ETV Bharat / state

ED Raids Rathin Ghosh's House: পৌর নিয়োগে দুর্নীতি, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানা - একশো দিনের কাজ

পৌরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে পৌঁছেছে ইডি ৷ বৃহস্পতিবার ভোর থেকে তাঁর মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি ৷ এরই সঙ্গে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান, টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও পৌঁছেছে ইডি ৷

ETV Bharat
খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি তল্লাশি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 8:57 AM IST

Updated : Oct 5, 2023, 12:31 PM IST

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানা

মধ্যমগ্রাম, 5 অক্টোবর: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ বৃহস্পতিবার ভোরে খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে তল্লাশি চালায় ইডির তদন্তকারী দল ৷ সূত্রের খবর, এই দলে ইডির প্রায় 10 জন আধিকারিক রয়েছেন ৷ মন্ত্রীর গোটা বাড়িটি সিআরপিএফের জওয়ানরা ঘিরে রেখেছেন ৷ এর পাশাপাশি কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা এবং টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও ইডির তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলকে জেরা করে বারবার মন্ত্রী রথীন ঘোষের নাম উঠে এসেছে ৷ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রথীন ঘোষ 2014-18 সাল পর্যন্ত মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন ৷ সেই সময় বেআইনিভাবে কোনও নিয়োগ হয়েছে কি না, তা জানতে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । এখনও ইডির এই ম্যারাথন তল্লাশি চলছে ৷ তাই মন্ত্রী কিংবা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

এর নেপথ্যে প্রতিহিংসার রাজনীতি আছে বলে দাবি করলেন তৃণমূল কাউন্সিলর তথা মধ‍্যমগ্রাম শহর তৃণমূলের সভাপতি সুভাষ বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন, "কী কারণে এই তল্লাশি আমরা জানি না ৷ তবে ইডি কোনও অস্বচ্ছতা খুঁজে পাবে না ৷ রথীন ঘোষ ও আমি দীর্ঘ 40 বছর একসঙ্গে রাজনীতি করছি ৷ 1999 সাল থেকে তিনি মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন ৷ আমি তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী ছিলাম এবং এখনও আছি ৷" 2014-18 সাল পর্যন্ত মধ্যগ্রাম পৌরসভায় চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে কোনও অনিয়ম হয়নি বলে দাবি করেন কাউন্সিলর সুভাষ বন্দ্যোপাধ্যায় ৷ আজ তৃণমূলের 'রাজভবন চলো' অভিযানকে দমিয়ে রাখতে এই তল্লাশি বলে অভিযোগ করেন তৃণমূল নেতা ৷

আরও পড়ুন: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় 12 পৌরসভাকে নোটিশ ইডির

পৌরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে আজ ভোর ছ'টা নাগাদ ইডি-র প্রতিনিধি আসে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার বাড়িতে ৷ তাঁকে সকাল থেকে ফের দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ 2014 সালের পর থেকে পৌরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক পৌরসভার নাম পায় ৷ অন‍্যদিকে, বৃহস্পতিবার ভোরে টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও চলে ইডির তল্লাশি ৷

সূত্রের খবর, 2016 সালে টিটাগড় পৌরসভায় 221 জন চাকরি পেয়েছিলেন । সেই প্রশ্নপত্রের সিট নকল করার অভিযোগ উঠেছিল ৷ এর সত‍্যতা যাচাই করতেই ইডির এই ম্যারাথন তল্লাশি বলে জানা গিয়েছে ৷

একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বকেয়া টাকা আদায়ে প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল ৷ 2-3 অক্টোবর দিল্লিতে সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন মন্ত্রী রথীন ঘোষও ৷ পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে এর আগে দমকল মন্ত্রী সুজিত বসুকেও তলব করেছিল সিবিআই ৷ এ বছরের মার্চ মাসে শিক্ষক দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন প্রোমোটার অয়ন শীল ৷ তিনি বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু ঘোষের ঘনিষ্ঠ বলে মনে করা হয় ৷ দু'জনেই এখন জেল হেফাজতে ৷ অয়ন শীলকে গ্রেফতার করে ইডি জানতে পারে, রাজ্যে একাধিক পৌরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে ৷ তদন্তে নেমে ডায়মন্ডহারবার পৌরসভা-সহ একাধিক পৌরসভার বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধানদের জিজ্ঞাসাবাদ করে ইডি ৷

