মধ্যমগ্রাম, 20 জানুয়ারি: পূর্ব ভারতের প্রথম রোবটিক নার্স ৷ সংক্রামিত রোগের ক্ষেত্রে নার্সদের বাঁচাতে এবং সূক্ষ্ম স্বাস্থ্য পরিষেবা দিতে এই রোবটিক নার্স তৈরি করেছে জেআইএস গ্রুপ ৷ আর এই রোবটিক নার্সটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে মধ্যমগ্রামের হার্ট ফিল্ড নার্সিংহোমে (Eastern India First Artificial Intelligence Controlled Robotic Nurse) ৷ এদিন সংস্থার রোবটিক গবেষক এবং চিকিৎসকদের উপস্থিতিতে এই রোবটিক নার্সটিকে নার্সিংহোমের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন ৷
এদিন এই রোবটিক নার্স নিয়ে গবেষক অঙ্কুশ ঘোষ জানান, এই রোবটিক নার্স আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করবে ৷ নিজে থেকেই নার্স রোগীর স্বাস্থ্য পরীক্ষা, তার স্বাস্থ্য অবস্থা জানা, ওষুধ দেওয়া, নমুনা সংগ্রহ এবং তাৎক্ষণিক সব সিদ্ধান্ত নিতে সক্ষম ৷ বর্তমানে মধ্য়মগ্রামের হার্ট ফিল্ড নার্সিংহোমের সঙ্গে চুক্তিতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে ৷ তবে, সেটি বর্তমানে ম্যানুয়ালি কাজ করবে ৷ এখনই অটোম্যাটিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করা হবে না ৷ সেটিকে বিস্তারিত পরীক্ষার ও প্রয়োগের পর করা হবে ৷
এদিনই ওই নার্সিংহোমের উদ্বোধনও ছিল ৷ সেই উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যে খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী রথীন ঘোষ ৷ তিনি বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ৷ তবে, সেই সঙ্গে এও জানান, এই উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা শুধুমাত্র বিত্তবানদের জন্য যেন না হয় ৷ কারণ, সময়ে-অসময়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষও চিকিৎসার জন্য এই নার্সিংহোমে আসবেন ৷ তাঁরাও যাতে সমানভাবে এই আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে ৷ এমনকি স্বাস্থ্য দফতরের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও সেই শর্তাবলী উল্লেখ করা থাকে ৷
আরও পড়ুন: আদিবাসী ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
তবে, একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে ৷ এই রোবটিক নার্সের কারণে, নার্সিং ট্রেনিং নিয়ে চাকরি পাওয়া মানুষের চাকরিতে কোপ পড়বে না তো ? যা নিয়ে মন্ত্রী জানান, যন্ত্রকে নিয়ন্ত্রণ করে মানুষ ৷ তাই মানুষের চাকরি ছিনিয়ে যন্ত্রকে কাজে লাগানো হবে না ৷ এই আশ্বাস দিয়েছেন নার্সিংহোমের চিকিৎসক সুদীপ্ত মৈত্র ৷