ETV Bharat / state

Fake Account: অতিরিক্ত পুলিশ সুপারের নাম-ছবি দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট ! তদন্তে বসিরহাট সাইবার ক্রাইম থানা - বসিরহাট

Fake Account of ASP in Basirhat: অতিরিক্ত পুলিশ সুপারের নাম ও ছবি ব‍্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল । আইপিএস অফিসার সৌতম বন্দ্যোপাধ্যায় বসিরহাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন ।

Fake Account
Fake Account
author img

By

Published : Jul 30, 2023, 5:29 PM IST

বসিরহাট, 30 জুলাই: পুলিশ অফিসারের নাম ও ছবি ব‍্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল ৷ তিনি আবার ছোটখাটো পুলিশ অফিসার নন । একেবারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, যিনি কর্মরত বসিরহাট পুলিশ জেলায় । অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে, তাঁর নাম ও ছবি ব্যবহার করে দুটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে ফেসবুকে ৷ এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বসিরহাটে ।

ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট: শুধু ভুয়ো অ্যাকাউন্ট খোলাই নয় ! সেখান থেকে পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টও । যা চমকে দিয়েছে সকলকেই । ইতিমধ্যেই এই ঘটনায় বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, প্রথম অ্যাকাউন্টটিতে তাঁর ছবি ব‍্যবহার করে পুনম পুনমচাঁদ নামে একটি প্রোফাইল খোলা হয় । আর দ্বিতীয় অ্যাকাউন্টটিতে অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি দু'টোই ব্যবহার করা হয়েছে । ওই দুটি অ্যাকাউন্ট থেকে আবার একাধিক ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানো হয়েছে বলে খবর ।

আরও পড়ুন: প্রতারক তরুণীর ফাঁদে পা ইঞ্জিনিয়ারের! ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল অশ্লীল ছবি

সাইবার ক্রাইম থানায় অভিযোগ: ভুয়ো দুটি অ্যাকাউন্ট নিয়েই অভিযোগ দায়ের করেছেন সৌতম বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে, নিজের ফেসবুক পেজেও ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন তিনি । ওই অ্যাকাউন্টটি ভুয়ো বলে জানিয়ে মানুষকে সাবধান হতে পরামর্শ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ৷ যদিও এর পিছনে কে বা কারা রয়েছে, তাঁদের কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে কি না, তা অবশ্য জানা সম্ভব হয়নি । তবে গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ ।

আগেও হয়েছে এমন ঘটনা: প্রসঙ্গত, এই ঘটনা যে অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম ঘটল এমনটা নয় ৷ চলতি বছরের এপ্রিল মাসেও একই ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে । সেই সময়ও অতিরিক্ত পুলিশ সুপারের নামে খোলা হয়েছিল ফেক প্রোফাইল । তখনও এর পিছনে কাদের হাত ছিল তার কোনও হদিশ দিতে পারেনি পুলিশ । তারই মধ্যে ফের একই ঘটনা ঘটায় স্বভাবতই পুলিশ মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

বসিরহাট, 30 জুলাই: পুলিশ অফিসারের নাম ও ছবি ব‍্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল ৷ তিনি আবার ছোটখাটো পুলিশ অফিসার নন । একেবারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, যিনি কর্মরত বসিরহাট পুলিশ জেলায় । অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে, তাঁর নাম ও ছবি ব্যবহার করে দুটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে ফেসবুকে ৷ এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বসিরহাটে ।

ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট: শুধু ভুয়ো অ্যাকাউন্ট খোলাই নয় ! সেখান থেকে পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টও । যা চমকে দিয়েছে সকলকেই । ইতিমধ্যেই এই ঘটনায় বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, প্রথম অ্যাকাউন্টটিতে তাঁর ছবি ব‍্যবহার করে পুনম পুনমচাঁদ নামে একটি প্রোফাইল খোলা হয় । আর দ্বিতীয় অ্যাকাউন্টটিতে অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি দু'টোই ব্যবহার করা হয়েছে । ওই দুটি অ্যাকাউন্ট থেকে আবার একাধিক ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানো হয়েছে বলে খবর ।

আরও পড়ুন: প্রতারক তরুণীর ফাঁদে পা ইঞ্জিনিয়ারের! ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল অশ্লীল ছবি

সাইবার ক্রাইম থানায় অভিযোগ: ভুয়ো দুটি অ্যাকাউন্ট নিয়েই অভিযোগ দায়ের করেছেন সৌতম বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে, নিজের ফেসবুক পেজেও ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন তিনি । ওই অ্যাকাউন্টটি ভুয়ো বলে জানিয়ে মানুষকে সাবধান হতে পরামর্শ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ৷ যদিও এর পিছনে কে বা কারা রয়েছে, তাঁদের কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে কি না, তা অবশ্য জানা সম্ভব হয়নি । তবে গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ ।

আগেও হয়েছে এমন ঘটনা: প্রসঙ্গত, এই ঘটনা যে অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম ঘটল এমনটা নয় ৷ চলতি বছরের এপ্রিল মাসেও একই ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে । সেই সময়ও অতিরিক্ত পুলিশ সুপারের নামে খোলা হয়েছিল ফেক প্রোফাইল । তখনও এর পিছনে কাদের হাত ছিল তার কোনও হদিশ দিতে পারেনি পুলিশ । তারই মধ্যে ফের একই ঘটনা ঘটায় স্বভাবতই পুলিশ মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.