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ-দুর্নীতি, দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানা

মধ্যমগ্রাম, 5 অক্টোবর: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ বৃহস্পতিবার ভোরে খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে তল্লাশি চালায় ইডির তদন্তকারী দল ৷ সূত্রের খবর, এই দলে ইডির প্রায় 10 জন আধিকারিক রয়েছেন ৷ মন্ত্রীর গোটা বাড়িটি সিআরপিএফের জওয়ানরা ঘিরে রেখেছেন ৷ এর পাশাপাশি কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা এবং টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও ইডির তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলকে জেরা করে বারবার মন্ত্রী রথীন ঘোষের নাম উঠে এসেছে ৷ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রথীন ঘোষ 2014-18 সাল পর্যন্ত মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন ৷ সেই সময় বেআইনিভাবে কোনও নিয়োগ হয়েছে কি না, তা জানতে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । এখনও ইডির এই ম্যারাথন তল্লাশি চলছে ৷ তাই মন্ত্রী কিংবা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

এর নেপথ্যে প্রতিহিংসার রাজনীতি আছে বলে দাবি করলেন তৃণমূল কাউন্সিলর তথা মধ‍্যমগ্রাম শহর তৃণমূলের সভাপতি সুভাষ বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন, "কী কারণে এই তল্লাশি আমরা জানি না ৷ তবে ইডি কোনও অস্বচ্ছতা খুঁজে পাবে না ৷ রথীন ঘোষ ও আমি দীর্ঘ 40 বছর একসঙ্গে রাজনীতি করছি ৷ 1999 সাল থেকে তিনি মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন ৷ আমি তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী ছিলাম এবং এখনও আছি ৷" 2014-18 সাল পর্যন্ত মধ্যগ্রাম পৌরসভায় চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে কোনও অনিয়ম হয়নি বলে দাবি করেন কাউন্সিলর সুভাষ বন্দ্যোপাধ্যায় ৷ আজ তৃণমূলের 'রাজভবন চলো' অভিযানকে দমিয়ে রাখতে এই তল্লাশি বলে অভিযোগ করেন তৃণমূল নেতা ৷

আরও পড়ুন: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় 12 পৌরসভাকে নোটিশ ইডির

পৌরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে আজ ভোর ছ'টা নাগাদ ইডি-র প্রতিনিধি আসে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার বাড়িতে ৷ তাঁকে সকাল থেকে ফের দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ 2014 সালের পর থেকে পৌরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক পৌরসভার নাম পায় ৷ অন‍্যদিকে, বৃহস্পতিবার ভোরে টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও চলে ইডির তল্লাশি ৷

সূত্রের খবর, 2016 সালে টিটাগড় পৌরসভায় 221 জন চাকরি পেয়েছিলেন । সেই প্রশ্নপত্রের সিট নকল করার অভিযোগ উঠেছিল ৷ এর সত‍্যতা যাচাই করতেই ইডির এই ম্যারাথন তল্লাশি বলে জানা গিয়েছে ৷

একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বকেয়া টাকা আদায়ে প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল ৷ 2-3 অক্টোবর দিল্লিতে সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন মন্ত্রী রথীন ঘোষও ৷ পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে এর আগে দমকল মন্ত্রী সুজিত বসুকেও তলব করেছিল সিবিআই ৷ এ বছরের মার্চ মাসে শিক্ষক দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন প্রোমোটার অয়ন শীল ৷ তিনি বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু ঘোষের ঘনিষ্ঠ বলে মনে করা হয় ৷ দু'জনেই এখন জেল হেফাজতে ৷ অয়ন শীলকে গ্রেফতার করে ইডি জানতে পারে, রাজ্যে একাধিক পৌরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে ৷ তদন্তে নেমে ডায়মন্ডহারবার পৌরসভা-সহ একাধিক পৌরসভার বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধানদের জিজ্ঞাসাবাদ করে ইডি ৷

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ-দুর্নীতি, দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই

Last Updated : Oct 5, 2023, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.