ETV Bharat / state

কৃষিজমিতে নেশার আসর, প্রতিবাদে কৃষককে কোপাল দুষ্কৃতীরা - প্রতিবাদ করায় কৃষককে কোপালো দুষ্কৃতীরা

লকডাউনের বাজারেও তাঁর চাষের জমিতে বসে চলছিল মদ-গাঁজার আসর। প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে কৃষককে কোপালো একদল দুষ্কৃতী।

criminal attack injured farmer at Duttapukur
কৃষক
author img

By

Published : Apr 4, 2020, 11:02 PM IST

দত্তপুকুর, 4 এপ্রিল: লকডাউনের মধ্যেও চাষের জমিতে চলছিল মদ, গাঁজা, জুয়ার আসর। আর তার প্রতিবাদ করায় দুষ্কৃতী হামলার মুখে পড়তে হল মোতালেব তরফদার নামে এক কৃষককে। মারধরের পাশাপাশি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয় বলেও অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই কৃষককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের কদম্বগাছির কাঁঠালিয়া গ্রামে। ঘটনার পর দত্তপুকুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। তবে, এখনও অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশের জমিতে সবজির চাষ করেন কৃষক মোতালেব তরফদার। বেশকিছু দিন ধরেই লক্ষ্য করছিলেন, কে বা কারা তাঁর জমির সবজি নষ্ট করছে। কিন্তু, কিছুতেই তাদের ধরতে পারছিলেন না। গতকাল রাতে জমিতে নজরদারি চালাতে গিয়ে দেখেন, কয়েকজন মিলে চাষের জমিতে বসে মদ, গাঁজা খাচ্ছে। এরপরই, প্রতিবাদ করেন ওই কৃষক। যদিও মোতালেব তরফদার বেশি কিছু বলার আগেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। প্রথমে চড়, থাপ্পড় মারা হয় তাঁকে। এরপর, ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ মারে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মোতালেব তরফদার। কৃষকের চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসার আগেই রাতের অন্ধকারে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এদিকে গুরুতর জখম অবস্থায় ওই কৃষককে প্রথমে ছোটো জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। পাশাপাশি, পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে ভরতি করে নেওয়া হয়। যদিও আজ সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, আজ দুপুরে হামলাকারীদের বিরুদ্ধে দত্তপুকুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে কৃষকের পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আক্রান্ত মোতালেব তরফদার বলেন, "জমির ফসল দেখতে গিয়ে দেখি, চাষের জমিতেই চলছে মদ, গাঁজার আসর। তার প্রতিবাদ করাতেই মারধর ও কোপানো হয়।"

দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, "দুষ্কৃতীদের ধরতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে"

দত্তপুকুর, 4 এপ্রিল: লকডাউনের মধ্যেও চাষের জমিতে চলছিল মদ, গাঁজা, জুয়ার আসর। আর তার প্রতিবাদ করায় দুষ্কৃতী হামলার মুখে পড়তে হল মোতালেব তরফদার নামে এক কৃষককে। মারধরের পাশাপাশি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয় বলেও অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই কৃষককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের কদম্বগাছির কাঁঠালিয়া গ্রামে। ঘটনার পর দত্তপুকুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। তবে, এখনও অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশের জমিতে সবজির চাষ করেন কৃষক মোতালেব তরফদার। বেশকিছু দিন ধরেই লক্ষ্য করছিলেন, কে বা কারা তাঁর জমির সবজি নষ্ট করছে। কিন্তু, কিছুতেই তাদের ধরতে পারছিলেন না। গতকাল রাতে জমিতে নজরদারি চালাতে গিয়ে দেখেন, কয়েকজন মিলে চাষের জমিতে বসে মদ, গাঁজা খাচ্ছে। এরপরই, প্রতিবাদ করেন ওই কৃষক। যদিও মোতালেব তরফদার বেশি কিছু বলার আগেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। প্রথমে চড়, থাপ্পড় মারা হয় তাঁকে। এরপর, ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ মারে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মোতালেব তরফদার। কৃষকের চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসার আগেই রাতের অন্ধকারে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এদিকে গুরুতর জখম অবস্থায় ওই কৃষককে প্রথমে ছোটো জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। পাশাপাশি, পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে ভরতি করে নেওয়া হয়। যদিও আজ সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, আজ দুপুরে হামলাকারীদের বিরুদ্ধে দত্তপুকুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে কৃষকের পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আক্রান্ত মোতালেব তরফদার বলেন, "জমির ফসল দেখতে গিয়ে দেখি, চাষের জমিতেই চলছে মদ, গাঁজার আসর। তার প্রতিবাদ করাতেই মারধর ও কোপানো হয়।"

দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, "দুষ্কৃতীদের ধরতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.