বারাসত, 15 অক্টোবর: ক্ষমতার জোরে বাড়ির পাশের একটি আশ্রমের জমিতে ডিএলএড কলেজও একসময় স্থাপন করেছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল । সেই কলেজের সঙ্গে একপ্রকার আষ্টেপিষ্টে জড়িয়ে রয়েছেন তিনি । বর্তমানে কলেজে যাতায়াত না-থাকলেও তাঁর হাতে গড়া ডিএলএড কলেজে এখনও প্রভাব রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ এই তাপস মণ্ডলের (close aide of Manik Bhattacharya Tapas Mondal ) ।
শুধু তাই নয়, এই কলেজ পরিচলন সমিতির অন্যতম সদস্য হিসাবেও তাপস মণ্ডলের নাম রয়েছে বলে জানা গিয়েছে ৷ ফলে,বাড়ির পাশে তাপসের এই ডিএলএড কলেজও এখন ইডির আতস কাঁচের তলায় । অন্যদিকে, বারাসতের যে ডিএলএড কলেজ এবং কামাখ্যা আশ্রমে তাপস মণ্ডলের ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল, এখন সেখানকার আশ্রমিকরাই তাঁর কর্মকাণ্ডের কথা শুনে রীতিমতো হতবাক । ইডি হানার পর কার্যত তাজ্জব বনে গিয়েছেন আশ্রমিক থেকে কর্তৃপক্ষ সকলেই ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বিএড কলেজ থেকেও কমিশন নিয়েছেন মানিক ! তদন্তে ইডি
বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাদু এলাকায় বাড়ি তাপস মণ্ডলের । স্ত্রী ছাড়াও তাঁর দুই ছেলে রয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগারো বছর আগে বাদু অঞ্চলে রাস্তার ধারে জমি কিনে দোতলা বাড়ি তৈরি করেন তাপস । তার আগে অবশ্য বাড়ির কাছেই তাঁর টিনের বাড়ি ছিল । সেই বাড়ি বর্তমানে পড়ে রয়েছে আগাছায় ভরতি হয়ে । স্থানীয়রা বলছেন, দশ বছরেই মানিক ঘনিষ্ঠ এই তাপস মণ্ডলের যাবতীয় উত্থান । জমি,গাড়ি কেনার পাশাপাশি প্রচুর সম্পত্তির মালিকও হয়েছে সে । তাঁর একাধিক ডিএলএড কলেজও রয়েছে । নিজের প্রভাব-প্রতিপত্তি খাটিয়েও তাপস মণ্ডল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে তোলেন বলে অভিযোগ ৷
জানা গিয়েছে, বাদু এলাকার একেবারে রাস্তার ধারেই রয়েছে কামাখ্যা ইনস্টিটিউট অফ এডুকেশন । কামাখ্যা বালক আশ্রমের প্রায় দু-বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই ইনস্টিটিউটের নিজস্ব ডিএলএড কলেজ । আশ্রম সূত্রে খবর, 2012 সালে কলেজ গড়ার জন্য এই জমি তুলে দেওয়া হয় পাঁচ ব্যক্তির হাতে । যার মধ্যে একজন তাপস মণ্ডল । সেই সময় তিনি পশ্চিমবঙ্গ ডিএলএড কলেজ ইউনিয়নের সভাপতি পদেও ছিলেন । যার সুবাদে তিনি তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠ হয়ে ওঠেন ।
কলেজ গড়ার কিছুদিনের মধ্যে প্রভাব খাটিয়ে এনসিটিই-র স্বীকৃতিও আদায় করে নেন তাপস । ক্ষমতার জোরে শুধু এই কলেজই নয়,আরও বেশ কয়েকটি ডিএলএড কলেজও গড়ে উঠেছিল তাপস মণ্ডলের হাত ধরে । যেগুলি মুর্শিদাবাদ,মেদিনীপুরের মতো বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে খবর ৷ তারই মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শনিবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা (ED raids at home of close aide of Manik Bhattacharya) । যা ঘিরেই রহস্য আরও বেড়েছে স্থানীয়দের মনে ।