসে দাঁড়িয়েছে। তৃণমূল বলে কিছু থাকবে কি?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.