ETV Bharat / state

বারাসতে অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন - BARASAT

করোনা পরিস্থিতিতে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের কর্মকর্তারা । মঙ্গলবার প্রায় একশো অসহায় পরিবারের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দিলেন তাঁরা ।

barasat
বারাসতে অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন
author img

By

Published : Jun 22, 2021, 9:53 PM IST

বারাসত, 22 জুন: করোনা পরিস্থিতিতে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের কর্মকর্তারা । মঙ্গলবার প্রায় একশো অসহায় পরিবারের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন তাঁরা । বারাসতের হৃদয়পুরে 'নবসোপান'-নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় । করোনাবিধি মেনে এদিন এলাকার দুঃস্থ পরিবারের হাতে পর্যাপ্ত খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন আইএমএ-র কর্মকর্তা ও জেলার কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল মনিটরিং কমিটির কো-অর্ডিনেটর চিকিৎসক বিবর্তন সাহা, সমাজসেবী নির্মল রায়চৌধুরী, লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সম্পাদিকা রঞ্জনা সেনগুপ্ত, হৃদয়পুর নবসোপান সংগঠনের সম্পাদিকা রত্না রায় সহ আরও অনেকে ।

করোনা যে শুধু মানুষের প্রাণ কেড়েছে এমনটা নয় । এর প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনেও । কাজ হারিয়ে দিশেহারা অবস্থা অনেকেরই । ফলে টান পড়েছে রুটি-রুজিতে । হাতে টাকা না থাকায় সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে কাজ হারানো মানুষগুলির কাছে । কার্যত অসহায় অবস্থায় এখন দিনযাপন করতে হচ্ছে তাঁদের । সবচেয়ে দুর্বিসহ অবস্থা দিন আনা-দিন খাওয়া মানুষগুলির ।এই পরিস্থিতিতে বিপদে পড়া অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এলেন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের কর্মকর্তারা ।

আরও পড়ুন: সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি, রায়দিঘিতে হাইকোর্টের প্রতিনিধি দল

হৃদয়পুর স্টেশন সংলগ্ন প্রায় একশো দুঃস্থ পরিবারের হাতে এদিন পর্যাপ্ত খাদ্যসামগ্রী তুলে দিলেন তাঁরা । এর মধ্যে চাল, তেল, ডাল, চিনি যেমন রয়েছে, তেমনই সোয়াবিন, ছাতু, লবণ, হলুদের গুঁড়ো সহ বেশকিছু শুকনো খাবারও রয়েছে । এই বিষয়ে আইএমএম-এর রাজ্য শাখার যুগ্ম অর্থ সচিব চিকিৎসক বিবর্তন সাহা বলেন, ‘'করোনা পরিস্থিতিতে দুঃস্থ-অসহায় মানুষের পাশে যেভাবে এই সংগঠন দাঁড়িয়েছে, তা সত্যিই অনবদ্য । এদের এই উদ্যোগকে প্রশংসা করতেই হয় ।’'

বারাসত, 22 জুন: করোনা পরিস্থিতিতে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের কর্মকর্তারা । মঙ্গলবার প্রায় একশো অসহায় পরিবারের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন তাঁরা । বারাসতের হৃদয়পুরে 'নবসোপান'-নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় । করোনাবিধি মেনে এদিন এলাকার দুঃস্থ পরিবারের হাতে পর্যাপ্ত খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন আইএমএ-র কর্মকর্তা ও জেলার কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল মনিটরিং কমিটির কো-অর্ডিনেটর চিকিৎসক বিবর্তন সাহা, সমাজসেবী নির্মল রায়চৌধুরী, লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সম্পাদিকা রঞ্জনা সেনগুপ্ত, হৃদয়পুর নবসোপান সংগঠনের সম্পাদিকা রত্না রায় সহ আরও অনেকে ।

করোনা যে শুধু মানুষের প্রাণ কেড়েছে এমনটা নয় । এর প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনেও । কাজ হারিয়ে দিশেহারা অবস্থা অনেকেরই । ফলে টান পড়েছে রুটি-রুজিতে । হাতে টাকা না থাকায় সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে কাজ হারানো মানুষগুলির কাছে । কার্যত অসহায় অবস্থায় এখন দিনযাপন করতে হচ্ছে তাঁদের । সবচেয়ে দুর্বিসহ অবস্থা দিন আনা-দিন খাওয়া মানুষগুলির ।এই পরিস্থিতিতে বিপদে পড়া অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এলেন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের কর্মকর্তারা ।

আরও পড়ুন: সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি, রায়দিঘিতে হাইকোর্টের প্রতিনিধি দল

হৃদয়পুর স্টেশন সংলগ্ন প্রায় একশো দুঃস্থ পরিবারের হাতে এদিন পর্যাপ্ত খাদ্যসামগ্রী তুলে দিলেন তাঁরা । এর মধ্যে চাল, তেল, ডাল, চিনি যেমন রয়েছে, তেমনই সোয়াবিন, ছাতু, লবণ, হলুদের গুঁড়ো সহ বেশকিছু শুকনো খাবারও রয়েছে । এই বিষয়ে আইএমএম-এর রাজ্য শাখার যুগ্ম অর্থ সচিব চিকিৎসক বিবর্তন সাহা বলেন, ‘'করোনা পরিস্থিতিতে দুঃস্থ-অসহায় মানুষের পাশে যেভাবে এই সংগঠন দাঁড়িয়েছে, তা সত্যিই অনবদ্য । এদের এই উদ্যোগকে প্রশংসা করতেই হয় ।’'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.