ETV Bharat / state

Jagatdal death : জগদ্দলে চায়ের দাম নিয়ে বচসার জেরে চড় দোকানদারের, মৃত্যু খরিদ্দারের - jagatdal police

চায়ের দাম নিয়ে বচসা, আর তাতেই মারা গেলেন খরিদ্দার ৷ অভিযুক্ত দোকানদার ৷ অভিযুক্ত ও তাঁর বাবাকে গণপ্রহার এলাকাবাসীদের ৷ বর্তমানে দু'জনেই হাসপাতালে চিকিৎসাধীন ৷

মারা গেলেন গ্রাহক
মারা গেলেন গ্রাহক
author img

By

Published : Aug 19, 2021, 7:37 PM IST

জগদ্দল, 19 অগস্ট : জগদ্দল থানার উচ্ছেগড় এলাকায় চায়ের দাম নিয়ে ঝামেলা ৷ ঝামেলার জেরে খরিদ্দারকে এক চড় মারেন দোকানদার ৷ আর তাতেই মারা গেলেন কাজল বিশ্বাস নামে ওই খরিদ্দার ৷ পেশায় তিনি গাড়ির চালক।

স্থানীয় সূত্রে খবর, কাজলের পরিবারের সঙ্গে চায়ের দোকানের মালিক দীপঙ্কর চৌধুরীর পরিবারের জমি সংক্রান্ত ব্যপারে পুরনো বিবাদ আছে। গতকাল রাতে মদ্যপ অবস্থায় চায়ের দাম নিয়ে বিবাদ শুরু হয় দু‘জনের মধ্যে ৷ কাজল বিশ্বাস অন্যান্য খরিদ্দারদের সামনে অকথ্য গালিগালাজ করতে থাকে দোকানদারকে ।

সেসময় দীপঙ্কর উত্তেজিত হয়ে চড় মারলে কাজল বিশ্বাস মাটিতে পড়ে যান। তাঁকে প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হয় ৷ এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত বলে ঘোষণা করেন।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন দীপঙ্করকে মারধর করতে শুরু করেন । দীপঙ্করের বাবা সুশান্ত চৌধুরী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করেন এলাকার মানুষ।

খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ সেখানে গিয়ে দীপঙ্কর ও তাঁর বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মৃত কাজল বিশ্বাসের পরিবার জগদ্দল থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। এদিন মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য ব্যারাকপুরে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে খুনের অভিযোগ করলেও অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি। বর্তমানে অভিযুক্ত ও তাঁর বাবা দু‘জনেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে খুনের ঘটনা এটি নয়। এছাড়াও মৃতের শরীরে আঘাতের চিহ্ন নেই। কাজল বিশ্বাসের হার্ট অ্যাটাকেও মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে ৷

জগদ্দল, 19 অগস্ট : জগদ্দল থানার উচ্ছেগড় এলাকায় চায়ের দাম নিয়ে ঝামেলা ৷ ঝামেলার জেরে খরিদ্দারকে এক চড় মারেন দোকানদার ৷ আর তাতেই মারা গেলেন কাজল বিশ্বাস নামে ওই খরিদ্দার ৷ পেশায় তিনি গাড়ির চালক।

স্থানীয় সূত্রে খবর, কাজলের পরিবারের সঙ্গে চায়ের দোকানের মালিক দীপঙ্কর চৌধুরীর পরিবারের জমি সংক্রান্ত ব্যপারে পুরনো বিবাদ আছে। গতকাল রাতে মদ্যপ অবস্থায় চায়ের দাম নিয়ে বিবাদ শুরু হয় দু‘জনের মধ্যে ৷ কাজল বিশ্বাস অন্যান্য খরিদ্দারদের সামনে অকথ্য গালিগালাজ করতে থাকে দোকানদারকে ।

সেসময় দীপঙ্কর উত্তেজিত হয়ে চড় মারলে কাজল বিশ্বাস মাটিতে পড়ে যান। তাঁকে প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হয় ৷ এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত বলে ঘোষণা করেন।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন দীপঙ্করকে মারধর করতে শুরু করেন । দীপঙ্করের বাবা সুশান্ত চৌধুরী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করেন এলাকার মানুষ।

খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ সেখানে গিয়ে দীপঙ্কর ও তাঁর বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মৃত কাজল বিশ্বাসের পরিবার জগদ্দল থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। এদিন মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য ব্যারাকপুরে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে খুনের অভিযোগ করলেও অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি। বর্তমানে অভিযুক্ত ও তাঁর বাবা দু‘জনেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে খুনের ঘটনা এটি নয়। এছাড়াও মৃতের শরীরে আঘাতের চিহ্ন নেই। কাজল বিশ্বাসের হার্ট অ্যাটাকেও মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.