বাগুইআটি, 2 জুন: বাগুইআটি বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেল বাস, ম্যাটাডর সহ মোট 12টি গাড়ি । গতরাত 2টো 30 মিনিট নাগাদ আগুন লাগে । কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি । তদন্তে নেমেছে পুলিশ ।
গতরাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়িতে প্রথমে আগুন লাগে । দ্রুত সেই আগুন ছড়িয়ে পরে পাশের অন্যান্য গাড়ি ও বাসে । খবর দেওয়া হয় দমকলে । দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছয় । ভোর পৌনে 4টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ।
কিন্তু কীভাবে লাগল আগুন?
স্থানীয়দের একাংশের অনুমান কাছেই একটি মদের দোকান রয়েছে । তাই রাতের দিকে স্ট্যান্ডে মাতালরা ঘোরাঘুরি করে । তাদের কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে । আগুনে এতগুলো গাড়ি ছাই হয়ে যাওয়া কোনও স্বাভাবিক ঘটনা নয় বলে মনে করছেন দমকল মন্ত্রী সুজিত বসু । খবর পেয়ে রাত 3টে 15 মিনিট নাগাদ তিনি ঘটনাস্থানে পৌঁছন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তদন্ত চলছে । প্রয়োজনে ফরেন্সিক তদন্ত করা হবে ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে । বাসস্ট্যান্ড চত্বরে কোনও CCTV ক্যামেরা ছিল না । তাই আশপাশের দোকানে থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।