গোপালনগর , 20 অগাস্ট : ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ক্যারাটে প্রশিক্ষককে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ । অভিযুক্ত প্রশিক্ষকের নাম গিরিধারী মল্লিক (45) | তিনি গোপালনগর এলাকাতেই ক্যারাটে শেখান ।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন : 'স্বাধীনতা' পেতে প্রেমিকের সঙ্গে মিলে বাবাকে খুন কিশোরীর
গত এক বছরেরও বেশী সময় ধরে ওই ছাত্রী গিরিধারীর কাছে ক্যারাটে শিখত । সোমবার সন্ধেয় ওই কিশোরী প্রশিক্ষকের কাছে ক্যারাটের তালিম নিচ্ছিল ৷ অভিযোগ সেই সময় ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন শিক্ষক । কোনও রকমে শিক্ষকের কাছ থেকে পালিয়ে আসে ওই কিশোরী ৷ বাড়ি ফিরে সে বাবাকে সমস্ত ঘটনা জানায় । জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ওই প্রশিক্ষককে আটকে রাখেন । তারপর অভিযুক্তকে তুলে দেওয়া হয় গোপালনগর পুলিশের হাতে ।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশ অভিযুক্ত প্রশিক্ষককে গ্রেপ্তার করে ।