ETV Bharat / state

টিটাগড়ের কেলভিন জুটমিলে আগুন, পরে নিয়ন্ত্রণে - টিটাগড়

গতকাল জুটমিলে নাইট শিফটে কাজ করছিলেন প্রায় তিনশো জন শ্রমিক ৷ সেই সময় সেখানে আগুন লাগে ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 6, 2020, 8:46 AM IST

টিটাগড়, 6 নভেম্বর : টিটাগড়ের কেলভিন জুটমিলে ভয়াবহ আগুন ৷ সেখানকার পাটঘরে আগুন লাগে ৷ পরে আগুন নিয়ন্ত্রণে আসে ৷

গতকাল জুটমিলে নাইট শিফটে কাজ করছিলেন প্রায় তিনশো জন শ্রমিক ৷ সেই সময় আগুন লাগে ৷ ঘটনাস্থানে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন ৷ কিন্তু তারপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলের সংখ্যা বাড়ানো হয় ৷

টিটাগড়ের কেলভিন জুটমিলে আগুন

এরপর রাত এগারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রথমিক তদন্তে দমকলের অনুমান ৷

টিটাগড়, 6 নভেম্বর : টিটাগড়ের কেলভিন জুটমিলে ভয়াবহ আগুন ৷ সেখানকার পাটঘরে আগুন লাগে ৷ পরে আগুন নিয়ন্ত্রণে আসে ৷

গতকাল জুটমিলে নাইট শিফটে কাজ করছিলেন প্রায় তিনশো জন শ্রমিক ৷ সেই সময় আগুন লাগে ৷ ঘটনাস্থানে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন ৷ কিন্তু তারপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলের সংখ্যা বাড়ানো হয় ৷

টিটাগড়ের কেলভিন জুটমিলে আগুন

এরপর রাত এগারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রথমিক তদন্তে দমকলের অনুমান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.