ETV Bharat / state

Firhad Hakim: 'বাংলায় গড় মাথাপিছু আয় সবচেয়ে বেশি, দিলীপদার সে শিক্ষা নেই', কটাক্ষ ফিরহাদের

প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে তালিকা তৈরি করছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ আর দেশে বাংলায় মাথা পিছু গড় আয় সবচেয়ে বেশি ৷ কিন্তু তা বোঝার মতো শিক্ষা দিলীপ ঘোষের নেই, কটাক্ষ ফিরহাদের (Firhad Hakim takes a dig at Dilip Ghosh) ৷ pradhan mantri awas yojana

Firhad Hakim
ETV Bharat
author img

By

Published : Dec 25, 2022, 10:23 PM IST

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কী বললেন ফিরহাদ হাকিম

নৈহাটি, 25 ডিসেম্বর: নতুন করে আবাস যোজনার তালিকা তৈরি হচ্ছে, নৈহাটি উৎসবে জানালেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ শনিবার এই নৈহাটি ও পানিহাটি-কামারহাটি উৎসবের উদ্বোধক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ ববি হাকিম ৷ এই মেলার আয়োজনের জন্য মঞ্চ থেকে তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানান । বিরোধীদের 'মেলা খেলার সরকার' বুলিকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিপরিষদের অন্যতম মন্ত্রী ।

রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) অনিয়ম ধরা পড়েছে ৷ তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং বিপাকে পড়েছে রাজ্য সরকার ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আবাস যোজনায় কোনওরকম দুর্নীতি বরদাস্ত করব না ৷ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন ৷" তাঁর দাবি, আবাস যোজনা নিয়ে বিতর্ক বিরোধী শিবির বা কোনও মিডিয়া ধরতে পারেনি ৷ উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "উত্তরপ্রদেশে বেরিয়ে গিয়েছে ৷ অন্য রাজ্যগুলিতেও বেরিয়ে গিয়েছে ৷ কিন্তু এখানে (পশ্চিমবঙ্গে) স্বচ্ছতা আছে ৷ তাই তিনি আরেকবার রিভিউ করে ফান্ড ছাড়ার কথা বলেছেন ৷ এই রিভিউতে অসামঞ্জস্য কিছু ধরা পড়লে, তাঁদের নাম তালিকা থেকে বাদ যাবে ৷" ভোটার কার্ডে যেমন অনেক সময় ভুল নাম উঠে যায়, পরবর্তীকালে তা কালেকশন করা হয়। সরকার নতুন করে আবার আবাস যোজনা লিস্ট বানাবে ৷

আরও পড়ুন: সরকারি অনুদানকে ভিক্ষাবৃত্তি বলায় দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ

সম্প্রতি দিলীপ ঘোষ রাজ্যবাসীকে 'ভিখিরি' বলেন ৷ এ প্রসঙ্গে পালটা ববি হাকিমের জবাব, "হুঁশ ছাড়া যিনি কথা বলেন, তাঁর কথা কী বলব ?" তিনি এ প্রসঙ্গে করোনা-পরবর্তী সময়ে রাজ্যে পার ক্যাপিটা রোজগারের কথা তুলে ধরেন ৷ সেই ক্ষেত্রে বাংলায় রোজগার সবচেয়ে বেশি বলে দাবি করেন তিনি ৷ ফিরহাদ বলেন, "নোটবন্দি, লকডাউনের পরে ভারতে অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন ৷ তিনি মানুষের হাতে টাকা দিয়ে সেই টাকা বিনিয়োগ করেছেন এবং অর্থনীতি রোল হয়েছে ৷ এখানে পার ক্যাপিটা রোজগার বেশি ৷ এটা বোঝার মতো শিক্ষা দিলীপদার নেই ৷" এই ঘটনায় তিনি আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে 3 জনের মৃত্যুর কথা উত্থাপন করেন এবং 5 হাজার মানুষের জড়ো হওয়াকেও ভিক্ষাবৃত্তি করানো বলে কটাক্ষ করেন ৷

মুর্শিদাবাদ জেলায় ভরতপুর এলাকায় 17 জন পঞ্চায়েত সদস্য গণ-ইস্তফা দিয়েছেন । এই প্রশ্নের জবাবে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "ইস্তফায় তৃণমূলের কিছু যায় আসে না ৷" এছাড়া পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী বাছাই করছেন । এই নিয়ে কোনো দ্বিমত নেই ৷ এছাড়াও দিলীপ ঘোষের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্যকে কটাক্ষ করে বলেন, "দিলীপ ঘোষের শিক্ষার অভাব রয়েছে । লক্ষ্মীর ভাণ্ডার চালু করে মানুষের ভালো হয়েছে ৷ করোনা আবহের মধ্যে মানুষের হাতে পয়সা ছিল না ৷ মানুষের হাতে এই টাকা তুলে দিয়ে সরকার তাদের সাহায্য করেছে ৷"

