বারাসত, ১৭ ফেব্রুয়ারি : আজ সকালে একটি ডালডা কারখানার তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। ঘটনাটি বারাসতের দত্তপুকুর থানার পিরগাছার। কারখানার কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বারাসত দমকল কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন যায় ঘটনাস্থানে। পরে আরও ৮টি ইঞ্জিন আসে। তবে, ঘিঞ্জি এলাকা হওয়ায় সবকটি ইঞ্জিন ঘটনাস্থানে ঢুকতে পারেনি। মোট পাঁচটি ইঞ্জিনকে আগুন নেভানোর কাজে লাগানো হয়।
দমকলকর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় দাস জানান, ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে গড়ে উঠেছে কারখানাটি। আমরা বারবার প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি। ওই কারখানা থেকে এলাকায় দূষণও ছড়াচ্ছে। ওই কারখানায় প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা, সেটা নিয়েও আমাদের সন্দেহ রয়েছে। অবিলম্বে কারখানাটি বন্ধ করারও দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
বারাসত দমকল কেন্দ্রের আধিকারিক জয়প্রকাশ বড়াল বলেন, "তিনটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগেছিল। আমরা ফোম চার্জ করে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে জল দিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"