ETV Bharat / state

Blast in Duttapukur: বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দত্তপুকুরকাণ্ডে দাবি জেলাশাসকের - District Magistrate

DM on Duttapukur Blast: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন জেলাশাসক ৷ শরৎ কুমার দ্বিবেদী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

Duttapukur Bomb Blast
দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 3:02 PM IST

Updated : Aug 27, 2023, 4:15 PM IST

বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দত্তপুকুরকাণ্ডে দাবি জেলাশাসকের

দত্তপুকুর, 27 অগস্ট: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ এমনটাই রবিবার ঘটনাস্থল পরিদর্শনে এসে জানালেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী ৷

তিনি বলেন, "বিস্ফোরণের ঘটনায় এই মূহূর্তে যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নিয়েছি ৷ পুলিশ ও প্রশাসনের সকলে এখানে উপস্থিত রয়েছে ৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ কতজনের মৃত্যু হয়েছে এখনই কিছু বলা যাবে না ৷ তবে ঘটনার যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷"

রবিবার উত্তর 24 পরগনার দত্তপুকুরের ইচ্ছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েতের মোচপোল এলাকায় বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তাতে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ এখানে বেআইনিভাবে বাজি মজুত রাখার অভিযোগ উঠেছে ৷ বিস্ফোরণের তীব্রতা খুব বেশি থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ৷ আপাতত উদ্ধারকাজ চলছে । বিস্ফোরণের ঘটনায় আজ পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, বারবার পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি । রমরমিয়ে এখানে বেআইনি বাজি কারখানা চলছিল । এর জেরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এদিক ওদিক ছিটকে দেহাংশ! মৃতের সংখ্যা ঘিরে সংশয়

বিস্ফোরণ নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার দায় চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর ৷ বিরোধী দলনেতা রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন ৷ তিনি জানান, এগরার বিস্ফোরণকাণ্ডের পর রাজ্য সরকার বাজি শিল্প নিয়ন্ত্রণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু তা বাস্তবায়িত করা হয়নি ৷ এই বেআইনি কারখানাগুলির সঙ্গে শাসকদলের স্বার্থ জড়িয়ে আছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বেআইনি বাজি কারখানার তত্ত্ব মানতে নারাজ ৷ তাঁর দাবি, বাজি কারখানা মানেই সেটা বেআইনি নয় ৷

বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দত্তপুকুরকাণ্ডে দাবি জেলাশাসকের

দত্তপুকুর, 27 অগস্ট: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ এমনটাই রবিবার ঘটনাস্থল পরিদর্শনে এসে জানালেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী ৷

তিনি বলেন, "বিস্ফোরণের ঘটনায় এই মূহূর্তে যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নিয়েছি ৷ পুলিশ ও প্রশাসনের সকলে এখানে উপস্থিত রয়েছে ৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ কতজনের মৃত্যু হয়েছে এখনই কিছু বলা যাবে না ৷ তবে ঘটনার যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷"

রবিবার উত্তর 24 পরগনার দত্তপুকুরের ইচ্ছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েতের মোচপোল এলাকায় বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তাতে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ এখানে বেআইনিভাবে বাজি মজুত রাখার অভিযোগ উঠেছে ৷ বিস্ফোরণের তীব্রতা খুব বেশি থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ৷ আপাতত উদ্ধারকাজ চলছে । বিস্ফোরণের ঘটনায় আজ পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, বারবার পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি । রমরমিয়ে এখানে বেআইনি বাজি কারখানা চলছিল । এর জেরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এদিক ওদিক ছিটকে দেহাংশ! মৃতের সংখ্যা ঘিরে সংশয়

বিস্ফোরণ নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার দায় চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর ৷ বিরোধী দলনেতা রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন ৷ তিনি জানান, এগরার বিস্ফোরণকাণ্ডের পর রাজ্য সরকার বাজি শিল্প নিয়ন্ত্রণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু তা বাস্তবায়িত করা হয়নি ৷ এই বেআইনি কারখানাগুলির সঙ্গে শাসকদলের স্বার্থ জড়িয়ে আছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বেআইনি বাজি কারখানার তত্ত্ব মানতে নারাজ ৷ তাঁর দাবি, বাজি কারখানা মানেই সেটা বেআইনি নয় ৷

Last Updated : Aug 27, 2023, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.