ETV Bharat / state

ত্রাণ শিবির থেকে খাদ্যসামগ্রী চুরি, প্রতিবাদে পথ অবরোধ বানভাসিদের - পথ অবরোধ

ত্রাণ শিবির থেকে খাদ্যসামগ্রী চুরি যাওয়া অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের কাটাখালিতে পথ অবরোধ করলেন বানভাসি মানুষজন ৷

ত্রাণ শিবির থেকে খাদ্য সামগ্রী চুরি, প্রতিবাদে পথ অবরোধ আশ্রিতদের
author img

By

Published : Jun 8, 2021, 6:36 PM IST

হিঙ্গলগঞ্জ, 8 জুন : রাতের অন্ধকারে ত্রাণের চাল, আলু সহ বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ ৷ যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল যশ বিধ্বস্ত হিঙ্গলগঞ্জের কাটাখালিতে । দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার হাসনাবাদ-লেবুখালি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো বানভাসি মানুষ । তাঁদের অভিযোগ, ‘‘এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে । ফলে প্রকৃত বানভাসিরা বারবার বঞ্চিত হচ্ছেন ত্রাণ থেকে ৷’’ খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেও চলে বিক্ষোভ । পরে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায় ।

যশ ও ভরা কোটালের প্রবল জলচ্ছ্বাসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবন লাগোয়া সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকে । সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হতে হয়েছে লক্ষাধিক মানুষকে । গৃহহীন হয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে ঠাঁই হয়েছে দুর্গত মানুষের । অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে । আবার সেই ত্রাণ সামগ্রী অনেক জায়গায় না মেলার অভিযোগও রয়েছে । এসবের মধ্যেই এবার হিঙ্গলগঞ্জে দুর্গত মানুষের জন্য রাখা ত্রাণ সামগ্রী চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠল ।

জানা গিয়েছে, কাটাখালির একটি ত্রাণ শিবিরে বানভাসি মানুষের জন্য ত্রাণ সামগ্রী রাখা ছিল । চাল, ডাল, সরষের তেল, আলু সহ বিভিন্ন জিনিস মজুত ছিল সেখানে । এ দিন ভোরের দিকে ত্রাণ শিবিরের পিছনের দরজা ভাঙা দেখে সন্দেহ হয় সেখানে আশ্রয় নেওয়া মানুষজনের । ভিতরে যেতেই বুঝতে পারেন ত্রাণ সামগ্রী চুরি হয়ে গেছে । এর পরেই ক্ষোভে ফেটে পড়েন দুর্গতেরা । শুরু হয় হাসনাবাদ-লেবুখালি রোড অবরোধ । রাস্তায় টায়ার জ্বালিয়ে প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ ।

ত্রাণ শিবির থেকে খাদ্য সামগ্রী চুরি, প্রতিবাদে পথ অবরোধ আশ্রিতদের

আরও পড়ুন : টিফিনের জমানো টাকা দিয়ে বন্যা দুর্গতদের সাহায্য সপ্তম শ্রেণির পড়ুয়ার

বিক্ষোভের খবর পেয়ে ত্রাণ শিবিরে ছুটে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে । উল্টে পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বানভাসি মানুষজন । কেন এই ধরনের ঘটনা বারবার ঘটবে, কেন প্রকৃত বানভাসি মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবেন, পুলিশের সামনে সেই প্রশ্ন তুলে সরব হন তাঁরা ৷ পরে পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

হিঙ্গলগঞ্জ, 8 জুন : রাতের অন্ধকারে ত্রাণের চাল, আলু সহ বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ ৷ যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল যশ বিধ্বস্ত হিঙ্গলগঞ্জের কাটাখালিতে । দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার হাসনাবাদ-লেবুখালি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো বানভাসি মানুষ । তাঁদের অভিযোগ, ‘‘এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে । ফলে প্রকৃত বানভাসিরা বারবার বঞ্চিত হচ্ছেন ত্রাণ থেকে ৷’’ খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেও চলে বিক্ষোভ । পরে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায় ।

যশ ও ভরা কোটালের প্রবল জলচ্ছ্বাসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবন লাগোয়া সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকে । সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হতে হয়েছে লক্ষাধিক মানুষকে । গৃহহীন হয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে ঠাঁই হয়েছে দুর্গত মানুষের । অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে । আবার সেই ত্রাণ সামগ্রী অনেক জায়গায় না মেলার অভিযোগও রয়েছে । এসবের মধ্যেই এবার হিঙ্গলগঞ্জে দুর্গত মানুষের জন্য রাখা ত্রাণ সামগ্রী চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠল ।

জানা গিয়েছে, কাটাখালির একটি ত্রাণ শিবিরে বানভাসি মানুষের জন্য ত্রাণ সামগ্রী রাখা ছিল । চাল, ডাল, সরষের তেল, আলু সহ বিভিন্ন জিনিস মজুত ছিল সেখানে । এ দিন ভোরের দিকে ত্রাণ শিবিরের পিছনের দরজা ভাঙা দেখে সন্দেহ হয় সেখানে আশ্রয় নেওয়া মানুষজনের । ভিতরে যেতেই বুঝতে পারেন ত্রাণ সামগ্রী চুরি হয়ে গেছে । এর পরেই ক্ষোভে ফেটে পড়েন দুর্গতেরা । শুরু হয় হাসনাবাদ-লেবুখালি রোড অবরোধ । রাস্তায় টায়ার জ্বালিয়ে প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ ।

ত্রাণ শিবির থেকে খাদ্য সামগ্রী চুরি, প্রতিবাদে পথ অবরোধ আশ্রিতদের

আরও পড়ুন : টিফিনের জমানো টাকা দিয়ে বন্যা দুর্গতদের সাহায্য সপ্তম শ্রেণির পড়ুয়ার

বিক্ষোভের খবর পেয়ে ত্রাণ শিবিরে ছুটে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে । উল্টে পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বানভাসি মানুষজন । কেন এই ধরনের ঘটনা বারবার ঘটবে, কেন প্রকৃত বানভাসি মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবেন, পুলিশের সামনে সেই প্রশ্ন তুলে সরব হন তাঁরা ৷ পরে পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.