আরও পড়ুন: 'রাজ্যের মানুষ ভিখিরি হয়ে গিয়েছে', মন্তব্য দিলীপের

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কী বললেন ফিরহাদ হাকিম

নৈহাটি, 25 ডিসেম্বর: নতুন করে আবাস যোজনার তালিকা তৈরি হচ্ছে, নৈহাটি উৎসবে জানালেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ শনিবার এই নৈহাটি ও পানিহাটি-কামারহাটি উৎসবের উদ্বোধক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ ববি হাকিম ৷ এই মেলার আয়োজনের জন্য মঞ্চ থেকে তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানান । বিরোধীদের 'মেলা খেলার সরকার' বুলিকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিপরিষদের অন্যতম মন্ত্রী ।

রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) অনিয়ম ধরা পড়েছে ৷ তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং বিপাকে পড়েছে রাজ্য সরকার ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আবাস যোজনায় কোনওরকম দুর্নীতি বরদাস্ত করব না ৷ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন ৷" তাঁর দাবি, আবাস যোজনা নিয়ে বিতর্ক বিরোধী শিবির বা কোনও মিডিয়া ধরতে পারেনি ৷ উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "উত্তরপ্রদেশে বেরিয়ে গিয়েছে ৷ অন্য রাজ্যগুলিতেও বেরিয়ে গিয়েছে ৷ কিন্তু এখানে (পশ্চিমবঙ্গে) স্বচ্ছতা আছে ৷ তাই তিনি আরেকবার রিভিউ করে ফান্ড ছাড়ার কথা বলেছেন ৷ এই রিভিউতে অসামঞ্জস্য কিছু ধরা পড়লে, তাঁদের নাম তালিকা থেকে বাদ যাবে ৷" ভোটার কার্ডে যেমন অনেক সময় ভুল নাম উঠে যায়, পরবর্তীকালে তা কালেকশন করা হয়। সরকার নতুন করে আবার আবাস যোজনা লিস্ট বানাবে ৷

আরও পড়ুন: সরকারি অনুদানকে ভিক্ষাবৃত্তি বলায় দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ

সম্প্রতি দিলীপ ঘোষ রাজ্যবাসীকে 'ভিখিরি' বলেন ৷ এ প্রসঙ্গে পালটা ববি হাকিমের জবাব, "হুঁশ ছাড়া যিনি কথা বলেন, তাঁর কথা কী বলব ?" তিনি এ প্রসঙ্গে করোনা-পরবর্তী সময়ে রাজ্যে পার ক্যাপিটা রোজগারের কথা তুলে ধরেন ৷ সেই ক্ষেত্রে বাংলায় রোজগার সবচেয়ে বেশি বলে দাবি করেন তিনি ৷ ফিরহাদ বলেন, "নোটবন্দি, লকডাউনের পরে ভারতে অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন ৷ তিনি মানুষের হাতে টাকা দিয়ে সেই টাকা বিনিয়োগ করেছেন এবং অর্থনীতি রোল হয়েছে ৷ এখানে পার ক্যাপিটা রোজগার বেশি ৷ এটা বোঝার মতো শিক্ষা দিলীপদার নেই ৷" এই ঘটনায় তিনি আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে 3 জনের মৃত্যুর কথা উত্থাপন করেন এবং 5 হাজার মানুষের জড়ো হওয়াকেও ভিক্ষাবৃত্তি করানো বলে কটাক্ষ করেন ৷

মুর্শিদাবাদ জেলায় ভরতপুর এলাকায় 17 জন পঞ্চায়েত সদস্য গণ-ইস্তফা দিয়েছেন । এই প্রশ্নের জবাবে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "ইস্তফায় তৃণমূলের কিছু যায় আসে না ৷" এছাড়া পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী বাছাই করছেন । এই নিয়ে কোনো দ্বিমত নেই ৷ এছাড়াও দিলীপ ঘোষের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্যকে কটাক্ষ করে বলেন, "দিলীপ ঘোষের শিক্ষার অভাব রয়েছে । লক্ষ্মীর ভাণ্ডার চালু করে মানুষের ভালো হয়েছে ৷ করোনা আবহের মধ্যে মানুষের হাতে পয়সা ছিল না ৷ মানুষের হাতে এই টাকা তুলে দিয়ে সরকার তাদের সাহায্য করেছে ৷"

আরও পড়ুন: 'রাজ্যের মানুষ ভিখিরি হয়ে গিয়েছে', মন্তব্য দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.