ETV Bharat / state

Illegal Immigrants Arrest : বসিরহাটে গ্রেফতার 5 বাংলাদেশী অনুপ্রবেশকারী - Illegal Immigrants

ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তবর্তী এলাকা থেকে মঙ্গলবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে পাঁচ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ । কয়েকদিন আগে এক মহিলাকেও একই কারণে গ্রেফতার করা হয়েছিল ৷

five illegal immigrants from bangladesh arrest by bashirhat police
Illegal Immigrants Arrest : বসিরহাটে গ্রেফতার 5 বাংলাদেশী অনুপ্রবেশকারী
author img

By

Published : Aug 10, 2021, 5:13 PM IST

বারাসত, 10 অগস্ট : অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে পাঁচ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ । ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তবর্তী এলাকা থেকে মঙ্গলবার হাতেনাতে ধরা হয় এই পাঁচজনকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বৈধ কোনও কাগজপত্র মেলেনি । ফলে, তারা ঠিক কী উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল, তা জানার চেষ্টা চলছে ।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয় । এর আগেও বসিরহাটের ঘোজাডাঙা কিংবা হাকিমপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল । কিন্তু সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তৎপরতায় ব্যর্থ হয় সেই চেষ্টা ।

আরও পড়ুন : Pond fill bongaon: বেআইনিভাবে শতাব্দী প্রাচীন পুকুর ভরাটের চেষ্টা, গ্রেফতার মালিক

সম্প্রতি, দালালের সাহায্যে হাকিমপুর সীমান্ত দিয়ে এক বাংলাদেশি মহিলা অনুপ্রবেশ করে এদেশে । বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে ঢোকার অভিযোগে বিএসএফের 112 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গ্রেফতার করে ওই মহিলাকে । সেই রেশ কাটতে না কাটতে আবারও অনুপ্রবেশের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে । এবার পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বসিরহাট থানার পুলিশ ।

সূত্রের খবর, এদিন সকালে সন্দেহভাজন ওই পাঁচজনকে ঘোজাডাঙা সীমান্তবর্তী এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর । তাদের আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে ওই পাঁচ সন্দেহভাজনকে । বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পরে গ্রেফতার করা হয় তাদের ।

আরও পড়ুন : India-Bangladesh : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মাফিক বাংলাদেশকে অ্য়াম্বুল্যান্স উপহার ভারতের

বসিরহাট থানার পুলিশ জানিয়েছে, ধৃত ওই পাঁচ বাংলাদেশির বাড়ি খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায় । কী উদ্দেশ্যে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এদিকে, ধৃতদের নিজেদের হেফাজতে নিতে এদিন দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ । তবে আদালতের নির্দেশ এখনও পর্যন্ত জানা যায়নি ৷

বারাসত, 10 অগস্ট : অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে পাঁচ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ । ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তবর্তী এলাকা থেকে মঙ্গলবার হাতেনাতে ধরা হয় এই পাঁচজনকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বৈধ কোনও কাগজপত্র মেলেনি । ফলে, তারা ঠিক কী উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল, তা জানার চেষ্টা চলছে ।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয় । এর আগেও বসিরহাটের ঘোজাডাঙা কিংবা হাকিমপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল । কিন্তু সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তৎপরতায় ব্যর্থ হয় সেই চেষ্টা ।

আরও পড়ুন : Pond fill bongaon: বেআইনিভাবে শতাব্দী প্রাচীন পুকুর ভরাটের চেষ্টা, গ্রেফতার মালিক

সম্প্রতি, দালালের সাহায্যে হাকিমপুর সীমান্ত দিয়ে এক বাংলাদেশি মহিলা অনুপ্রবেশ করে এদেশে । বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে ঢোকার অভিযোগে বিএসএফের 112 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গ্রেফতার করে ওই মহিলাকে । সেই রেশ কাটতে না কাটতে আবারও অনুপ্রবেশের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে । এবার পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বসিরহাট থানার পুলিশ ।

সূত্রের খবর, এদিন সকালে সন্দেহভাজন ওই পাঁচজনকে ঘোজাডাঙা সীমান্তবর্তী এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর । তাদের আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে ওই পাঁচ সন্দেহভাজনকে । বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পরে গ্রেফতার করা হয় তাদের ।

আরও পড়ুন : India-Bangladesh : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মাফিক বাংলাদেশকে অ্য়াম্বুল্যান্স উপহার ভারতের

বসিরহাট থানার পুলিশ জানিয়েছে, ধৃত ওই পাঁচ বাংলাদেশির বাড়ি খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায় । কী উদ্দেশ্যে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এদিকে, ধৃতদের নিজেদের হেফাজতে নিতে এদিন দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ । তবে আদালতের নির্দেশ এখনও পর্যন্ত জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.