ETV Bharat / state

Stagnant Water Problem: জমা জলে নাজেহাল দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দারা

author img

By

Published : Jan 10, 2023, 9:39 PM IST

দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের পূর্বপাড়া পার্ট নং 244 ৷ বৃষ্টি না থাকলেও গত একমাস ধরে ওই এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা নর্দমার নোংরা জলের তলায় (Duttapukur Panchyet 2 Purbapara Residents in Trouble Over Stagnant Water) ৷ সেই জল দিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের ৷ আর বাড়ছে মশার উপদ্রব ৷ এই পরিস্থিতিতে পঞ্চায়েতকে অভিযোগ করেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ করেছেন বাসিন্দারা ৷

Trouble Over Stagnant Water ETV BHARAT
Trouble Over Stagnant Water ETV BHARAT

জমা জলের সমস্যায় দত্তপুকুরের পূর্বপাড়ার বাসিন্দারা

দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 10 জানুয়ারি: দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের পূর্বপাড়া পার্ট নং 244 ৷ অভিযোগ, এই এলাকার 100টি পরিবার গত এক মাস ধরে জমা জলের যন্ত্রণায় ভুগছেন (Duttapukur Panchyet 2 Purbapara Residents in Trouble Over Stagnant Water) ৷ গত একমাস ধরে মানুষের যাতায়াতের রাস্তা নর্দমার নোংরা জলে ভরে রয়েছে ৷ সেই জলের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে লোকজনকে ৷ জমা জলের কারণে বাড়ছে মশার উপদ্রব ৷ ডেঙ্গি সংক্রমণের ভয়ও পাচ্ছেন বাসিন্দারা ৷ এনিয়ে পঞ্চায়েতে জানানো হয়েছে ৷ বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত সদস্য নাকি জানিয়েছেন, ভোটের পরেই জমা জলের সমস্যা মিটবে ৷ যদিও, সেই অভিযোগ অস্বীকার করেছেন গ্রামপঞ্চায়েতের পূর্ত সঞ্চালক তথা পরিষদীয় দলনেতা ৷

পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায়, তাই এবার সরাসরি বিডিও দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ, স্থানীয় একটি পুকুরে এলাকার সব জল নেম যেত ৷ কিন্তু, ওই পুকুরটি ব্যক্তিগত সম্পত্তি হওয়ার কারণে মালিক সেটির পার বাঁধানোর পর, পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছেন ৷ আর তার পর থেকেই পূর্বপাড়া পার্ট নং 244 এর জল যন্ত্রণা শুরু হয়েছে ৷

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আগে ওই এলাকায় লাগাতার বৃষ্টিতেও জল জমার সমস্যা ছিল না ৷ বৃষ্টি হলেও জল দ্রুত নেমে যেত ৷ কিন্তু, শীতের শুকনো মরশুমেও রাস্তায় নোংরা জল জমে রয়েছে ৷ মূলত, বাড়ির নিকাশি নালার জল রাস্তায় এসে জমছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ এনিয়ে গত দিন কুড়ি আগে পঞ্চায়েত অফিসে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা ৷ পঞ্চায়েতকে দ্রুত নিকাশি ব্যবস্থা ঠিক করার আবেদন জানান ৷ অভিযোগ, পঞ্চায়েত সদস্য নাকি তাঁদের জানিয়েছেন, আগে ভোট তারপরে নিকাশির কাজ ৷ আর তাই এবার সরাসরি বিডিও অফিসের নালিশ করেছে দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের পূর্বপাড়ার ভুক্তভোগী বাসিন্দারা ৷

আরও পড়ুন: এলাকায় জমে জল, দুর্ভোগে রায়গঞ্জের 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

