ETV Bharat / state

নিয়োগের দাবিতে আচার্য সদনের সামনে বিক্ষোভ SSC চাকরিপ্রার্থীদের - আচার্য সদন

নিয়োগের দাবিতে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখালেন শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা ক্যাটেগরির 803 জন ssc চাকরিপ্রার্থী । তাঁদের বক্তব্য একই মেমো নম্বর রয়েছে এমন 876 জন গত জানুয়ারিতেই নিয়োগপত্র হাতে পেয়ে চাকরিতে যোগ দিয়েছেন । কিন্তু বাকি 803 জনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না ।

আচার্য সদনের সামনে বিক্ষোভ SSC চাকরিপ্রার্থীদের
author img

By

Published : May 28, 2019, 7:39 PM IST

Updated : May 28, 2019, 11:00 PM IST

বিধাননগর, 28 মে: আজ শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের 803 জন SSC চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ করে । নিয়োগ শুরু না হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিলেন চাকরিপ্রার্থীরা ।

চাকরিপ্রার্থী কাবেরী ঘোষ বলেন, " আমরা SSC চাকরিপ্রার্থী । 28 এবং 30 জানুয়ারি আমাদের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল । 28 তারিখে কিছু নিয়োগপত্র দেওয়া হয়েছে । আমাদের 30 তারিখ নিয়োগপত্র দেওয়ার কথা ছিল । একই মেমো নম্বর, একই সবকিছু এমন 876 জন ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়ে বেতন তুলছে । গত চার মাস ধরে তারা বেতন তুলছে । অথচ আমরা যে 803 জন রয়েছি, তাদেরও একই মেমো নম্বর, কিন্তু আমরা 5 মাস ধরে ঘুরছি । আমরা বার বার কাউন্সিলের কাছে যাচ্ছি, কাউন্সিল আমাদের কোনও কথা শুনছে না । আমাদের কাছে সুপারিশপত্রও আছে । কিন্তু নিয়োগপত্র দিতে চাইছে না । এরমধ্যে হাইকোর্টের স্টে পড়েছে । হাইকোর্ট থেকে যা বলা হচ্ছে স্টে তোলার জন্য কাউন্সিল তা মানছে না । কাউন্সিল কিছু দিচ্ছে, কিছু দিচ্ছে না । ফলে আবার স্টে পড়ে যাচ্ছে ।"

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে কাউন্সিলের তরফে জানানো হয়েছে স্টে অর্ডার তোলার জন্য হাইকোর্টে যাবতীয় নথি জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ এলেই ফের চালু হবে নিয়োগ প্রক্রিয়া ।

বিধাননগর, 28 মে: আজ শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের 803 জন SSC চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ করে । নিয়োগ শুরু না হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিলেন চাকরিপ্রার্থীরা ।

চাকরিপ্রার্থী কাবেরী ঘোষ বলেন, " আমরা SSC চাকরিপ্রার্থী । 28 এবং 30 জানুয়ারি আমাদের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল । 28 তারিখে কিছু নিয়োগপত্র দেওয়া হয়েছে । আমাদের 30 তারিখ নিয়োগপত্র দেওয়ার কথা ছিল । একই মেমো নম্বর, একই সবকিছু এমন 876 জন ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়ে বেতন তুলছে । গত চার মাস ধরে তারা বেতন তুলছে । অথচ আমরা যে 803 জন রয়েছি, তাদেরও একই মেমো নম্বর, কিন্তু আমরা 5 মাস ধরে ঘুরছি । আমরা বার বার কাউন্সিলের কাছে যাচ্ছি, কাউন্সিল আমাদের কোনও কথা শুনছে না । আমাদের কাছে সুপারিশপত্রও আছে । কিন্তু নিয়োগপত্র দিতে চাইছে না । এরমধ্যে হাইকোর্টের স্টে পড়েছে । হাইকোর্ট থেকে যা বলা হচ্ছে স্টে তোলার জন্য কাউন্সিল তা মানছে না । কাউন্সিল কিছু দিচ্ছে, কিছু দিচ্ছে না । ফলে আবার স্টে পড়ে যাচ্ছে ।"

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে কাউন্সিলের তরফে জানানো হয়েছে স্টে অর্ডার তোলার জন্য হাইকোর্টে যাবতীয় নথি জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ এলেই ফের চালু হবে নিয়োগ প্রক্রিয়া ।

Intro:

বিধাননগর, ২৮ মে: নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবীতে আচার্য সদনের সামনে এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ শুরু হল সল্টলেকে। নিয়োগ শুরু না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের।



বিক্ষোভকারীরা জানিয়েছে জানুয়ারি মাসের 28 এবং 30 তারিখ নিয়োগ প্রক্রিয়া চালানোর কথা ছিল এসএসসি কাউন্সিলের। 28 তারিখ 900 জনের নিয়োগ হলেও 29 তারিখে আদালতের স্টে অর্ডারের জন্য জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে নিয়োগের দ্বিতীয় নির্ধারিত দিন 30 তারিখ ৮০৩ জনের এর কাছাকাছি চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

Body:
কাউন্সিলের তরফে জানানো হয়েছে স্টে অর্ডার তোলার জন্য যাবতীয় নথি জমাদেওয়া হয়েছে। নির্দেশ এলেই ফের চালু হবে নিয়োগ প্রক্রিয়া। এবং ফের নিয়োগের বৈঠক হবে। যদিও বিক্ষোভকারীদের বক্তব্য স্টে অর্ডার তোলার ব্যবস্থা করে কেন নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে না। ৮০৩ জন চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কি তা জানাক কাউন্সিল। এই দাবীতেই তীব্র দাবদাহ উপেক্ষা করে সল্টলেকে আচার্য ভবনের সামনে বিক্ষোভ শুরু করে এসএসসি চাকরিপ্রার্থীরা। এরা প্রত্যেকেই ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন এর চাকরি প্রার্থী।

Conclusion:বেহালার বাসিন্দা চাকরিপ্রার্থী কাবেরী ঘোষ বলেন আমরা এম্পানেলড প্রার্থী স্টে অর্ডার তোলার জন্য যা কাগজ কাউন্সিল এর কাছে চাওয়া হচ্ছে কাউন্সিল তা জমা দিলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমাদের দ্রুত নিয়োগ করা হোক না হলে আমরা আমরণ অনশনে বসব।
Last Updated : May 28, 2019, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.