ETV Bharat / state

হাবড়ায় রেশন ডিলারের মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে বদলি খাদ্য দপ্তরের অভিযুক্ত আধিকারিককে - food officer transferrd

হাবড়ার খারো গ্রামে একটি রেশন দোকানে আচমকা অভিযান চালায় খাদ্য দপ্তর। সেইসময় ডিলারের উপর খাদ্য দপ্তরের এক আধিকারিক মানসিক চাপ সৃষ্টি করায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ ঘটনায় বদলি করা হল অভিযুক্ত আধিকারিককে৷

jyotipriyo mallick
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jun 4, 2020, 1:01 AM IST

বারাসত, 4 জুন : পরিদর্শন চলাকালে হাবড়ায় রেশন ডিলারের মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে বদলি করা হল খাদ্য দপ্তরের অভিযুক্ত আধিকারিককে। বুধবার বারাসতে সাংবাদিক বৈঠক করে একথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, "শুধু বদলিই নয়, ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।"

মঙ্গলবার হাবড়ার খারো গ্রামে একটি রেশন দোকানে আচমকা অভিযান চালায় খাদ্য দপ্তর। অভিযান চলার সময় তপন মজুমদার নামে ডিলারের মৃত্যু হয়। ঘটনায় তাঁর পরিবার ও রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় দু'টি অভিযোগ দায়ের করা হয়। তাতে বলা হয়েছে, পরিদর্শন চলাকালে ওই ডিলারের উপর খাদ্য দপ্তরের আধিকারিক মানসিক চাপ সৃষ্টি করেছিলেন৷ তাতেই অসুস্থ হয়ে ডিলারের মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয়রা খাদ্য দপ্তরের ওই আধিকারিকের শাস্তির দাবিতে খারো বাজারে কয়েক ঘণ্টা পথ অবরোধ করেন। পরে হাবড়ার BDO শুভ্র নন্দী ঘটনাস্থানে গিয়ে বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।

গতকাল বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিক বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, "হাবড়ার ঘটনায় খাদ্য দপ্তরের অভিযুক্ত আধিকারিককে মালদায় বদলি করে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।"

খাদ্যমন্ত্রী জানান, "লকডাউনে রেশন ডিলারদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের তদন্ত হয়েছে। তাতে রাজ্যে মোট 772 জন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারমধ্যে 530 জনকে শো-কজ করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে 79 জনকে। আর্থিক জরিমানা করা হয়েছে 64 জনকে। এনফোর্সমেন্ট দপ্তর 53 জন রেশন ডিলারের বিরুদ্ধে মামলা রুজু করেছে। বেআইনি কাজের জন্য 13 জন ডিলারকে পুলিশ গ্রেপ্তারও করেছে।"

বারাসত, 4 জুন : পরিদর্শন চলাকালে হাবড়ায় রেশন ডিলারের মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে বদলি করা হল খাদ্য দপ্তরের অভিযুক্ত আধিকারিককে। বুধবার বারাসতে সাংবাদিক বৈঠক করে একথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, "শুধু বদলিই নয়, ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।"

মঙ্গলবার হাবড়ার খারো গ্রামে একটি রেশন দোকানে আচমকা অভিযান চালায় খাদ্য দপ্তর। অভিযান চলার সময় তপন মজুমদার নামে ডিলারের মৃত্যু হয়। ঘটনায় তাঁর পরিবার ও রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় দু'টি অভিযোগ দায়ের করা হয়। তাতে বলা হয়েছে, পরিদর্শন চলাকালে ওই ডিলারের উপর খাদ্য দপ্তরের আধিকারিক মানসিক চাপ সৃষ্টি করেছিলেন৷ তাতেই অসুস্থ হয়ে ডিলারের মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয়রা খাদ্য দপ্তরের ওই আধিকারিকের শাস্তির দাবিতে খারো বাজারে কয়েক ঘণ্টা পথ অবরোধ করেন। পরে হাবড়ার BDO শুভ্র নন্দী ঘটনাস্থানে গিয়ে বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।

গতকাল বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিক বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, "হাবড়ার ঘটনায় খাদ্য দপ্তরের অভিযুক্ত আধিকারিককে মালদায় বদলি করে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।"

খাদ্যমন্ত্রী জানান, "লকডাউনে রেশন ডিলারদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের তদন্ত হয়েছে। তাতে রাজ্যে মোট 772 জন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারমধ্যে 530 জনকে শো-কজ করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে 79 জনকে। আর্থিক জরিমানা করা হয়েছে 64 জনকে। এনফোর্সমেন্ট দপ্তর 53 জন রেশন ডিলারের বিরুদ্ধে মামলা রুজু করেছে। বেআইনি কাজের জন্য 13 জন ডিলারকে পুলিশ গ্রেপ্তারও করেছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.