যদিও, দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের পরিষদীয় নেতা তথা পূর্ত সঞ্চালক নজরুল ইসলাম কাজ করা হয়নি, সেই অভিযোগ মানতে চাননি ৷ তাঁর দাবি, কোনও একটা জায়গায় জল জমে যাচ্ছে ৷ সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল ৷ হয়তো আবারও সেখানে জল জমেছে ৷ সেই জল জমার জায়গাটা পরিষ্কার করাতে হবে ৷ অবশ্য পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিন্দা করেছেন তিনি ৷ জানান, ভোটের জন্য কাজ করলে চলবে না ৷ কাজ করতে হবে মানুষের জন্য ৷ এমন ঘটনা হওয়া উচিত নয় ৷ তিনি নিজে ওই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

জমা জলের সমস্যায় দত্তপুকুরের পূর্বপাড়ার বাসিন্দারা

দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 10 জানুয়ারি: দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের পূর্বপাড়া পার্ট নং 244 ৷ অভিযোগ, এই এলাকার 100টি পরিবার গত এক মাস ধরে জমা জলের যন্ত্রণায় ভুগছেন (Duttapukur Panchyet 2 Purbapara Residents in Trouble Over Stagnant Water) ৷ গত একমাস ধরে মানুষের যাতায়াতের রাস্তা নর্দমার নোংরা জলে ভরে রয়েছে ৷ সেই জলের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে লোকজনকে ৷ জমা জলের কারণে বাড়ছে মশার উপদ্রব ৷ ডেঙ্গি সংক্রমণের ভয়ও পাচ্ছেন বাসিন্দারা ৷ এনিয়ে পঞ্চায়েতে জানানো হয়েছে ৷ বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত সদস্য নাকি জানিয়েছেন, ভোটের পরেই জমা জলের সমস্যা মিটবে ৷ যদিও, সেই অভিযোগ অস্বীকার করেছেন গ্রামপঞ্চায়েতের পূর্ত সঞ্চালক তথা পরিষদীয় দলনেতা ৷

পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায়, তাই এবার সরাসরি বিডিও দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ, স্থানীয় একটি পুকুরে এলাকার সব জল নেম যেত ৷ কিন্তু, ওই পুকুরটি ব্যক্তিগত সম্পত্তি হওয়ার কারণে মালিক সেটির পার বাঁধানোর পর, পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছেন ৷ আর তার পর থেকেই পূর্বপাড়া পার্ট নং 244 এর জল যন্ত্রণা শুরু হয়েছে ৷

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আগে ওই এলাকায় লাগাতার বৃষ্টিতেও জল জমার সমস্যা ছিল না ৷ বৃষ্টি হলেও জল দ্রুত নেমে যেত ৷ কিন্তু, শীতের শুকনো মরশুমেও রাস্তায় নোংরা জল জমে রয়েছে ৷ মূলত, বাড়ির নিকাশি নালার জল রাস্তায় এসে জমছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ এনিয়ে গত দিন কুড়ি আগে পঞ্চায়েত অফিসে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা ৷ পঞ্চায়েতকে দ্রুত নিকাশি ব্যবস্থা ঠিক করার আবেদন জানান ৷ অভিযোগ, পঞ্চায়েত সদস্য নাকি তাঁদের জানিয়েছেন, আগে ভোট তারপরে নিকাশির কাজ ৷ আর তাই এবার সরাসরি বিডিও অফিসের নালিশ করেছে দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের পূর্বপাড়ার ভুক্তভোগী বাসিন্দারা ৷

আরও পড়ুন: এলাকায় জমে জল, দুর্ভোগে রায়গঞ্জের 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

যদিও, দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের পরিষদীয় নেতা তথা পূর্ত সঞ্চালক নজরুল ইসলাম কাজ করা হয়নি, সেই অভিযোগ মানতে চাননি ৷ তাঁর দাবি, কোনও একটা জায়গায় জল জমে যাচ্ছে ৷ সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল ৷ হয়তো আবারও সেখানে জল জমেছে ৷ সেই জল জমার জায়গাটা পরিষ্কার করাতে হবে ৷ অবশ্য পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিন্দা করেছেন তিনি ৷ জানান, ভোটের জন্য কাজ করলে চলবে না ৷ কাজ করতে হবে মানুষের জন্য ৷ এমন ঘটনা হওয়া উচিত নয় ৷ তিনি নিজে ওই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.