ETV Bharat / state

কোরোনা ঠেকাতে বারাসতে রাস্তা পরিষ্কারের কাজ শুরু পুলিশের - corona virus

ওয়াটার ক্যাননের মাধ্যমে রাসায়নিক মিশ্রিত জল স্প্রে করে বারাসতের জনবহুল এলাকা, প্রশাসনিক ভবন ও বাজার পরিষ্কার করার কাজ শুরু করল জেলা পুলিশ ।

image
ছবি
author img

By

Published : Apr 1, 2020, 11:01 PM IST

বারাসত, 1 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবার 34 নম্বর জাতীয় সড়ক ও যশোর রোড জীবাণুমুক্ত করা শুরু করল বারাসত জেলা পুলিশ । আজ বিকেলে মধ্যমগ্রাম চৌমাথায় ওয়াটার ক্যাননের মাধ্যমে রাসায়নিক মিশ্রিত জল স্প্রে করা হয় । একইভাবে বারাসত ডাকবাংলো মোড়ের কাছেও রাস্তাঘাট ও জনবহুল এলাকা পরিষ্কার করা হয় ।

কোরোনা মোকাবিলায় রাজ্যের একাধিক জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে । জল কামান ব্যবহার করে ব্লিচিং ও ফিনাইল দিয়ে চলছে জীবাণুমুক্ত করার কাজ । এবার বারাসতের জনবহুল এলাকা ও প্রশাসনিক ভবনগুলির পাশাপাশি পরিষ্কার করা হচ্ছে বিভিন্ন বাজারও । জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, এই কাজ ধারাবাহিকভাবে আগামী বেশ কয়েরদিন চলবে । যাতে কোরোনা সংক্রমণ প্রতিরোধ করা যায় ।

এবিষয়ে বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানান, কোরোনার সংক্রমণ রুখতে যা যা পদক্ষেপ করা দরকার, তা আমরা করছি । রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করা চলছে । মানুষকে সঙ্গে নিয়েই আমরা কোরোনা যুদ্ধে জয়লাভ করব ।"

বারাসত, 1 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবার 34 নম্বর জাতীয় সড়ক ও যশোর রোড জীবাণুমুক্ত করা শুরু করল বারাসত জেলা পুলিশ । আজ বিকেলে মধ্যমগ্রাম চৌমাথায় ওয়াটার ক্যাননের মাধ্যমে রাসায়নিক মিশ্রিত জল স্প্রে করা হয় । একইভাবে বারাসত ডাকবাংলো মোড়ের কাছেও রাস্তাঘাট ও জনবহুল এলাকা পরিষ্কার করা হয় ।

কোরোনা মোকাবিলায় রাজ্যের একাধিক জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে । জল কামান ব্যবহার করে ব্লিচিং ও ফিনাইল দিয়ে চলছে জীবাণুমুক্ত করার কাজ । এবার বারাসতের জনবহুল এলাকা ও প্রশাসনিক ভবনগুলির পাশাপাশি পরিষ্কার করা হচ্ছে বিভিন্ন বাজারও । জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, এই কাজ ধারাবাহিকভাবে আগামী বেশ কয়েরদিন চলবে । যাতে কোরোনা সংক্রমণ প্রতিরোধ করা যায় ।

এবিষয়ে বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানান, কোরোনার সংক্রমণ রুখতে যা যা পদক্ষেপ করা দরকার, তা আমরা করছি । রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করা চলছে । মানুষকে সঙ্গে নিয়েই আমরা কোরোনা যুদ্ধে জয়লাভ করব ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.