ETV Bharat / state

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ, জারি নির্দেশিকা - teachers

কোনও স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারবেন না । গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করেন জেলা বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ চট্টোপাধ্যায় । কিন্তু, নির্দেশিকার নজরদারি করবে কে? এছাড়াও, শাসকদলের নেতাদের মদতে কয়েকজন শিক্ষক সব নিষেধ উপেক্ষা করে গৃহশিক্ষকতা করছেন । এবিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলে আজ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান ।

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ
author img

By

Published : Jul 10, 2019, 8:19 PM IST

বারাসত, 10 জুলাই : স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল উত্তর 24 পরগনা জেলা শিক্ষা দপ্তর । কোনও স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারবেন না । গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করেন জেলা বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ চট্টোপাধ্যায় । জেলার 638 স্কুলের প্রধান শিক্ষকের কাছে সেই নির্দেশিকা পাঠানো হয় । কিন্তু, নির্দেশিকার নজরদারি করবে কে? এছাড়াও, শাসকদলের নেতাদের মদতে কয়েকজন শিক্ষক সব নিষেধ উপেক্ষা করে গৃহশিক্ষকতা করছেন । এবিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলে আজ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা জেলাশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান । মিছিলে আওয়াজ ওঠে, "প্রাইভেট টিউশনের নামে কাটমানি খাওয়া শিক্ষক আর না । আর না ।"

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করছেন উত্তর 24 পরগনার গৃহশিক্ষকরা । অন্য জেলাগুলিতেও চলছে এই আন্দোলন । কয়েক মাস আগে উত্তর 24 পরগনার গৃহশিক্ষকরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এই সংক্রান্ত একটি স্মারকলিপিও জমা দিয়েছিলেন । এরপরেই এই নির্দেশিকা জারি করেন শুভজিৎ চট্টোপাধ্যায় । নির্দেশিকায় সাফ বলা হয়েছে, কোনও শিক্ষক প্রাইভেট টিউশন করছেন প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

কিন্তু, এই নির্দেশিকার নজরদারি করবে কে? এই নিয়ে গৃহশিক্ষকরা বারাসত চাঁপাডালি মোড় থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরে আসেন । জেলাশাসকের কাছে এনিয়ে স্মারকলিপিও জমা দেন । অবশেষে জেলাশাসক সাতদিনের মধ্যে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ।

সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বলেন, "প্রাইভেট টিউশন হল স্কুলশিক্ষকদের কাটমানি । আমাদের অনেক আন্দোলনের পর স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে বিদ্যালয় পরিদর্শক গতকাল নির্দেশিকা জারি করেছেন । কিন্তু শুধু নির্দেশিকা জারি করলেই হবে না । তা মানা হচ্ছে কি না, তা নজরদারি করতে হবে । জেলাশাসকের কাছে আমরা সেই দাবি করেছি । তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, সাত দিনের মধ্যে কড়া পদক্ষেপ নেবেন । যদি এবিষয়ে কোনও পদক্ষেপ না নেন তাহলে আমরা এরপর নিবেদিতা ভবন যাব । সেখানেও কাজ না হলে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা বলব ।"


উল্লেখ্য উত্তর ২৪ পরগনার বিভিন্ন নামী স্কুলের শিক্ষকদের একাংশ স্কুলে না-পড়িয়ে বাইরে প্রাইভেট টিউশন করছেন । কয়েকটি জায়গায় তাঁদের বিরুদ্ধে গৃহশিক্ষকরা অভিযোগও করেছেন । সেই সব শিক্ষকদের নামের তালিকা আজ তাঁরা জেলাশাসককে দেন ।

বারাসত, 10 জুলাই : স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল উত্তর 24 পরগনা জেলা শিক্ষা দপ্তর । কোনও স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারবেন না । গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করেন জেলা বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ চট্টোপাধ্যায় । জেলার 638 স্কুলের প্রধান শিক্ষকের কাছে সেই নির্দেশিকা পাঠানো হয় । কিন্তু, নির্দেশিকার নজরদারি করবে কে? এছাড়াও, শাসকদলের নেতাদের মদতে কয়েকজন শিক্ষক সব নিষেধ উপেক্ষা করে গৃহশিক্ষকতা করছেন । এবিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলে আজ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা জেলাশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান । মিছিলে আওয়াজ ওঠে, "প্রাইভেট টিউশনের নামে কাটমানি খাওয়া শিক্ষক আর না । আর না ।"

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করছেন উত্তর 24 পরগনার গৃহশিক্ষকরা । অন্য জেলাগুলিতেও চলছে এই আন্দোলন । কয়েক মাস আগে উত্তর 24 পরগনার গৃহশিক্ষকরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এই সংক্রান্ত একটি স্মারকলিপিও জমা দিয়েছিলেন । এরপরেই এই নির্দেশিকা জারি করেন শুভজিৎ চট্টোপাধ্যায় । নির্দেশিকায় সাফ বলা হয়েছে, কোনও শিক্ষক প্রাইভেট টিউশন করছেন প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

কিন্তু, এই নির্দেশিকার নজরদারি করবে কে? এই নিয়ে গৃহশিক্ষকরা বারাসত চাঁপাডালি মোড় থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরে আসেন । জেলাশাসকের কাছে এনিয়ে স্মারকলিপিও জমা দেন । অবশেষে জেলাশাসক সাতদিনের মধ্যে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ।

সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বলেন, "প্রাইভেট টিউশন হল স্কুলশিক্ষকদের কাটমানি । আমাদের অনেক আন্দোলনের পর স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে বিদ্যালয় পরিদর্শক গতকাল নির্দেশিকা জারি করেছেন । কিন্তু শুধু নির্দেশিকা জারি করলেই হবে না । তা মানা হচ্ছে কি না, তা নজরদারি করতে হবে । জেলাশাসকের কাছে আমরা সেই দাবি করেছি । তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, সাত দিনের মধ্যে কড়া পদক্ষেপ নেবেন । যদি এবিষয়ে কোনও পদক্ষেপ না নেন তাহলে আমরা এরপর নিবেদিতা ভবন যাব । সেখানেও কাজ না হলে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা বলব ।"


উল্লেখ্য উত্তর ২৪ পরগনার বিভিন্ন নামী স্কুলের শিক্ষকদের একাংশ স্কুলে না-পড়িয়ে বাইরে প্রাইভেট টিউশন করছেন । কয়েকটি জায়গায় তাঁদের বিরুদ্ধে গৃহশিক্ষকরা অভিযোগও করেছেন । সেই সব শিক্ষকদের নামের তালিকা আজ তাঁরা জেলাশাসককে দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.