ETV Bharat / state

মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় আগুন, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ

আগুন লাগার খবর মধ্যমগ্রাম থানায় দেওয়া হলেও পুলিশ অনেক দেরিতে আসে বলে অভিযোগ । তা নিয়ে পুলিশের সঙ্গে এলাকার লোকজনের ঝামেলা হয় । সেই ঝামেলা খণ্ডযুদ্ধের চেহারা নেয় ।

author img

By

Published : May 10, 2019, 12:57 AM IST

Updated : May 10, 2019, 6:19 AM IST

মধ্যমগ্রামে গেঞ্জি কারখানায় আগুন

মধ্যমগ্রাম, 10 মে : মধ্যমগ্রামের সাজিরহাটে গেঞ্জি কারখানায় আগুন । গতরাত এগারোটা নাগাদ ওই গেঞ্জি কারখানায় আগুন লাগে । সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি কারখানায় । শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 16টি ইঞ্জিন ।

কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয় । তবে স্থানীয় সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার ফাটার কারণে আগুন আরও ভয়াল চেহারা নেয় । প্রথমে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । তবে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে । দমকলের 16টি ইঞ্জিন কাজ করলেও আগুন আরও বাড়ছে বলে খবর ।

দেখুন ভিডিয়ো

এদিকে আগুন লাগার খবর মধ্যমগ্রাম থানায় দেওয়া হলেও পুলিশ অনেক দেরিতে আসে বলে অভিযোগ । তা নিয়ে পুলিশের সঙ্গে এলাকার লোকজনের ঝামেলা হয় । সেই ঝামেলা খণ্ডযুদ্ধের চেহারা নেয় ।

দমকল সূত্রে খবর, আগুন নেভানোর কাজ পুরোদমে চলছে । প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হতে পারে ।

মধ্যমগ্রাম, 10 মে : মধ্যমগ্রামের সাজিরহাটে গেঞ্জি কারখানায় আগুন । গতরাত এগারোটা নাগাদ ওই গেঞ্জি কারখানায় আগুন লাগে । সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি কারখানায় । শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 16টি ইঞ্জিন ।

কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয় । তবে স্থানীয় সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার ফাটার কারণে আগুন আরও ভয়াল চেহারা নেয় । প্রথমে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । তবে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে । দমকলের 16টি ইঞ্জিন কাজ করলেও আগুন আরও বাড়ছে বলে খবর ।

দেখুন ভিডিয়ো

এদিকে আগুন লাগার খবর মধ্যমগ্রাম থানায় দেওয়া হলেও পুলিশ অনেক দেরিতে আসে বলে অভিযোগ । তা নিয়ে পুলিশের সঙ্গে এলাকার লোকজনের ঝামেলা হয় । সেই ঝামেলা খণ্ডযুদ্ধের চেহারা নেয় ।

দমকল সূত্রে খবর, আগুন নেভানোর কাজ পুরোদমে চলছে । প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হতে পারে ।

Intro:ফের আগুন লাগল সোদপুর বাজারে পুড়ে ছাই হলো প্রায় কুড়িটি ঘরবাড়ি ব্যাপক ক্ষতির আশঙ্কা ঘটনাস্থলে দমকলের 33 এলাকায় চাঞ্চল্য


Body:ণতযমমম


Conclusion:মযরদদদদ
Last Updated : May 10, 2019, 6:19 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.