বসিরহাট, 25 মে : মঙ্গলবার দুপুরে অল্পের জন্য অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ হাসপাতালের মেডিকেল স্টোরে আগুন লাগে এদিন । খবর পেয়েই তড়িঘড়ি পৌঁছয় দমকল ৷ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷ আগুনে মেডিকেল স্টোরে মজুত থাকা ওষুধের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ।তবে পুড়ে নষ্ট হয়েছে একটি কম্পিউটার, একটি টেবিল ফ্যান ও কিছু কাগজপত্র ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে । প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে ৷ তবে অন্য কারণ থাকলে সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।
বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের তিনতলায় রয়েছে কোভিড ওয়ার্ড ৷ অন্যান্য রোগীদের ভিড়ও লেগেই থাকে এখানে । হাসপাতালের একেবারে নিচের তলায় রয়েছে মেডিকেল স্টোর । এখান থেকেই রোগীদের যাবতীয় ওষুধ সরবরাহ হয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে । এরকম একটি গুরুত্বপূর্ণ স্থানের এদিন দুপুরে আচমকাই আগুন লাগে ৷ মেডিকেল স্টোরের ভিতরে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা । হাসপাতাল কর্মীদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে । বাকি কাজ সম্পন্ন করেন দমকল কর্মীরা । দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে কিছুক্ষণের মধ্যেই । ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ । ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ায় রোগী এবং তাদের পরিবারের মধ্যে ।
দমকলের আধিকারিক প্রতাপ চন্দ্র বলেন, "মেডিকেল স্টোরটির এককোণে আগুন লেগেছিল । সেই আগুন আমরা অ্যারেস্ট করতে পেরেছি । আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে । প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে । আগুনে সামান্য ক্ষতি হয়েছে ৷"
আরও পড়ুন : পাড়ার দুর্গা দালানে সেফ হোম গড়লেন অরিন্দম