ETV Bharat / state

প্রিজ়ন ভ্যান থেকে পালানোর পর পাকড়াও ধর্ষণে অভিযুক্ত - arrest

চলতি সপ্তাহে সোমবার অভিযুক্তকে বারাসতের বনমালীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ । এরপর মেডিকাল চেক-আপে যাওয়ার সময় প্রিজ়ন ভ্যান থেকে পালিয়ে যায় সে । গতরাতে পুলিশ তাঁকে ফের পাকড়াও করে ।

প্রিজ়ন ভ্যান থেকে পালানোর পর পাকড়াও ধর্ষণে অভিযুক্ত
author img

By

Published : Jul 10, 2019, 3:25 PM IST

Updated : Jul 10, 2019, 3:38 PM IST

বারাসত, 10 জুলাই : মেয়েদের শারীরিক নির্যাতন করেছে সে বহুবার। সামাজিক কারণে অভিযোগ দায়ের করেনি কেউই । কিন্তু শেষমেষ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় বারাসতের মিন্টু মণ্ডল । কিন্তু পালিয়ে গিয়েছিল সে। ফের পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত ।

চলতি সপ্তাহের সোমবার মিন্টুকে বারাসতের বনমালীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ । যুবককে বারাসত জেলা হাসপাতালে মেডিকাল চেক-আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । ফেরার পথে চাঁপাডালি মোড়ের কাছে প্রিজ়ন ভ্যানটি একটি পেট্রোল পাম্পে দাঁড়ায় । তখনই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় মিন্টু ।

প্রিজ়ন ভ্যান থেকে পালানোর পর থেকেই পুলিশও তাঁকে ধরতে তৎপর হয়। জেলার সমস্ত থানা এলাকায় ওই যুবকের ছবি পাঠানো হয় । ছবি পাঠানো হয় সিভিক ভলান্টিয়ারদের কাছেও । গত রাতে গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগরের বদর এলাকা থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । সেখানে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল অভিযুক্ত।
তাকে আজ আদালতে তোলা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

বারাসত থানার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার জেরে বারাসত থানার SI বংশনারায়ণ যাদব ও কনস্টেবল সুমন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে ।

বারাসত, 10 জুলাই : মেয়েদের শারীরিক নির্যাতন করেছে সে বহুবার। সামাজিক কারণে অভিযোগ দায়ের করেনি কেউই । কিন্তু শেষমেষ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় বারাসতের মিন্টু মণ্ডল । কিন্তু পালিয়ে গিয়েছিল সে। ফের পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত ।

চলতি সপ্তাহের সোমবার মিন্টুকে বারাসতের বনমালীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ । যুবককে বারাসত জেলা হাসপাতালে মেডিকাল চেক-আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । ফেরার পথে চাঁপাডালি মোড়ের কাছে প্রিজ়ন ভ্যানটি একটি পেট্রোল পাম্পে দাঁড়ায় । তখনই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় মিন্টু ।

প্রিজ়ন ভ্যান থেকে পালানোর পর থেকেই পুলিশও তাঁকে ধরতে তৎপর হয়। জেলার সমস্ত থানা এলাকায় ওই যুবকের ছবি পাঠানো হয় । ছবি পাঠানো হয় সিভিক ভলান্টিয়ারদের কাছেও । গত রাতে গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগরের বদর এলাকা থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । সেখানে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল অভিযুক্ত।
তাকে আজ আদালতে তোলা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

বারাসত থানার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার জেরে বারাসত থানার SI বংশনারায়ণ যাদব ও কনস্টেবল সুমন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে ।

Last Updated : Jul 10, 2019, 3:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.