ETV Bharat / state

পার্টি অফিসে আগুন, দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ BJP-র

দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য ৷ তারপরই অবরোধ তুলে নেয় BJP।

BJP
BJP
author img

By

Published : Nov 26, 2020, 10:12 PM IST

বারাসত, 26 নভেম্বর : রাতের অন্ধকারে BJP পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ৷ ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ BJP-র। বনধের সকালে বারাসত-ব্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা। দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা৷

অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়। হাজির ছিলেন প্রতীপ চট্টোপাধ্যায়, বাবু সেনের মতো জেলা BJP-র প্রথম সারির নেতারা। বিক্ষোভের জেরে প্রায় একঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা ।

দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য৷ অবশেষে IC-র আশ্বাসে অবরোধ তুলে নেয় BJP। এর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় যান চলাচল ।

এই বিষয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন,"শাসকদল ভয় পেয়েছে। সেই কারণে রাতের অন্ধকারে আমাদের পার্টি অফিসে আগুন লাগাচ্ছে।এসব করে BJP-কে রোখা যাবে না ৷"

বারাসত, 26 নভেম্বর : রাতের অন্ধকারে BJP পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ৷ ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ BJP-র। বনধের সকালে বারাসত-ব্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা। দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা৷

অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়। হাজির ছিলেন প্রতীপ চট্টোপাধ্যায়, বাবু সেনের মতো জেলা BJP-র প্রথম সারির নেতারা। বিক্ষোভের জেরে প্রায় একঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা ।

দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য৷ অবশেষে IC-র আশ্বাসে অবরোধ তুলে নেয় BJP। এর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় যান চলাচল ।

এই বিষয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন,"শাসকদল ভয় পেয়েছে। সেই কারণে রাতের অন্ধকারে আমাদের পার্টি অফিসে আগুন লাগাচ্ছে।এসব করে BJP-কে রোখা যাবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.