ETV Bharat / state

Farmers Special Train: কৃষক স্পেশাল ট্রেন চালু পূর্বরেলের, উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার - inaugurated by mp Jagannath Sarkar

শান্তিপুর এবং গেদের কৃষকদের উৎপাদিত সামগ্রী কলকাতা এবং শহরতলির বাজারে বিক্রি করার সুবিধার্থে কৃষক স্পেশাল ট্রেন চালু করল পূর্বরেল ৷ গতকাল, এই ট্রেনটির উদ্বোধন করেন রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷

Farmers Special Train
কৃষক স্পেশাল ট্রেন চালু করল পূর্বরেল, উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার
author img

By

Published : Sep 8, 2021, 8:22 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : উত্তর 24 পরগনার গেদে এবং নদিয়ার শান্তিপুর, রাণাঘাট এবং তার আশপাশের অঞ্চলের কৃষকদের সুবিধার্থে দুটি কৃষক স্পেশাল ট্রেন চালু করল পূর্বরেল কর্তৃপক্ষ ৷ এর ফলে উপকৃত হবেন কৃষক এবং ব্যবসায়ীরা ৷ করোনা প্যানডেমিকের কারণে দীর্ঘদিন ধরে রাজ্যে জারি রয়েছে কড়া বিধিনিষেধ ৷ ফলে বন্ধ রয়েছে লোকাল ট্রেন ৷ ট্রেন বন্ধ থাকায় চাষি এবং ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত পণ্য কলকাতা এবং শহরতলির বাজারে এনে বিক্রি করতে সমস্যায় পড়ছিলেন ৷ তবে এই ট্রেন চালু হওয়ায় উপকৃত হবেন তাঁরা ৷ গতকাল, এই ট্রেনটির উদ্বোধন করেন রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷

এই দুটি ট্রেনই আসবে শিয়ালদহ স্টেশনে। ওই দুটি ট্রেনে থাকছে 9টি ভেন্ডার কামরা, 3টি মোটর কোচ ও দুটি জেনারেল কোচ । এই দুটি বিশেষ ট্রেন কৃষক ও ছানা ব্যবসায়ীদের জন্য তাই সবকটি কামরাতে জিনিসপত্র নিয়ে উঠতে পারবেন তাঁরা । কৃষক ও ছানা ব্যবসায়ীদের সুবিধার জন্য ব্যবসার সঙ্গে যুক্ত বেশকয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে এই ট্রেন দুটি থামবে । এই ট্রেন দুটি যেমন কৃষকদের উৎপাদিত পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত পৌঁছে দিতে সাহায্য করবে তেমনই, তাঁদের যাতায়াতের খরচ অনেকটাই কমাতেও সাহায্য করবে ।

আরও পড়ুন: দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়

ট্রেনদুটি প্রতিদিন সকাল 8.15 মিনিটে গেদে থেকে ছেড়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছোবে বেলা 11.10 মিনিটে । আবার দুপুরে 3.10 মিনিটে শান্তিপুর থেকে আরেকটি ট্রেন ছেড়ে শিয়ালদহ স্টেশনে বিকেল 5.34 মিনিটে পৌঁছোবে । অন্যদিকে শান্তিপুরগামী কৃষক স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে বেলা 11.30 মিনিটে ছেড়ে শান্তিপুর পৌঁছোবে দুপুর 1.52 মিনিটে ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর : উত্তর 24 পরগনার গেদে এবং নদিয়ার শান্তিপুর, রাণাঘাট এবং তার আশপাশের অঞ্চলের কৃষকদের সুবিধার্থে দুটি কৃষক স্পেশাল ট্রেন চালু করল পূর্বরেল কর্তৃপক্ষ ৷ এর ফলে উপকৃত হবেন কৃষক এবং ব্যবসায়ীরা ৷ করোনা প্যানডেমিকের কারণে দীর্ঘদিন ধরে রাজ্যে জারি রয়েছে কড়া বিধিনিষেধ ৷ ফলে বন্ধ রয়েছে লোকাল ট্রেন ৷ ট্রেন বন্ধ থাকায় চাষি এবং ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত পণ্য কলকাতা এবং শহরতলির বাজারে এনে বিক্রি করতে সমস্যায় পড়ছিলেন ৷ তবে এই ট্রেন চালু হওয়ায় উপকৃত হবেন তাঁরা ৷ গতকাল, এই ট্রেনটির উদ্বোধন করেন রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷

এই দুটি ট্রেনই আসবে শিয়ালদহ স্টেশনে। ওই দুটি ট্রেনে থাকছে 9টি ভেন্ডার কামরা, 3টি মোটর কোচ ও দুটি জেনারেল কোচ । এই দুটি বিশেষ ট্রেন কৃষক ও ছানা ব্যবসায়ীদের জন্য তাই সবকটি কামরাতে জিনিসপত্র নিয়ে উঠতে পারবেন তাঁরা । কৃষক ও ছানা ব্যবসায়ীদের সুবিধার জন্য ব্যবসার সঙ্গে যুক্ত বেশকয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে এই ট্রেন দুটি থামবে । এই ট্রেন দুটি যেমন কৃষকদের উৎপাদিত পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত পৌঁছে দিতে সাহায্য করবে তেমনই, তাঁদের যাতায়াতের খরচ অনেকটাই কমাতেও সাহায্য করবে ।

আরও পড়ুন: দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়

ট্রেনদুটি প্রতিদিন সকাল 8.15 মিনিটে গেদে থেকে ছেড়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছোবে বেলা 11.10 মিনিটে । আবার দুপুরে 3.10 মিনিটে শান্তিপুর থেকে আরেকটি ট্রেন ছেড়ে শিয়ালদহ স্টেশনে বিকেল 5.34 মিনিটে পৌঁছোবে । অন্যদিকে শান্তিপুরগামী কৃষক স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে বেলা 11.30 মিনিটে ছেড়ে শান্তিপুর পৌঁছোবে দুপুর 1.52 মিনিটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.