ETV Bharat / state

বিজেপিতে যোগ দিতেই রতনের নাম পরপর মামলা - রতন ঘোষের বিরুদ্ধে বনগাঁ ও গোপালনগর থানায় মামলা রুজু

গত বুধবার খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন রতন ঘোষ । পরের দিন তিনি বিজেপিতে যোগ দেন । বিজেপির অভিযোগ, দলে কেউ যোগ দিলেই তাঁর বিরুদ্ধে মামলা করা হচ্ছে ।

FIR lodged against ratan ghosh
রতন ঘোষের বিরুদ্ধে চারটি মামলা রুজু
author img

By

Published : Dec 12, 2020, 1:54 PM IST

বনগাঁ, 12 ডিসেম্বর : বিজেপিতে যোগ দেওয়ার পর রতন ঘোষের বিরুদ্ধে দুই থানায় পরপর চারটি মামলা রুজু । বনগাঁ ও গোপালনগর থানায় মোট দু'টি মামলা রুজু করা হয়েছে । তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন । যদিও বিজেপির বক্তব্য রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে রতনকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ৪৫ নম্বর জেলা পরিষদ আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বনগাঁর বাসিন্দা রতন ঘোষ । ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ । গত বুধবার বনগাঁর গোপালনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি অনুপস্থিত ছিলেন । এরপর থেকে তাঁর সঙ্গে দলের দূরত্ব নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে । ওইদিনই বিকেলে খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন । পরের দিন তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেন । শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন । রতন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁকে দুর্নীতিগ্রস্ত নেতা বলে সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কো-অর্ডিনেটর গোপাল শেঠ । বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রতনের নামে প্রতারণার অভিযোগ দায়ের হল । রতন নাকি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে কয়েক জনের সঙ্গে প্রতারণা করেছেন ।

আরও পড়ুন : এবার তৃণমূল ছাড়লেন সেই পদত্যাগী কর্মাধ্যক্ষ রতন ঘোষ

বনগাঁ থানায় রতন ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চৌবেড়িয়ার বাসিন্দা সুশীলকুমার মিত্র । তাঁর অভিযোগ, ২০১৬ সালে ছেলের স্কুল সার্ভিস কমিশনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে রতন চার লাখ টাকা নিয়েছেন । কিন্তু তাঁর ছেলে চাকরি পাননি । সুশীলবাবু বনগাঁ থানায় সেই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন । বনগাঁয় আরও একটি মামলা রুজু হয়েছে । গোপালনগর থানাতেও দু'টি পৃথক মামলা রুজু হয়েছে । সেখানে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ । তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির কার্যকরী সভাপতি গেপাল শেঠ বলেন, "মণীষীদের আমরা সংরক্ষণ করি । কিন্তু রতম ঘোষ দীনবন্ধু মিত্রের মতো মণীষীর পরিবারের সঙ্গে প্রতারণা করেছেন । ওকে কোনও দলের আশ্রয় দেওয়া উচিত নয় ।" বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "বিজেপিতে যোগ দিলে মামলা হবেই । রতনের বেলাতেও তাই হল । আমরা আর অবাক হই না ।"

রতন ঘোষের বিরুদ্ধে মামলা রুজু তৃণমূলের

বনগাঁ, 12 ডিসেম্বর : বিজেপিতে যোগ দেওয়ার পর রতন ঘোষের বিরুদ্ধে দুই থানায় পরপর চারটি মামলা রুজু । বনগাঁ ও গোপালনগর থানায় মোট দু'টি মামলা রুজু করা হয়েছে । তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন । যদিও বিজেপির বক্তব্য রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে রতনকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ৪৫ নম্বর জেলা পরিষদ আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বনগাঁর বাসিন্দা রতন ঘোষ । ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ । গত বুধবার বনগাঁর গোপালনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি অনুপস্থিত ছিলেন । এরপর থেকে তাঁর সঙ্গে দলের দূরত্ব নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে । ওইদিনই বিকেলে খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন । পরের দিন তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেন । শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন । রতন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁকে দুর্নীতিগ্রস্ত নেতা বলে সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কো-অর্ডিনেটর গোপাল শেঠ । বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রতনের নামে প্রতারণার অভিযোগ দায়ের হল । রতন নাকি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে কয়েক জনের সঙ্গে প্রতারণা করেছেন ।

আরও পড়ুন : এবার তৃণমূল ছাড়লেন সেই পদত্যাগী কর্মাধ্যক্ষ রতন ঘোষ

বনগাঁ থানায় রতন ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চৌবেড়িয়ার বাসিন্দা সুশীলকুমার মিত্র । তাঁর অভিযোগ, ২০১৬ সালে ছেলের স্কুল সার্ভিস কমিশনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে রতন চার লাখ টাকা নিয়েছেন । কিন্তু তাঁর ছেলে চাকরি পাননি । সুশীলবাবু বনগাঁ থানায় সেই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন । বনগাঁয় আরও একটি মামলা রুজু হয়েছে । গোপালনগর থানাতেও দু'টি পৃথক মামলা রুজু হয়েছে । সেখানে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ । তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির কার্যকরী সভাপতি গেপাল শেঠ বলেন, "মণীষীদের আমরা সংরক্ষণ করি । কিন্তু রতম ঘোষ দীনবন্ধু মিত্রের মতো মণীষীর পরিবারের সঙ্গে প্রতারণা করেছেন । ওকে কোনও দলের আশ্রয় দেওয়া উচিত নয় ।" বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "বিজেপিতে যোগ দিলে মামলা হবেই । রতনের বেলাতেও তাই হল । আমরা আর অবাক হই না ।"

রতন ঘোষের বিরুদ্ধে মামলা রুজু তৃণমূলের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.