ETV Bharat / state

ভাটপাড়ায় মদ্যপ ছেলের হাতে বাবা খুন - ভাটপাড়ায় খুন

বৃহস্পতিবার রাতে ঘরে শুয়েছিলেন গৌরী সাউ ৷ সেইসময় ছেলে প্রভু সাউ মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে বাবাকে এলোপাথাড়ি ছুরি চালায়।

father killed by son
father killed by son
author img

By

Published : Mar 26, 2021, 12:29 PM IST

ভাটপাড়া, 26 মার্চ : মদ্যপ ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ বাবা ৷ উত্তর 24 পরগনার ভাটপাড়ার ঘটনা ৷ মৃত গৌরী সাউয়ের বয়স আশি বছর ৷ খুনে অভিযুক্ত বছর 55-র প্রভু সাউকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ ৷

ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া 29 নম্বর রেলগেটের কাছে সাউ পরিবারের বাস ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘরে শুয়েছিলেন গৌরী সাউ ৷ সেইসময় প্রভু সাউ মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে বাবাকে এলোপাথাড়ি ছুরি চালায়। রক্তাক্ত অবস্থায় গৌরী সাউকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কোন আক্রোশ থেকে বাবাকে নৃশংসভাবে খুন করল ছেলে তা ভেবে পাচ্ছে না সাউ পরিবার ৷

ভাটপাড়ায় ছেলের হাতে বাবা খুন

আরও পড়ুন : মিঠুনকেই বাংলায় আসার কারণ জিজ্ঞাসা করুন : কাকলি

তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় সবাইকে খুনের হুমকি দিত প্রভু । গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাবার উপর হামলা চালায় ৷ আপাতত জগদ্দল থানার পুলিশ প্রভু সাউকে জিজ্ঞাসাবাদ করছে ৷

ভাটপাড়া, 26 মার্চ : মদ্যপ ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ বাবা ৷ উত্তর 24 পরগনার ভাটপাড়ার ঘটনা ৷ মৃত গৌরী সাউয়ের বয়স আশি বছর ৷ খুনে অভিযুক্ত বছর 55-র প্রভু সাউকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ ৷

ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া 29 নম্বর রেলগেটের কাছে সাউ পরিবারের বাস ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘরে শুয়েছিলেন গৌরী সাউ ৷ সেইসময় প্রভু সাউ মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে বাবাকে এলোপাথাড়ি ছুরি চালায়। রক্তাক্ত অবস্থায় গৌরী সাউকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কোন আক্রোশ থেকে বাবাকে নৃশংসভাবে খুন করল ছেলে তা ভেবে পাচ্ছে না সাউ পরিবার ৷

ভাটপাড়ায় ছেলের হাতে বাবা খুন

আরও পড়ুন : মিঠুনকেই বাংলায় আসার কারণ জিজ্ঞাসা করুন : কাকলি

তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় সবাইকে খুনের হুমকি দিত প্রভু । গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাবার উপর হামলা চালায় ৷ আপাতত জগদ্দল থানার পুলিশ প্রভু সাউকে জিজ্ঞাসাবাদ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.