অশোকনগর, 22 নভেম্বর: সম্পত্তি ছেলের নামে লিখে না দেওয়ায় মা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ছেলের অত্যাচারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধা (Old Lady Commits Suicide in Ashoknagar) । মৃতার নাম রীনা কুণ্ডু (82)। রবিবার সকালে বাড়ির গেটের সামনে থেকে তাঁর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর থানার কাঁকপুল কল্পতরু এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রীনাদেবীর চার ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। মেজো ছেলে কর্মসূত্রে ব্যারাকপুরে থাকেন ও সেজো ছেলে মুম্বইতে কর্মরত। ছোট ছেলের সঙ্গে রীনাদেবী কাঁকপুলে থাকতেন। অভিযোগ, সেজো ছেলে রাধেশ্যাম কুণ্ডু (শ্যামা) মুম্বই থেকে বাড়ি ফিরে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বৃদ্ধাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। সম্পত্তি লিখে না দেওয়ায় সে মাকে মাঝে মধ্যেই মারধর করত বলেও অভিযোগ। রীনাদেবীর মেয়ে রেখা সাহা বলেন, "শ্যামা মুম্বই থেকে এসে জমি লিখে দেওয়ার জন্য মাকে চাপ দিত ও অশান্তি করত। ওঁর অত্যাচারে আগেও একবার মা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। শনিবার রাতে ফের মায়ের সঙ্গে জমির ভাগ নিয়ে অশান্তি হয় শ্যামার। আর রবিবার সকালে বাড়ির গেটের সামনে থেকে মায়ের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।’’ তাঁর দাবি, শ্যামার অত্যাচারে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে মা।
আরও পড়ুন: সাগর দত্ত হাসপাতালে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
খবর পেয়েই মৃতদেহটি উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। ছেলে রাধেশ্যাম কুণ্ডুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বৃদ্ধার মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ বৃদ্ধার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা ৷